ইউক্রেনে যুদ্ধরত তরুণদের নিয়ে নেপাল সরকারের উদ্বেগ
২২ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পিএম | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:২১ পিএম

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধ করছেন নেপালিরা৷ যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ছয় জন৷ এ খবরে উদ্বেগ প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল৷
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া৷ সেই থেকে চলছে প্রায় সারা বিশ্বের অর্থনীতিকে নাড়িয়ে দেয়া এক যুদ্ধ৷ যুদ্ধ শুরুর পর ইউক্রেনে হামলা চালানোর জন্য জাতি সংঘের নিন্দা প্রস্তাবের পক্ষে ভোট দেয় নেপাল৷ অথচ সেই দেশ থেকেই কিনা রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিতে দেশ ছেড়েছেন অনেক তরুণ!
গত ৪ ডিসেম্বর নেপালের গণমাধ্যম জানায়, ইউক্রেনের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত রুশ বাহিনীতে যোগ দিয়ে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ছয়জন নেপালি৷ এক সপ্তাহ পর নেপালের প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে সেই খবরের বিস্তারিত৷ দ্য কাঠমান্ডু পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল বলেন, ‘‘ইউক্রেনের সেনাবাহিনী যে (রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেয়া) কিছু নেপালিকে বন্দি করে রেখেছে- এমন তথ্য আমরা সরকারিভাবে পেয়েছি৷ নেপালিরা ইউক্রেনের্ সেনাবাহিনীর হয়ে কাজ করছে- এমন তথ্যও পাওয়া গেছে৷ ভ্রমণ বা পড়াশোনা করার ভিসা নিয়ে রামিয়ায় যাওয়া কিছু নেপালিকে রুশ সেনাবাহিনীতে নেয়া হয়েছে৷তাদের মধ্যে ছয়জন মারা গেছেন৷ সদ্য পাওয়া খবর অনুযায়ী, এই মুহূর্তে দুশ'র বেশি নেপালি রাশিয়ার সেনাবাহিনীর সেবায় নিয়োজিত৷ এটা আমাদের জন্য নতুন এবং কঠিন এক চ্যালেঞ্জ৷''
নেপালের জাতীয় মানবাধিকার কমিশনের কর্মকর্তা দীপেন্দ্র বাহাদুর সিং অবশ্য মনে করেন কঠিন হলেও আলোচনার মাধ্যমে এ সংকট মোকাবেলা করা সম্ভব, ‘‘(ইউক্রেন)যুদ্ধ নিয়ে এই মুহূর্তে যে সংকট দেখা দিয়েছে, তা শুধু নেপাল এবং রাশিয়া আর নেপাল এবং ইউক্রেনের মধ্যে কূটনৈতিক পর্যায়ের আলোচনার মাধ্যমেই নিরসন করা সম্ভব৷ রাষ্ট্রের দায়িত্ব নাগরিকদের রক্ষা করা৷ তবে রাষ্ট্রের অনুমতি ছাড়া এবং যুদ্ধের ঝুঁকি অগ্রাহ্য করে ভিনদেশের সেনাবাহিনীতে যোগ দেয়া যে অবৈধ এটা তাদেরও (নাগরিক) বুঝতে হবে৷''
ভারত ও ব্রিটেনের সেনাবাহিনীতে নেপালি সেনা
এমনিতে নেপালিদের অন্য দেশের সেনাবাহিনীতে যোগ দেয়ার সুদীর্ঘ ইতিহাস রয়েছে৷ বিশেষ করে ভারত ও ব্রিটেনের সেনাবাহিনীতে নেপালিরা যোগ দিয়ে আসছে ১৯৪৭ সাল থেকে৷ তবে ওই দুই দেশের সেনাবাহিনীতে যোগ দেয়ার বিষয়টি ঐতিহাসিক এক ত্রিপাক্ষিক চুক্তির ফল৷ ১৯৪৭ সালে ভারত উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের সময় ভারত ও ব্রিটেনের সেনাবাহিনীতে কর্মরত গুর্খা সেনাদের অধিকার রক্ষার্থে তিন দেশের মধ্যে এক চুক্তি সাক্ষরিত হয়৷ সেই চুক্তির ধারাবাহিকতায় এখনো প্রতিবছর ভারত ও ব্রিটেনের সেনাবাহিনীতে যোগ দেন নেপালিরা৷
তবে রাশিয়ার সঙ্গে নেপালের সেরকম কোনো চুক্তি হয়নি৷ তা সত্ত্বেও গোপনে নাগরিকদের একাংশের রাশিয়ায় গিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেয়ার খবরে নেপাল সরকার উদ্বিগ্ন৷ এক বিবৃতিতে নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, নেপালের যেসব নাগরিক রাশিয়া বা ইউক্রেনের হয়ে যুদ্ধ করতে গেছেন, তারা কার্যত অবৈধ কাজ করেছেন, কারণ, এই দুটি দেশের সঙ্গে নেপালের সেরকম কোনো চুক্তি নেই৷ বিবৃতিতে জানানো হয়, নেপালিদের আর রণাঙ্গণে না পাঠিয়ে অবিলম্বে দেশে ফেরত পাঠানোর জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে পুষ্প কমল দাহালের সরকার৷ সূত্র: ডয়চে ভেলে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন

বায়ার্নের সঙ্গে লম্বা চুক্তিতে কিমিখ

মনোহরগঞ্জে মুঘল আমলে নির্মিত শরীফপুর মসজিদটি স্থাপত্যের অনন্য এক নিদর্শন

প্রশাসনের ঢিলেঢালা আচরণে দুষ্কৃতিকারীরা সমাজে আশকারা পাচ্ছে: রিজভী

মঁদিকে হারাল রিয়াল

৬ জেলায় মৃদু তাপপ্রবাহ, সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে

নোয়াখালীতে বিধবার ঘরে ঢুকে ধর্ষণের হুমকি দিয়ে ডাকাতি

আড়াইহাজারে বিদ্যুতের খুঁটির সঙ্গে টহল পুলিশের গাড়ির ধাক্কা, পুলিশ সদস্যসহ ৭ জন আহত

ইউক্রেনে শান্তি চায় না ইউরোপীয় দেশগুলো, রাশিয়ার অভিযোগ

তালতলীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের দূষণ বন্ধ করে পায়রা নদী রক্ষার দাবি

কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের জন্য আইনি-লিগ্যাল নোটিশ

কিম জং উনের সঙ্গে এখনো ভালো সম্পর্ক: ট্রাম্প

গুয়ানতানামো বে খালি, অভিবাসীদের ফিরিয়ে আনলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সংস্কারে পাশে থাকার প্রতিশ্রুতি জাতিসংঘের

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পরিকল্পনা, ন্যাটোকে যুক্ত করতে চান

ভারতের কেন এত ভয় বাংলাদেশ নিয়ে? বারবার কেন হাসিনাকেই চায় ওরা?

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

নোয়াখালীতে বিআরডিবির অর্থ কেলেঙ্কারি: আওয়ামীলীগ নেতার ১১ বছর জেল, ৩১ লাখ টাকা জরিমানা

ন্যাটোর অস্ত্র উৎপাদন বাড়ানোর আহ্বান রুটের

৯ মিনিটেই শেষ ট্রেনের আগাম টিকিট, আধাঘণ্টায় ২০ লাখ হিট