মিয়ানমারে গোলাগুলি অব্যাহত, সীমান্তে এসএসসির কেন্দ্র স্থানান্তর
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ এএম | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৯ এএম
গত কয়েকদিন ধরে মিয়ানমারে জান্তা সরকারের সীমান্ত-রক্ষী বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে সংঘাত চলছে। এ কারণে বান্দরবন ও কক্সবাজার সীমান্ত থেকে গোলাগুলির শব্দ শোনা গেছে। সোমবারও দিনভর থেমে থেমে গুলির শব্দ এবং ধোঁয়া দেখা গেছে। মিয়ানমারে ছোড়া মর্টার শেল পড়ে বাংলাদেশে নিহতের ঘটনা ঘটেছে।
অন্যদিকে নিরাপত্তার কারণে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী এলাকার ঘুমঘুম উচ্চবিদ্যালয়ের এসএসসির পরীক্ষাকেন্দ্র গতকাল বাতিল করা হয়েছে। এখন তিন কিলোমিটার দূরের দুটি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হবে। গণমাধ্যমের প্রতিবেদন-সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনটি বলছে, রোহিঙ্গারা যাতে অনুপ্রবেশ করতে না পারে টেকনাফের নাফ নদীতে দ্রুতগতির নৌযান নিয়ে টহল দিতে দেখা গেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের। এ ছাড়া গতকাল দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নূরে আলম মিনা ঘুমঘুম সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন। এরপর ঘুমঘুম উচ্চবিদ্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তাঁরা। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা অস্ত্রসহ এ দেশে ঢুকে পড়ছে—সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিআইজি নূরে আলম মিনা বলেন, এ পর্যন্ত কোনো রোহিঙ্গা সন্ত্রাসী প্রবেশ করেনি। যে ২৩ জন ঢুকেছে, তাদের বিজিবি আটক করেছে। এ ঘটনায় করা মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
গত ২ ফেব্রুয়ারি রাত থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্ত-রক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সংঘর্ষ চলছে। এর মধ্যেই ১২টি অস্ত্রসহ গ্রেপ্তার ২৩ রোহিঙ্গা গ্রেপ্তারের পর গতকাল ২২ জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গ্যা। এরা সকলে ৬ ফেব্রুয়ারি উখিয়ার রহমতের বিল সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করলে আটক ও মামলা হয়।
বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম সীমান্তের ওপারে ঢেঁকি-বনিয়া ও টেকনাফের হোয়াইক্যংয়ের লম্বা-বিলের বিপরীতে কুমির-খালী সীমান্ত-চৌকি এলাকায় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। গতকাল দুপুরে এই কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। এ সময় কোস্ট-গার্ড ও বিজিবি সদস্যদের সতর্ক পাহারায় থাকতে দেখা গেছে। এ ছাড়া ওপারের কুমির-খালী, শিল-খালী ও বলিরবাজার এলাকায় দিনভর থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে।
ঘুমঘুম ইউনিয়নের মণ্ডল-পাড়া-নয়াপাড়ার সোজা বিপরীত পাশের ওপারে মিয়ানমারের ঢেঁকি-বনিয়া এলাকা। এ এলাকায় রয়েছে সীমান্ত-রক্ষী বাহিনী বিজিপির একটি সীমান্ত-চৌকি ও একটি ব্যাটালিয়ন সদর দপ্তর। ঠিক ওই জায়গায় কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এ ছাড়া টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বা-বিল সীমান্তের ওপারে কুমির-খালী এলাকায় বেলা দুইটার দিকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। কুমির-খালী এলাকায় একটি বিজিপির সীমান্ত-ঘাঁটি রয়েছে। ওই এলাকায় কয়েক শ রোহিঙ্গা বসবাস করে।
অন্যদিকে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম উচ্চবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রের ৪৬৩ এসএসসি পরীক্ষার্থী। নিরাপত্তার কারণে কেন্দ্রটি সরিয়ে অন্তত তিন কিলোমিটার দূরের দুটি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা হয়েছে। বিদ্যালয় দুটি হলো ১ নম্বর উত্তর ঘুমঘুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমঘুম সরকারি প্রাথমিক বিদ্যালয়। ঘুমঘুম উচ্চবিদ্যালয় কেন্দ্রটি থেকে দেড় কিলোমিটার দূরে মিয়ানমার সীমান্ত। কেন্দ্রটিতে ঘুমঘুম উচ্চবিদ্যালয়, কক্সবাজারের উখিয়ার বালু-খালী কাশেমিয়া উচ্চবিদ্যালয় ও কুতুপালং উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীরা অংশ নেওয়ার কথা ছিল।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা