ঢাকা   শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ | ১১ কার্তিক ১৪৩১

গাজায় অনাহারে ২০ জনের মৃত্যু

Daily Inqilab অনলাইন ডেস্ক

০৭ মার্চ ২০২৪, ০৮:৪৪ এএম | আপডেট: ০৭ মার্চ ২০২৪, ০৮:৪৪ এএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। এতে করে গাজার স্বাস্থ্য ব্যবস্থা ইতোমধ্যেই ভেঙে পড়েছে।

এরসঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজায় অনাহারে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে অনাহারে মৃতের সংখ্যা পৌঁছাল ২০ জনে।

এছাড়া হিসাবের বাইরেও ফিলিস্তিনি এই ভূখণ্ডের আরও অনেকেই নীরবে মারা যাচ্ছেন বলেও জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু এবং সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলি অবরোধের মধ্যে গাজা উপত্যকায় ক্ষুধার্ত ফিলিস্তিনি মৃতের সংখ্যা ২০ জনে পৌঁছেছে বলে বুধবার ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেছেন, অপুষ্টি ও পানিশূন্যতার কারণে আল-শিফা হাসপাতালে ১৫ বছর বয়সী এক শিশু এবং উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ৭২ বছর বয়সী একজন ব্যক্তির মৃত্যু হয়েছে।

এতে করে অপুষ্টি এবং ডিহাইড্রেশনের কাছে হার মেনে গাজায় প্রাণ হারানো মানুষের আনুষ্ঠানিক সংখ্যা ২০ জনে পৌঁছেছে।

আল-কুদরা জোর দিয়ে বলেন, ঘোষিত এই মৃত্যুর সংখ্যা শুধুমাত্র হাসপাতালে যারা পৌঁছেছেন বা হাসপাতালে যারা মারা গেছেন তাদের মৃত্যুকেই সামনে আনছে। তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, আরও বহু লোক হাসপাতালে না পৌঁছানোর ফলে অনাহারে নীরবেই মারা যাচ্ছেন।’

আশরাফ আল-কুদরা বিবৃতিতে আরও বলেছেন, ‘উত্তর গাজায় দুর্ভিক্ষ মারাত্মক পর্যায়ে পৌঁছেছে, বিশেষ করে শিশু, গর্ভবতী নারী এবং দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত রোগীদের জন্য।’

অন্যদিকে হাজার হাজার মানুষ অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে রয়েছেন বলেও আল-কুদরা সতর্ক করে দিয়েছেন। একইসঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে অবিলম্বে মানবিক ও চিকিৎসা সহায়তা দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই মুখপাত্র ‘ইচ্ছাকৃতভাবে উত্তর গাজার হাজার হাজার ক্ষুধার্ত মানুষের ওপর ভয়ঙ্কর গণহত্যা চালানোর’ জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে অভিযুক্ত করেছেন। তিনি ‘উত্তর গাজায় মানবিক ও স্বাস্থ্য বিপর্যয় রোধ করতে’ জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছেন।

এদিকে নুসেইরাত এবং দেইর আল-বালাহতে ইসরায়েলি হামলায় ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। এছাড়া নুসেইরাত শরণার্থী শিবির এবং দেইর আল-বালাহতে ইসরায়েলি হামলার ফলে আরও অনেক ফিলিস্তিনি আহত এবং এখনও নিখোঁজ রয়েছেন।

এর আগে সংবাদমাধ্যমটি জানায়, ফিলিস্তিনি সাংবাদিক মুহাম্মদ সালামা তার পরিবারের সাথে দেইর আল-বালাহতে তার বাড়িতে বিমান হামলায় নিহত হয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরায়েলের আক্রমণের ফলে এখন পর্যন্ত ৩০ হাজার ৭০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন আরও ৭২ হাজারেরও বেশি মানুষ।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঢাকা জেলা কমিটির যাত্রা শুরু

বাংলাদেশ যুব অধিকার পরিষদের ঢাকা জেলা কমিটির যাত্রা শুরু

'দীর্ঘদিন পরে সিনেমায় গাইলেন কণ্ঠশিল্পী মনির খান'

'দীর্ঘদিন পরে সিনেমায় গাইলেন কণ্ঠশিল্পী মনির খান'

সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে : স্থানীয় সরকার উপদেষ্টা

সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে : স্থানীয় সরকার উপদেষ্টা

দিল্লি পদযাত্রায় অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার অভিযোগ!

দিল্লি পদযাত্রায় অরবিন্দ কেজরিওয়ালের উপর হামলার অভিযোগ!

ইসরাইলের পাল্টা হামলার বিষয়ে যা বলল ইরান

ইসরাইলের পাল্টা হামলার বিষয়ে যা বলল ইরান

স্থগিত হলো বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক

স্থগিত হলো বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক

‘দেশকে নিরাপদ রাখতেই এই পদক্ষেপ’, নেতানিয়াহু, ‘সেনার কোনো ক্ষতি হয়নি’ : ইরান

‘দেশকে নিরাপদ রাখতেই এই পদক্ষেপ’, নেতানিয়াহু, ‘সেনার কোনো ক্ষতি হয়নি’ : ইরান

মো. সাহাবুদ্দিন আর প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না : নাগরিক কমিটি

মো. সাহাবুদ্দিন আর প্রেসিডেন্ট পদে থাকতে পারেন না : নাগরিক কমিটি

ইরানে হামলা শেষ, ফিরে গেছে ইসরায়েলি বিমান

ইরানে হামলা শেষ, ফিরে গেছে ইসরায়েলি বিমান

নাটোরে ছাত্রদল-বিএনপির ওপর যুবলীগের হামলা, আহত ১১

নাটোরে ছাত্রদল-বিএনপির ওপর যুবলীগের হামলা, আহত ১১

চকরিয়ার সাবেক এমপি বাইট্টা জাফরের সহযোগী টৈটং এর ভোট ডাকাত চেয়ারম্যান জাহেদ গ্রেপ্তার

চকরিয়ার সাবেক এমপি বাইট্টা জাফরের সহযোগী টৈটং এর ভোট ডাকাত চেয়ারম্যান জাহেদ গ্রেপ্তার

বালতির পানিতে ডুবে বাড্ডায় এক শিশুর মৃত্যু

বালতির পানিতে ডুবে বাড্ডায় এক শিশুর মৃত্যু

ইরানের পাশাপাশি সিরিয়াতেও হামলা করছে ইসরায়েল

ইরানের পাশাপাশি সিরিয়াতেও হামলা করছে ইসরায়েল

স্পাইডার ম্যান ৪' নিয়ে পর্দায় ফিরছেন টম হল্যান্ড'

স্পাইডার ম্যান ৪' নিয়ে পর্দায় ফিরছেন টম হল্যান্ড'

বার্সা-রিয়াল মহারণ আজ

বার্সা-রিয়াল মহারণ আজ

ইরানে যে হামলা চলছে তা ‘অত্যন্ত সুনির্দিষ্ট’ : ইসরাইল

ইরানে যে হামলা চলছে তা ‘অত্যন্ত সুনির্দিষ্ট’ : ইসরাইল

সীমান্তে আবারো হত্যা, ব্যবসায়ীর লাশ নিয়ে গেল বিএসএফ

সীমান্তে আবারো হত্যা, ব্যবসায়ীর লাশ নিয়ে গেল বিএসএফ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ মোটরসাইকেল আরোহী মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২ মোটরসাইকেল আরোহী মৃত্যু

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে থাইল্যান্ড

শতাব্দী শেষে বৈশ্বিক তাপমাত্রা ৩.১ ডিগ্রি বৃদ্ধির আশঙ্কা

শতাব্দী শেষে বৈশ্বিক তাপমাত্রা ৩.১ ডিগ্রি বৃদ্ধির আশঙ্কা