ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ৪ আশ্বিন ১৪৩১
কাতার ও মিসরের সঙ্গে বাইডেনের কথা

কিছু পণবন্দির মুক্তি হতে পারে আজ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৪ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৩, ১২:০৪ এএম

ব্রিকসে ইসরাইলের নিন্দা, পশ্চিমাদের জন্য বার্তা :: ইসরাইলকে সমর্থনকারী দেশগুলোকে হুঁশিয়ারি এরদোগানের :: বিশ্বে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা : ইউনিসেফ
যুদ্ধবিরতি এবং পণবন্দিদের মুক্তি নিয়ে হামাসের সঙ্গে আলোচনা এখনো চলছে বলে জানিয়েছেন ইসরাইলের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান জাছি হানেগবি। আজ শুক্রবারের মধ্যে এই আলোচনা সম্পূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এবং সেক্ষেত্রে এদিনই বেশ কিছু পণবন্দি মুক্তি পেতে পারেন বলে আশা করা হচ্ছে। বুধবার বিকালে হানেগবি জানিয়েছেন, ‘হামাসের সঙ্গে পণবন্দিদের মুক্তি নিয়ে লাগাতার আলোচনা চলছে। এখনো সম্পূর্ণ সমাধানসূত্র মেলেনি। তবে শুক্রবার কিছু পণবন্দির মুক্তি হতে পারে।’

বস্তুত, যুদ্ধবিরতি না হলে পণবন্দিদের মুক্তিও সম্ভব নয়। সেই বিষয়টি নিয়েই মূলত আলোচনা হচ্ছে। তবে যুদ্ধবিরতি হতে এত সময় কেন লাগছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়নি। হামাসের তরফেও কোনো বিবৃতি দেয়া হয়নি এবিষয়ে। এখনো পর্যন্ত জানা গেছে, হামাসের সঙ্গে চারদিনের একটি যুদ্ধবিরতির চুক্তি করা হবে। ওই সময়ের মধ্যেই বেশ কিছু পণবন্দিকে মুক্ত করা হবে। তবে কতজন পণবন্দিকে এখন ছাড়বে হামাস, কী তার শর্ত-- এসব কোনো কিছুই এখনো পর্যন্ত জানানো হয়নি। তবে ইসরাইলের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, কাতারের মধ্যস্থতায় এই চুক্তি হচ্ছে।

ইসরাইল চার দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। হামাসকে বলা হয়েছে অন্তত ৫০ জন পণবন্দিকে মুক্তি দিতে হবে, বদলে ইসরাইল ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দেবে। তারা সকলেই ইসরাইলের জেলে বন্দি। গাজা স্ট্রিপে গৃহহীন মানুষদের কাছে মানবিক সাহায্যও পাঠানো হবে ওই সময়। ইসরাইল-গাজা যুদ্ধের ছয় সপ্তাহের মাথায় এসে চারদিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ। এ চুক্তির ফলে একজন ইসরাইলি জিম্মির বিনিময়ে ৩ জন ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরাইল। হামাসের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছিলো, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় এ বন্দী বিনিময় শুরু হবে। হামাসের ওই বক্তব্যের পর বুধবার মধ্যরাতে ইসরাইলের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবারের আগে কোনো ফিনিস্তিনি বন্দীকে মুক্তি দেবে না ইসরাইল। ফলে এদিন থেকেই যে বন্দী বিনিময় শুরু হচ্ছে না তা নিশ্চিত হলো।

এদিকে, বুধবার ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পাশাপাশি কাতার এবং মিশরের রাষ্ট্রপ্রধানের সঙ্গে ফোনে দীর্ঘ আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাস এবং ইসরাইলের চুক্তি নিয়ে মূলত আলোচনা হয়েছে। নেতানিয়াহুকে বাইডেন বলেছেন, ওয়েস্ট ব্যাংক এবং লেবাননে আপাতত শান্তি বজায় রাখতে। দ্রুত যাতে সমস্ত বন্দিকে মুক্ত করা যায়, সে বিষয়েও অ্যামেরিকা চেষ্টা করবে বাইডেন আশ্বাস দিয়েছেন বলে হোয়াইট হাউসের দাবি। মিশরের প্রেসিডেন্টকে বাইডেন জানিয়েছেন, ওয়েস্ট ব্যাংক এবং গাজা স্ট্রিপ থেকে বিতাড়িত মানুষেরা যাতে তাদের নিজেদের জায়গায় ফিরে যেতে পারেন, সে দিকে লক্ষ্য রাখবে আমেরিকা। পাশাপাশি গাজা স্ট্রিপের মানচিত্রে যাতে কোনো পরিবর্তন না হয়, সে দিকেও নজর রাখা হবে।

ব্রিকসে ইসরাইলের নিন্দা, পশ্চিমাদের জন্য বার্তা : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধের নিন্দা জানিয়েছেন ব্রিকস জোটের নেতারা। তারা এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। গাজায় দ্রুত অবনতিশীল মানবিক সংকট কমাতে উভয় পক্ষের শত্রুতা বন্ধেরও আহ্বান জানিয়েছেন তারা।

বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতির পাঁচ দেশের জোট ব্রিকসের নেতারা মঙ্গলবার এক ভার্র্চুয়াল শীর্ষ সম্মেলনে এ আহ্বান জানান। সম্মেলনে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। ফিলিস্তিন ও ইসরাইলে বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানানো হয় সম্মেলনে। গাজার মধ্যে বা বাইরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করাকে জোটের অনেক নেতা ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন। এদিকে গাজায় ইসরাইলের হামলার বিষয়ে ব্রিকস জোটের সমালোচনাকে পশ্চিমাদের জন্য বার্তা হিসেবে দেখা হচ্ছে। ফিলিস্তিন ও ইসরাইলে বেসামরিক নাগরিকদের ওপর হামলার নিন্দা জানানো হয় সম্মেলনে। গাজার মধ্যে বা বাইরে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করাকে জোটের অনেক নেতা ‘যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন। সম্মেলন শেষে জোট কোনো যৌথ ঘোষণা দেয়নি।

সম্মেলনে বলা হয়, ফিলিস্তিনিদের নিজেদের ভূমি থেকে যে কোনো ধরনের একক বা ব্যাপক জোরপূর্বক স্থানান্তর ও বিতাড়নের নিন্দা জানাই আমরা। জোট বিষয়টি পুনর্ব্যক্ত করেছে যে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর ও বিতাড়ন, তা গাজার অভ্যন্তরে হোক বা প্রতিবেশী দেশগুলোতে হোক, সেটা জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন, যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে ব্রিকস জোট গঠিত। তারা দীর্ঘদিনের পশ্চিমা আধিপত্যের বিপরীতে একটি নতুন বিশ্বব্যবস্থা গড়ে তোলার আকাঙ্খায় রয়েছে। ব্রিকসভুক্ত দেশগুলোকে প্রায়ই ‘গ্লোবাল সাউথ’-এর নেতা হিসেবে দেখা হয়।

ইসরাইলকে সমর্থনকারী দেশগুলোকে হুশিয়ারি এরদোগানের : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান বলেছেন, ফিলিস্তিনের সঙ্গে সংঘাতে ইসরাইলের পক্ষ নেয়া পশ্চিমা দেশগুলোর উচিত তাদের অপরাধে অংশ নেয়া থেকে বিরত থাকা। ‘খুব দেরি হয়ে যাওয়ার আগে, যে দেশগুলো ইসরাইলের পক্ষ নিয়েছে তাদের উচিত আন্তর্জাতিক আইন, মানবাধিকার, বিবেক ও নৈতিকতার পাশে থাকা এবং এ অপরাধে অংশগ্রহণ করা থেকে বিরত থাকা। অত্যাচারীরা যে পদক্ষেপ নিচ্ছে তা থেকে আমাদের নিপীড়িতদের পাশে দাঁড়াতে হবে এবং তাদের বাঁচাতে হবে,’ তুর্কি নেতা আলজেরিয়া থেকে ফিরে সাংবাদিকদের বলেছিলেন।

‘আমরা হলোকাস্ট সম্পর্কে বেশ কয়েক দিন ধরে কথা বলছি; পশ্চিমা জনগণ এ ধরণের পরীক্ষা দিতে অক্ষম কারণ তারা ইতিহাসের ভুল দিকে রয়েছে। বসনিয়া এবং কসোভোতে গণহত্যাকে উপেক্ষা করা হয়েছিল এবং চুপ করিয়ে রাখা হয়েছিল। ইরাক এবং সিরিয়া সম্পর্কে একটি লজ্জাজনক নীরবতা ছিল,’ এরদোগান উল্লেখ করেছেন। ‘এবার, এটি ভিন্ন,’ তিনি বলেন। ‘আপনি জানেন যে, অনেক দেশের সরকার ইসরাইলের পক্ষ নিয়েছে কিন্তু তাদের জনগণ এখন বলছে, ‘এ নৃশংসতার যথেষ্ট’। এ কণ্ঠের প্রতি বধির রাজনীতিবিদরা শীঘ্রই তাদের নিজেদের জনগণের কাছ থেকে গণতান্ত্রিক প্রতিক্রিয়া পাবেন,’ এরদোগান বলেছেন। তার মতে, ইসরাইল-ফিলিস্তিন সংঘাতকে ‘মানুষের দৃষ্টিকোণ থেকে দেখা উচিত এবং মুসলমান, খ্রিস্টান এবং ইহুদিদের পাশাপাশি বিভিন্ন জাতিগত পটভূমির লোকদের মধ্যে পার্থক্য করা উচিত নয়’।

বিশ্বে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান গাজা : জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থার (ইউনিসেফ) প্রধান ক্যাথেরিন রাসেল বলেছেন, গাজা উপত্যকা বিশ্বে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক স্থান। রাসেল আরও বলেছেন, অনেক চেষ্টার পর গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে সাময়িক যে যুদ্ধবিরতি হয়েছে, তা শিশুদের জীবন বাঁচানোর জন্য যথেষ্ট নয়। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন, গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি হামলায় ৫ হাজার ৩০০-এর বেশি শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সংখ্যা মোট নিহত মানুষের সংখ্যার ৪০ শতাংশ।

সম্প্রতি গাজার দক্ষিণাঞ্চল সফর করেছেন রাসেল। সেখানকার পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘এটা নজিরবিহীন, যা দেখলাম ও শুনলাম, তাতে আমি স্তম্ভিত।’ জিম্মিদের মুক্তি এবং গাজায় চার দিন লড়াই ও বোমা হামলা বন্ধ রাখার ব্যাপারে ইসরাইল ও হামাসের মধ্যে গতকাল যে চুক্তিটি হয়েছে, তাকে স্বাগত জানিয়েছেন রাসেল। তবে তিনি মনে করেন, শিশুদের বাঁচাতে, ত্রাণকর্মীদের কার্যক্রম অব্যাহত রাখতে এ পদক্ষেপ যথেষ্ট নয়। অবিলম্বে এ নির্বিচার হত্যাকা- বন্ধের জন্য জরুরি ভিত্তিতে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি।

রাসেল বলেন, গাজায় আরও ১ হাজার ২০০ শিশুর সন্ধান পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তারা হয়তো বোমায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে, নয়তো নিখোঁজ। গাজা উপত্যকার ১০ লাখ শিশু, তথা সব শিশু খাদ্যনিরাপত্তাহীনতায় আছে। শিগগিরই তা বিপর্যয়পূর্ণ পুষ্টির সংকটে রূপ নিতে পারে। সূত্র : আল-জাজিরা, রয়টার্স, তাস।

 

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

ইত্তিহাদেই সিটিকে রুখে দিল ইন্টার

রোনালদোদের নতুন কোচ পিওলি

রোনালদোদের নতুন কোচ পিওলি

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে আফগানদের ঐতিহাসিক জয়

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

যেই গৌরব কেবল শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

রিট করে ‘খেলাপি ঋণ স্থগিত’ বন্ধ চান ব্যাংক-মালিকরা

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

বিদেশি ঋণ ফের ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

টাকা উদ্ধারের নামে ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ জিএম শাহজাহান চৌধুরীর’র বিরুদ্ধে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

জাতীয় ঐক্য বিনষ্টকারী কর্মকান্ড থেকে বিরত থাকতে হবে

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

৬০ হাজার টন ইউরিয়া সার কিনবে সরকার, ব্যয় ২৩৬ কোটি টাকা

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

আইকনিক লিডার তারেক রহমান ও বাংলাদেশের রাজনীতি

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

পতিত স্বৈরাচার ও ভারতের চক্রান্ত চলছেই

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

তারেক রহমানের রাষ্ট্রনায়কোচিত বক্তব্য ও দিকনির্দেশনা

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

ইসরাইলের দখলদারিত্ব বন্ধের প্রস্তাব বিবেচনা জাতিসংঘের

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

উত্তপ্ত মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে গোলাগুলি

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২৭ দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন ভ্যারিয়্যান্ট

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

২০০ হাতি নিধনের সিদ্ধান্ত জিম্বাবুয়ের

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

কলেরাসহ মারাত্মক রোগের ঝুঁকিতে সুদানের ৩৪ লাখ শিশু

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

১১ হাজার ফিলিস্তিনি শিক্ষার্থীর প্রাণ গেছে

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে : লুকাশেঙ্কো

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীতে চীনের যুদ্ধবিমান