দাবি মানা হয়নি, ফের দিল্লি অভিমুখে পদযাত্রা ভারতীয় কৃষকদের
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ এএম | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩২ এএম
ভারতের লোকসভা ভোটের আগে ফের কৃষক বিক্ষোভের আঁচ। গতকাল সোমবার থেকে রাজধানীর পথে এগোতে শুরু করেছে কৃষক সংগঠনগুলো। পরিস্থিতি সামাল দিতে হরিয়ানার পঞ্চকুলায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। হরিয়ানার সাত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
সংযুক্ত কিষাণ মোর্চা ও কিষাণ মজদুর মোর্চা ‘দিল্লি চলো’র ডাক দিয়েছে। তাদের সঙ্গে প্রায় ২০০টি কৃষক সংগঠন যোগ দিয়েছে এই দিল্লি চলো অভিযানে। আগামী ১৩ মার্চ তাদের দিল্লিতে প্রবেশ করার কথা। কেন্দ্রের কাছে একাধিক ইস্যুতে নিজেদের দাবি-দাওয়া রাখতে চান তারা। সে কারণেই এই দিল্লি চলো অভিযান।
ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও একাধিক দাবি রয়েছে তাদের। পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে এই আশঙ্কায় আগে থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। সে কারণে দিল্লি প্রবেশের আগেই কৃষকদের আটকে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ১৪৪ ধারা জারি করা হয়েছে পঞ্চকুলায়। সেই সঙ্গে দিল্লি সীমানার হরিয়ানার সাতটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি এসএমএস পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে।
পাঞ্জাব-হরিয়ানা সীমানা সিল করে দেওয়া হয়েছে, আম্বালা জিন্দ, ফতেহ-বাদ সীমানায় নাকা তল্লাশি চলছে। ইতোমধ্যেই হরিয়ানা পুলিশ ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সেই রাস্তায় যাত্রীদের যেতে নিষেধ করেছে। বিকল্প রাস্তায় পাঞ্জাব ও হরিয়ানায় যাতায়াত করার পরামর্শ দেওয়া হয়েছে। ২০১৯ সালে লোকসভা ভোটের আগে মোদি সরকারের কৃষি-নীতি নিয়ে উত্তাল হয়ে উঠেছিল গোটা দেশ। শেষ পর্যন্ত কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য হয় মোদি সরকার।
সামনেই লোকসভা ভোট। তার আগে ফের কৃষক বিক্ষোভের আঁচ দেখা দিয়েছে দেশে। এবারও সেই পাঞ্জাব ও হরিয়ানাতেই উত্তেজনা তৈরি হয়েছে। গতবারের কৃষক বিক্ষোভের প্রভাব গোটা দেশে ছড়িয়ে পড়েছিল। পাঞ্জাব থেকে শুরু হয়ে উত্তর প্রদেশ, তামিলনাড়ু, তেলেঙ্গানা পর্যন্ত ছড়িয়ে পড়েছিল কৃষক বিক্ষোভের আঁচ।
প্রসঙ্গত, প্রস্তাবিত নতুন কৃষক আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে ২০২০ সালের নভেম্বর থেকে আন্দোলন শুরু করেছিলেন ভারতের কৃষকরা। প্রায় এক বছর ধরে দিল্লিতে কৃষকদের অবস্থান, প্রতিবাদ কর্মসূচী এবং ৭ শতাধিক কৃষক মৃত্যুবরণের পর ২০২১ সালের নভেম্বরে নতুন আইন বাতিল করে কেন্দ্রীয় সরকার। বিভিন্ন দাবি-দাওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতিও প্রদান করে।
কিষান মজদুর মোর্চা ও সংযুক্ত কিষান মোর্চার নেতারা জানিয়েছেন, ২০২০ সালের আন্দোলনের সময় নতুন কৃষি আইন বাতিলসহ ৩টি দাবি জানিয়েছিলেন কৃষকরা- (ক) ফসলের ন্যূনতম মূল্য বৃদ্ধি, (খ) কৃষি ঋণের শর্ত সহজ করা ও সুদ মওকুফ এবং (গ) স্বামীনাথন কমিশনের সুপারিশগুলোর বাস্তবায়ন।
কৃষক-নেতাদের অভিযোগ, ২ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও প্রতিশ্রুতি বাস্তবায়নের পদক্ষেপ নেয়নি কেন্দ্রীয় সরকার।
এ ইস্যুতে সোমবার কেন্দ্রীয় সরকারের খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রী পীযুষ গয়াল এবং কৃষিমন্ত্রী অর্জুন মুণ্ডার সঙ্গে মধ্যরাত পর্যন্ত বৈঠক করেছেন কিষান মজদুর মোর্চা ও সংযুক্ত কিষান মোর্চার নেতারা। কিন্তু সেই বৈঠক থেকে কোনো মীমাংসা আসেনি।
কিষান মজদুর মোর্চার অন্যতম জ্যেষ্ঠ নেতা সারওয়ান সিং পান্থের ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানান, মঙ্গলবার সকাল থেকে পাঞ্জাব, হরিয়ানা ও মধ্যপ্রদেশের কৃষকরা পদযাত্রা ও ট্রাক্টর-যাত্রা শুরু করেছেন।
এনডিটিভিকে সারওয়ান সিং পান্থের বলেন, ‘দুই বছর আগে সরকার লিখিতভাবে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমাদের সব দাবি দাওয়া তারা মেনে নেবেরই.আমরা ইস্যুটি শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে চেয়েছিলাম, কিন্তু সরকারের এক্ষেত্রে আন্তরিকতার গুরুতর অভাব দেখা যাচ্ছে। তারা কেবল সময় ক্ষেপণ করতে চাইছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা