মুখতারের হৃৎপিন্ডে হলুদ ছোপ, খুনের তত্ত্বে অনড় আত্মীয়-পরিজন
০১ এপ্রিল ২০২৪, ১১:৪৯ এএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১১:৪৯ এএম
ভারতের জনপ্রিয় মুসলিম রাজনীতিবিদ ও উত্তরপ্রদেশের পাঁচ বারের বিধায়ক মুখতার আনসারির বিতর্কিত মৃত্যুকাণ্ডে আরও রহস্য বাড়াল হৃৎপিণ্ডের একটি ‘হলুদ অংশ’। খাবারে বিষ মিশিয়ে ‘খুন’ করা হয়েছে মুখতার আনসারিকে, যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক এই অভিযোগ তুলেছিল তার পরিবার। ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই আবারও সেই ‘বিষ প্রয়োগ করে খুনের’ তত্ত্ব নিয়ে সরব হল মুখতারের পরিবার।
কারণ, ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে, মুখতারের হৃৎপিণ্ডে একটি ‘হলুদ অংশ’ দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, রক্ত জমাট বাঁধার কারণেই তৈরি হয়েছে এই হলুদ অংশ। কতটা অংশ হলুদ হয়ে রয়েছে, তা-ও উল্লেখ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই মুখতারের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টও সে দিকেই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এই যুক্তি মানতে নারাজ মুখতার আনসারির পরিবার। তাদের সাফ কথা, যোগী আদিত্যনাথের প্রশাসনের এই রিপোর্ট মানবেন না তারা। মুখতারের মৃত্যু নিয়ে উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন বিরোধীরাও। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, ‘সুপ্রিম কোর্টের এক জন বিচারপতির নেতৃত্বে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি আমরা।’
গত মঙ্গলবার পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুখতার আনসারি। সেই সময় গাজিপুরের এমপি, মুখতারের ভাই আফজল আনসারি অভিযোগ করেছিলেন যে, জেলে তার বড়ভাইকে বিষ দেয়া হয়েছে। যদিও পরে সাময়িক সুস্থ হলে মুখতারকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। জেলে ফেরেন সাবেক এই বিধায়ক। কিন্তু বৃহস্পতিবার ফের তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপরই তাকে উত্তরপ্রদেশের বান্দা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই রাতে মৃত্যু হয় মুখতারের। আফজল বলেন, “সময় এলেই আমরা প্রমাণ দেব, কীভাবে বিষ প্রয়োগ করে তাকে খুন করা হয়েছে। অপরাধীদের বাঁচাতে সরকার ষড়যন্ত্র করছে।’’ তাদের দাবি, মুখতারকে ধীরে ধীরে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে।
কিন্তু পরিবারের এই যুক্তি মানতে নারাজ জেল কর্তৃপক্ষ। তাদের কথায়, বিভিন্ন নথিতে বলা হয়েছে, মুখতার দীর্ঘ দিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন। এ ছাড়াও ত্বকের সমস্যা, ডায়াবেটিস ছিল তার। পাশাপাশি, মানসিক অবসাদেও ভুগছিলেন মুখতার। কিন্তু নতুন করে বিতর্ক উসকে দিল মুখতারের হৃৎপিণ্ডের একটি ‘হলুদ অংশ’। জেল সূত্রে খবর, রোজা শেষে ইফতার করার পরেই মুখতারের স্বাস্থ্যের অবনতি হয়। বান্দা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুনীল কৌশল জানান, পেটের যন্ত্রণা নিয়ে প্রায় ১৪ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকার পর হৃদরোগে মৃত্যু হয় মুখতারের।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ