মেক্সিকো উপকূলে নৌকা দুর্ঘটনায় আট চীনা নাগরিকের মৃত্যু!
০১ এপ্রিল ২০২৪, ১০:৫৫ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১০:৫৫ এএম
তীরে এসে তরী ডুবেছে মেক্সিকোয়। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। তীরের কাছে এসে যাত্রী ভর্তি একটি নৌকা ডুবি হয়েছে। নৌকা দুর্ঘটনায় আট ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, নিহতরা চীনের বাসিন্দা। শনিবার এ দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানিয়েছেন কর্মকর্তারা। প্লায়া ভিসেন্তে শহরের একটি সমুদ্র সৈকতের কাছে নিহতদের মৃতদেহ পাওয়া গিয়েছে। এরপরই নৌকা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে এসেছে চমকপ্রদ তথ্য।
আর গুয়াতেমালার সঙ্গে মেক্সিকো সীমান্তের প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে প্লেয়া ভিসেন্টে শহরের একটি সৈকতের কাছে মৃতদেহগুলি পাওয়া গিয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। বৃহস্পতিবার গুয়াতেমালার সীমান্তে চিয়াপাস রাজ্যের তাপাচুলা ছেড়ে একটু এগিয়ে একটি মেক্সিকান নৌকায় সাত মহিলা এবং একজন পুরুষ ছিলেন। মৃত্যু হয়েছে এই আটজনের। ওক্সাকা রাজ্যে শুক্রবার যে তীরে মৃতদেহগুলি ভেসে উঠেছিল, তা মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে বেআইনি ভাবে পৌঁছানোর জন্য প্রায়শই অন্যান্য দেশের বাসিন্দারা ব্যবহার করে থাকেন।
উল্লেখযোগ্যভাবে, মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের এলাকাটি মেক্সিকো অতিক্রম করে মার্কিন সীমান্তে পৌঁছোনোর ক্ষেত্রে অভিবাসী অর্থাৎ মাইগ্রেন্টদের জন্য একটি প্রধান পথ। বেশিরভাগ অভিবাসীই স্থলপথে যাতায়াত করেন, কিন্তু কেউ কেউ মেক্সিকোর ভিতরের চেকপয়েন্ট এড়াতে সমুদ্রপথ বেছে নেন এবং মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। তাই এমন ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। বহু মানুষ প্রাণ হারিয়েছেন।
উল্লেখ্য, অন্যান্য দেশের হাজার হাজার মানুষ, প্রায়ই নিজ নিজ দেশে সহিংসতা ও দারিদ্র্যতার চাপ সামলাতে না পেরে প্রতি বছর মেক্সিকো হয়ে মার্কিন সীমান্তে পৌঁছানোর চেষ্টা করেন। তাদের মধ্যে অনেকেই মধ্য আমেরিকা থেকে আসেন। সরকারি তথ্য অনুসারে, গত বছর মেক্সিকো অতিক্রম করার সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে চীন, ভারত ও উজবেকিস্তান এবং আমেরিকা থেকে বহু দূরের অন্যান্য দেশের নাগরিকরাই বেশি ছিলেন। আরও ক্রমাগত, নিজ দেশ থেকে চলে আসা মানুষের সংখ্যা বাড়ছে।
খুব স্বাভাবিকভাবেই, মেক্সিকো হয়ে আমেরিকা পৌঁছোনোর ক্ষেত্রে অনেক অভিবাসীই মেক্সিকোর অভিবাসন পরিষেবাকে বিপর্যস্ত করছে। এই নিয়ে আমেরিকার সঙ্গে কথা বলছে মেক্সিকো। এদিকে, বেআইনি অভিবাসন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ