মাওলানা মামুনুল হককে রিসিপ করতে কাশিমপুর কারাগারের গেইটে হেফাজত নেতাদের ভিড়
০৩ মে ২০২৪, ১২:২১ এএম | আপডেট: ০৩ মে ২০২৪, ১২:২১ এএম
প্রায় ত্রিশটি মামলায় জামিন লাভের পর আজ বৃহস্পতিবার রাতে ৩ বছর ১৪ দিন পর গাজীপুর কাশিমপুর কারাগার থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক মুক্তি পেতে যাচ্ছেন। মাওলানা মামুনুল হককে রিসিপ করার জন্য হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ বিকেল ৫টা থেকেই কাশিমপুর ৪ নং সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের গেইটে অপেক্ষায় রয়েছেন। কারাগারের বাহিরেও মাওলানা মামুনুল হকের বহু ভক্ত তাকে একনজর দেখার জন্য জড়ো হয়েছে বলে জানা গেছে। কাশিমপুর কারাগারের গেইটে মাওলানা মামুনুল হককে গ্রহণ করার জন্য হেফাজতে ইসলামের যেসব নেতৃবৃন্দ অপেক্ষা করছেন তারা হচ্ছেন, দেওনার পীর প্রিন্সিপাল মিজানুর রহমান চৌধুরী, মামুনুল হকের ভাই মাওলানা মাহফুজুল হক, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা কোরবান আলী, মাওলানা শরাফত হোসাইন, মাওলানা তাফাজ্জুল হোসাইন মিয়াজী, যুব মজলিসের নেতা মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা শরীফ হোসাইন ও মাওলানা এহেসানুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ পর্যায়ের এক নেতা কিছুক্ষণ আগে কাশিমপুর কারাগারের গেইট থেকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। মাওলানা মামুনুল হক মুক্তি পেলে তাকে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিংস্থ নিজ বাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে তার স্ত্রী, ৪ ছেলে তাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০২১ সালের ১৮ এপ্রিল নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে মাওলানা মামুনুল হক গ্রেফতার হন। এ যাবত তার বিরুদ্ধে প্রায় ত্রিশটি মামলা রয়েছে। বর্তমানে তিনি কাশিমপুর-৪ হাই সিকিউরিটি কারাগারে রয়েছেন। সর্বশেষ মামলায় গত রোববার চট্টগ্রামের সিএমএম আদালতে তার জামিন হয়। তার মুক্তিতে এখন আর বাধা নেই। মাওলানা মামুনুল হকের মুক্তির জন্য নির্বাচনের আগ থেকে সরকারকে চাপে রেখেছিল হেফাজত ইসলাম। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে কয়েক দফায় বৈঠক হলেও সমাধান মেলেনি। সবশেষ ঈদের আগে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী মামুনুল হককে মুক্তির আশ্বাস দিয়েছিলেন। সেই কথা এবার রাখতে যাচ্ছে সরকার বলে আভাস দিয়েছেন হেফাজত ইসলামের নেতারা। হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছিলেন, ‘আশা করা যাচ্ছে খুব শিগগিরই মামুনুল হক মুক্তি পাবেন।’ এর আগে গত ১১ মার্চ হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের মুক্তির ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করেন হেফাজতের শীর্ষ নেতারা। সংগঠনটির মহাসচিব মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে হওয়া এই বৈঠকে মামুনুল হকের মুক্তির আশ্বাস দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ধর্মমন্ত্রী ফরিদুল হক খানসহ সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১১ মার্চের বৈঠকের নেতৃত্ব দেওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেছিলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। ঈদের আগে আগে মাওলানা মামুনুল হকের জামিন ও মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। কিন্তু এবার যদি এই আশ্বাস বাস্তবায়ন না হয় তাহলে আমরা কর্মসূচি দেব বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি।’
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
মতলবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
চবি ছাত্রদলের প্রীতিভোজে হামলার অভিযোগে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ব্রাহ্মণপাড়ায় এইচএমপিভি সচেতনতায় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রচারণা
জেলা প্রশাসক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভালুকা উপজেলা
গৌরনদীতে দাদাবাড়ি বেড়াতে এসে শিশু খুনের ঘটনায় ২ নারীসহ গ্রেফতার ৪
কম্বোডিয়ার পরিবর্তে অনৈতিক কাজে সউদী পাঠানোর প্রস্তাব পাসপোর্ট আটকে রেখে টাকা দাবি
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় আবু সাঈদকে নিয়ে প্রশ্ন
কুষ্টিয়ায় দুষ্কৃতকারীদের হুমকিতে গড়াই খননকাজ বন্ধ,থানায় অভিযোগ
কাপ্তাই জাতীয় বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন সিবিএ কর্তৃক শীতবস্ত্র কম্বল বিতরণ
মুক্তা বাতাসে বাবরের জুমার নামাজ আদায়
তারুণ্যের উৎসবে আনন্দের ঢেউ
কুষ্টিয়ার দৌলতপুরে অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ
বিরলে ৫ দিন ব্যাপি চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন
আটঘরিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর লুটপাট
আ.লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মত নিষিদ্ধ করতে হবে: রাশেদ খাঁন
কুমিল্লা নগর আওয়ামী লীগ নেতা কবির শিকদার গ্রেফতার
ঝিনাইদহে ১৬ দিনে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নিহত ১ আহত ১০
চকরিয়াতে পৃথক ঘটনায় ৩ জন নিহত, আহত ৫