কংগ্রেসের সঙ্গে জোটে যাচ্ছে না তৃণমূল ও আপ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৫ জানুয়ারি ২০২৪, ১২:১৯ পিএম | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪, ১২:১৯ পিএম

ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোটে যাবে না তৃণমূল। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি ও পাঞ্জাবে ক্ষমতাসীন আপ-ও পাঞ্জাবে একাই লড়বে।

 

আলোচনা চলছিল, কংগ্রেসকে দুইটি আসন ছাড়তে চেয়েছিলেন মমতা। কংগ্রেস তাতে রাজি হচ্ছিল না। শেষপর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার জানিয়ে দিয়েছেন, ''আমাদের সঙ্গে কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আমরা পশ্চিমবঙ্গে একা লড়ব। লোকসভা নির্বাচনের পর জোট নিয়ে সিদ্ধান্ত হবে।''

 

মমতার এ ঘোষণায় ভারতে ইন্ডিয়া জোট একটা বড় ধাক্কা খেল। বিজেপি-র বিরুদ্ধে বিরোধী দলগুলির জোট নিয়ে মমতা অনেকদিন ধরেই উদ্য়োগ নিয়েছিলেন। বিজেপি-র প্রার্থীর বিরুদ্ধে বিরোধীদের একজন প্রার্থীর প্রস্তাব তিনিই দিয়েছিলেন। ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে মমতার প্রস্তাব ছিল, ৩০ ডিসেম্বরের মধ্যে কে কটা আসনে লড়বে, সেটা ঠিক করে নেয়া হোক। তিনি জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে খাড়গের নামও প্রস্তাব করেছিলেন। খাড়গে তাতে রাজি হননি।

 

মমতা বলেছেন, তিনি প্রস্তাব দিয়েছিলেন লোকসভায় তিনশ আসনে কংগ্রেস লড়াই করুক। বাকি আসন আঞ্চলিক দলগুলির জন্য ছেড়ে দেয়া হোক। তা মানা হয়নি।

 

মমতা যখন কংগ্রেসকে দুইটি আসন দিতে চান, তখন কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল, তারা এত কম আসন নেবে না। মমতাকেও একটু উদার হতে হবে। এ নিয়ে টানাপোড়েনও হয়। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী মঙ্গলবার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের সম্পর্ক খুবই ভালো। তার ব্যক্তিগত সম্পর্কও ভালো। কংগ্রেস ও তৃণমূলের মধ্যে বোঝাপড়ার প্রক্রিয়া চলছে। মাঝেমধ্যে কেউ কিছু বলে দেন, তাতে বিতর্ক হয়। কিন্তু এই সব কথা আসন সমঝোতার ক্ষেত্রে বাধা হবে না।

 

রাহুল এখন ন্যায় যাত্রা করছেন। বৃহস্পতিবার তিনি পশ্চিমবঙ্গে ঢুকবেন। মমতা বলেছেন, ‘‘এই যে পশ্চিমবঙ্গে যাত্রা করছে, অথচ আমায় তো কিছু বলেনি।’’

 

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পরেও কংগ্রেসের মুখপাত্র ও রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় সঙ্গী জয়রাম রমেশ বলেছেন, ‘‘আপনারা মমতাজির পুরো বক্তব্য শুনেছেন কি? তিনি বলেছেন, বিজেপি-কে হারাতে চাই। বিজেপি-কে হারাবার জন্য যা করার হয় করব। এই ভাবনা নিয়ে আমরা পশ্চিমবঙ্গে প্রবেশ করছি। লম্বা সফর করছি।’’

 

জয়রামের দাবি, ‘‘লম্বা সফরে কখনো স্পিড ব্রেকার আসে। আবার আমরা তা পেরিয়ে যাই। লালবাতি সবুজ হয়ে যায়। রাহুল তো কাল বলেছেন, মমতা ইন্ডিয়া জোটের খুবই গুরুত্বপূর্ণ স্তম্ভ। মমতা ছাড়া ইন্ডিয়া জোটের কল্পনা করি না। আমরা আশা করব, যে কথাবার্তা চলছে, তা ফলপ্রসূ হবে। ইন্ডিয়া জোট হিসাবেই লড়বে। সব দল তাতে সামিল হবে।’’

 

মমতা বলেছেন, তাকে ন্যায় যাত্রায় আমন্ত্রণ জানানো হয়নি। জয়রাম বলেছেন, ‘‘কংগ্রেস সভাপতি খাড়গে, রাহুল গান্ধী ও কংগ্রেসের সাংগঠনিক সম্পাদক মমতা ও তৃণমূলের কথা বলেছেন। খাড়গেজি ইন্ডিয়া জোটের সব দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন।’’

 

কেন এই সিদ্ধান্ত?

 

প্রবীণ সাংবাদিক শুভাশিস মৈত্র ডিডাব্লিউকে বলেছেন, ‘‘হয়ত চাপ সৃষ্টি করা হচ্ছে। হয়ত, মমতার মনে হচ্ছে কংগ্রেসের সঙ্গে জোট করে লাভ নেই। কংগ্রেস আলাদা লড়লে ভালো। কারণ, কংগ্রেস সামান্য যে ভোট পায়, একসঙ্গে লড়লে তার সিংহভাগ বিজেপি-র কাছে চলে যেতে পারে।’’

 

এটা কি মমতার চূড়ান্ত সিদ্ধান্ত নাকি কংগ্রেসের সঙ্গে আলোচনার পথ এখনো খোলা থাকছে। সাংবাদিক জয়ন্ত ভট্টাচার্য ডিডাব্লিউকে জানিয়েছেন, ‘‘মমতা কংগ্রেসকে দুইটি আসন ছাড়তে চেয়েছিল। কংগ্রেস বেশি আসন চাইছে। ভালো আসন চাইছে। তাই সম্ভবত মমতা এই ঘোষণা করলেন। পাল্টা চাপ দিলেন। হয় দুই নিয়ে জোট কর, নাহলে আলাদা যাও।’’

 

কংগ্রেসের প্রবীণ নেতা ও সাবেক বিরোধী নেতা আব্দুল মান্নান ডিডাব্লিউকে বলেছেন, ‘‘আমি তো ২০১৪ থেকে সিপিএমের সঙ্গে জোট করার কথা বলছি। তবে এখন আমি মমতার সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করব না।’’

 

সাংবাদিক দীপ্তেন্দ্র রায়চৌধুরী আবার ডিডাব্লিউকে বলেছেন, ‘‘কংগ্রেস গত দুই বছর ধরে রাজ্যে যেভাবে চলেছে, তাতে এখন যদি তারা তৃণমূলের সঙ্গে হাত মেলায়, তাহলে সব নষ্ট হয়ে যাবে। দল থেকে প্রচুর নেতা-কর্মী চলে যাবে। দলের ৯০ শতাংশ নেতা-কর্মী তৃণমূলের সঙ্গে হাত মেলাতে চান না।’’

 

দীপ্তেন্দ্রর মতে, ‘‘জোটটা করতে মমতা আগ্রহী ছিলেন। কারণ, আইএসএফ, সিপিএমের সঙ্গে কংগ্রেস যদি হাত মেলায় তাহলে সংখ্যালঘু ভোট মমতার দিক থেকে বেশ কিছুটা অন্যদিকে যেতে পারে। তাই মমতাই কংগ্রেসকে সঙ্গে চাইছিলেন। এখন কংগ্রেসের নেতারা না চাওয়ায় তিনি একলা চলোর কথা বলছেন।’’

 

পাঞ্জাবে আপের একলা চলো

 

পাঞ্জাবে লোকসভার ১৩টি আসনে ক্ষমতাসীন আপ একাই লড়বে। আপের সঙ্গেও দিল্লি ও পাঞ্জাবে আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের কথা হচ্ছিল। পাঞ্জাবে প্রদেশ কংগ্রেস নেতাদেরও এই সমঝোতা নিয়ে আপত্তি ছিল। বুধবার আপ ঘোষণা করে, তারা পাঞ্জাবে একাই লড়বে।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বজ্রপাতে একদিনে প্রাণ গেলো ৯ জনের

বজ্রপাতে একদিনে প্রাণ গেলো ৯ জনের

মাওলানা মামুনুল হককে রিসিপ করতে কাশিমপুর কারাগারের গেইটে হেফাজত নেতাদের ভিড়

মাওলানা মামুনুল হককে রিসিপ করতে কাশিমপুর কারাগারের গেইটে হেফাজত নেতাদের ভিড়

এখন জনগণ বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে চলতে পারে : প্রধানমন্ত্রী

এখন জনগণ বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে চলতে পারে : প্রধানমন্ত্রী

শিগগিরই উন্মুক্ত কারাগার তৈরির কাজ শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

শিগগিরই উন্মুক্ত কারাগার তৈরির কাজ শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

‘প্রবাসী আতঙ্ক’ই আঘাত হানছে ভারত-চীনের অর্থনীতিতে: বাইডেন

‘প্রবাসী আতঙ্ক’ই আঘাত হানছে ভারত-চীনের অর্থনীতিতে: বাইডেন

৩০ বছর বাদে সোজা হলেন বিশ্বের কোঁচকানো ব্যাক্তি

৩০ বছর বাদে সোজা হলেন বিশ্বের কোঁচকানো ব্যাক্তি

মার্কিন ও ব্রিটিশ ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইরানের

মার্কিন ও ব্রিটিশ ১৫ ব্যক্তি ও ১০ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ইরানের

কালীগঞ্জে বিএনপির পক্ষ থেকে ছাতা পানি ও খাবার স্যালাইন বিতরণ

কালীগঞ্জে বিএনপির পক্ষ থেকে ছাতা পানি ও খাবার স্যালাইন বিতরণ

ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশে ক্যাস্পারস্কি’র নতুন ফ্ল্যাগশিপ প্রোডাক্ট লাইন ‘ক্যাস্পারস্কি নেক্সট’

ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বাংলাদেশে ক্যাস্পারস্কি’র নতুন ফ্ল্যাগশিপ প্রোডাক্ট লাইন ‘ক্যাস্পারস্কি নেক্সট’

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মোবাইল ফোন ও মোটর সাইকেল নিয়ে প্রবেশ নিষেধ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে মোবাইল ফোন ও মোটর সাইকেল নিয়ে প্রবেশ নিষেধ

অতি ডান-অতি বামের কথা বলে শেখ হাসিনা জনগণকে বিভ্রান্ত করতে চায়: প্রিন্স

অতি ডান-অতি বামের কথা বলে শেখ হাসিনা জনগণকে বিভ্রান্ত করতে চায়: প্রিন্স

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ কাল

জড়িতদের শাস্তির দাবিতে সারাদেশে বিক্ষোভ কাল

জনগন লুটেরা দূর্নীতিগ্রস্হদের ক্ষমতায় দেখতে চায় না : আমিনুল হক

জনগন লুটেরা দূর্নীতিগ্রস্হদের ক্ষমতায় দেখতে চায় না : আমিনুল হক

কসবায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত

কসবায় ট্রেনে কাটা পড়ে স্কুল শিক্ষক নিহত

হাজীদের গ্রহণে সউদী সরকার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে

হাজীদের গ্রহণে সউদী সরকার সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক কবি রকিবুল হাছান

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণিশিক্ষক কবি রকিবুল হাছান

আখাউড়ায় ১২০০ শিক্ষার্থী পেলো মোনালিসা ন্যাপকিন

আখাউড়ায় ১২০০ শিক্ষার্থী পেলো মোনালিসা ন্যাপকিন

১১২ উপজেলায় ১ হাজার ৫৮৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

১১২ উপজেলায় ১ হাজার ৫৮৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

নাসিরনগরে প্রশিক্ষণ, আখাউড়া ও কসবার আচরণবিধির আলোচনায় হুশিয়ারি

নাসিরনগরে প্রশিক্ষণ, আখাউড়া ও কসবার আচরণবিধির আলোচনায় হুশিয়ারি