সুন্নি ইত্তিহাদে যোগ দিচ্ছে পিটিআইয়ের প্রার্থীরা, ইমরানকে মুক্ত করার শপথ
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪২ এএম | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪২ এএম

পাকিস্তানের জাতীয় নির্বাচনে ইমরান খানের সমর্থিত বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা দেশটির সুন্নি ইত্তিহাদ কাউন্সিল (এসআইসি) নামে একটি দলে যোগ দিচ্ছে। ইমরানের দল পিটিআই চেয়ারম্যান গহর আলী খান সোমবার এই ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের
তিনি বলেছেন, পিটিআইয়ের সমর্থিত যেসব প্রার্থী জাতীয় পরিষদসহ খাইবার-পাখতুনখাওয়া ও পাঞ্জাব থেকে নির্বাচিত হয়েছেন, তারা সুন্নি ইত্তেহাদ কাউন্সিলে যোগ দেবেন।
এদিকে ভোটের ফলাফলে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়া পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এবং তৃতীয় স্থানে থাকা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) জোট সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে।
গহর আলী বলেন, ‘সংরক্ষিত আসন পেতে ও আমাদের নির্বাচিত সদস্যদের সুরক্ষা দিতে দলটিতে (সুন্নি ইত্তেহাদ) যোগ দেওয়ার আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। আমরা এ-সংক্রান্ত কাগজপত্র ইসিপিতে জমা দেব।’
পাকিস্তানের জাতীয় পরিষদে ৭০টি এবং প্রাদেশিক পরিষদে ২২৭টি সংরক্ষিত আসন রয়েছে। এই আসনগুলো নির্বাচনে বিজয়ী প্রার্থীর অনুপাতে শুধু রাজনৈতিক দলগুলোর মধ্যেই বণ্টন করা হবে। কিন্তু পিটিআইকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ায় এই দলের বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা ছোট আরেকটি দলে যোগ দিচ্ছে। এর ফলে বিজয়ী আসনের অনুপাতে উল্লেখযোগ্য সংখ্যক সংরক্ষিত আসন নিশ্চিত করতে পারবে দলটি।
এদিকে বিজয়ী প্রার্থীরা সুন্নি ইত্তিহাদে যোগ দেওয়ায় পিটিআইয়ের শক্তি আরও বাড়বে বলে মত দিয়েছেন দলটির প্রধানমন্ত্রী প্রার্থী ওমর আইয়ুব। তিনি জানিয়েছেন, এই পদক্ষেপের পর তারা সরকার গঠনের অবস্থানে থাকবেন।
এ সময় ইমরান খানসহ দলের অন্য নেতাকে মুক্ত করার অভিপ্রায় ব্যক্ত করেন ওমর আইয়ুব। তিনি বলেন, ‘আমাদের প্রথম কাজ হবে ইমরান খান, বুশরা বিবি, শাহ মাহমুদ কুরেশি, পারভেজ এলাহি এবং আমাদের সব সিনিয়র নেতাকে মুক্ত করা।’
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ইউক্রেন সঙ্কটের রাজনৈতিক সমাধানে রিয়াদের সমর্থন পুনর্ব্যক্ত

ট্রুডোর বিদায়, কানাডার ক্ষমতায় কার্নি

এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায় :তারেক রহমান

মানুষ জামায়াতকে নেতৃত্বে দেখতে চায় -মাওলানা রফিকুল ইসলাম খান

আ’লীগ ১৭ বছরে বিএনপিকে একটি ইফতার মাহফিলও করতে দেয়নি- ফখরুল ইসলাম

পারিবারিক বন্ধন জোরদার করুন

খাল কেটে কুমির আনার পরিণতি

জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিতে হবে ঃ মিয়া গোলাম পরওয়ার

নারীর উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে হবে

ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে

পঞ্চগড় থেকে একজন প্রধানমন্ত্রী হবেন, আশা সারজিসের

প্রশ্ন : আমার মা গত ২০১৭ সালে দীর্ঘ দিন কিডনি, ক্যান্সারসহ নানা জঠিল রোগে ভুগে আমার উপর বেশ রাগ, অভিমান নিয়ে মারা গেছেন। মা খুব অসহায় অবস্থায় মারা যান। বড় সন্তান হিসেবে তার প্রতি দায়িত্ব পালন করিনি। অনেক অবহেলা করেছি, রাগারাগি করেছি, তার চিকিৎসাও ঠিকমতো করিনি। আমি এখন খুব মর্মাহত, ক্ষমা পাওয়ার উপায় আছে কি?

কুরআনের মাস রমজান

মাহে রমজানে তাহাজ্জুদ নামাজ আদায়ের গুরুত্ব অপরিসীম

তাকওয়া অর্জন ও গুনাহ থেকে পরিত্রাণের মাস রমজান

কুরআনের মাসে হোক কুরআনপ্রীতি

ফেসবুকে পড়শীর রান্নার রেসিপি

নতুন শিল্পীর সাথে গাইলেন আসিফ আকবর

বরখাস্ত কর্মীদের পুনর্বহাল করতে নির্দেশ মার্কিন আদালতের

পাকিস্তানের হানিয়া আমিরের বালিউড যাত্রা