চেয়ার ছাড়লেন শেহবাজ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর আসনে খুদে ভ্লগার
০১ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পিএম | আপডেট: ০১ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পিএম
ছোট্ট এক ছেলে। তবে তার ভিডিও দেখলেই মন ভালো হয়ে যায় এক নিমেষে। কখনও নিজের গ্রামের গল্প, কখনও আবার বোনের সঙ্গে খুনসুটি, বন্ধুদের সঙ্গে হাসিঠাট্টা নিয়ে ছোট ছোট ভ্লগ বানিয়ে পাকিস্তান সহ গোটা বিশ্বের মানুষের মন জয় করে নিয়েছিল সে। তার সেইসব ভ্লগ দেখলে 'মুখ গোমরাদের' ঠোঁটেও কোণে হাসির রেখা ফুটে উঠবে। সে পাকিস্তানের কনিষ্ঠতম ভ্লাগর মহম্মদ সিরাজ। এবার সে বসল পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সিতে। তাকে নিজের আসন ছেড়ে দিয়ে আনন্দিত হলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও। সিরাজের সঙ্গে খোশগল্পেও মাতলেন তিনি। এক ফাঁকে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসল সিরাজ। শেহবাজ শরিফের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট হতেই মুহূর্তের মধ্যে ভাইরাল।
সোশ্যাল মিডিয়ার দৌলতে মহম্মদ সিরাজ বেশ পরিচিত নেটি-জেনদের কাছে। সোশ্যাল মিডিয়ায় যারা ইউটিউবার, ভ্লগারদের ফলো করেন তাদের অনেকেই ভালোবাসেন ছোট্ট মহম্মদের ভ্লগ দেখতে। ছয় বছর বয়সী মহম্মদ গিলগিট-বালটিস্তানের খাপলু গ্রামের বাসিন্দা। এই শিশুর ভ্লগেই সঙ্গী থাকে তার ছোট বোন মুসকান। ছোট্ট সিরাজ পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বোন মুসকানকে সঙ্গে নিয়ে দেখা করতে এসেছিল। নিজের ইউটিউব চ্যানেলে এই সাক্ষাৎ-পর্বের সবটুকু ভিডিও তুলে ধরেছে সিরাজ।
প্রথমেই সিরাজের সঙ্গে করমর্দন করে স্বাগত জানাতে দেখা যায় প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। তারপর হঠাৎ প্রোটোকল ভেঙে নিজের ছোট্ট সিরাজের জন্য নিজের আসন ছেড়ে দেন প্রধানমন্ত্রী। নিজের চেয়ার থেকে উঠে সিরাজকে সেখানে বসতে দেন শাহবাজ শরিফ। আর তখনই ঘরে উচ্ছ্বাস আর হাততালির আওয়াজ ওঠে। হাততালি দিতে দেখা যায় প্রধানমন্ত্রীকেও। ছোট্ট সিরাজের চোখ মুখ তখন খুশিতে ডগমগ। শিশুর হাসিতে তখন ঘর আলোকিত হয়ে উঠেছে। তার গলায়, 'আজ আমি প্রধানমন্ত্রী।' ছোট্ট সিরাজের এই মিষ্টি ভিডিও ভিউ পেয়েছে ৫০ লাখেরও বেশি। পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সিরাজের সঙ্গে সাক্ষাৎ-পর্বের বিষয়টি পোস্ট করেন শেহবাজ। লিখেছেন, 'এই তরতাজা খুদে ভ্লগার, সিরাজ ও মুসকানকে স্বাগত জানাতে পেরে খুবই উচ্ছ্বসিত আমি।’
মুহূর্তের মধ্যয়ে ভাইরাল হয়েছে শেহবাজের এই পোস্ট। কমেন্টের বন্যা। এক নেটিজেন লিখেছেন, 'সরকারি কর্তাব্যক্তিরা স্বীকৃতি জানাচ্ছেন। বিষয়টির প্রশংসা করা দরকার আমাদের সকলের।' কিছুদিন আগে ইউটিউবের তরফে 'সিলভার প্লে বটন'-এর স্বীকৃতি পেয়েছে মহম্মদ সিরাজ। তার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার এক লাখ ছাড়িয়ে যাওয়ায় ইউটিউবের তরফে মিলছে এই স্বীকৃতি। এবার তার থেকেও বড় স্বীকৃতি মিলল। স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ মিলল খুদে এই ভ্লগারের। যেমন-তেমন নয়, সেখানেও চমক। মিলল প্রধানমন্ত্রীর আসনে বসার সুযোগ। পাশে দাঁড়িয়ে বোন মুসকান। তবে এত কিছুর মধ্যে খুদে এই ভ্লগার ফের নিজের সাজানো গ্রামেই ফিরে যেতে চায়। বানাতে চায় আরও অনেক ভ্লগ, মন রাখতে চায় দর্শকদের। সে ভবিষ্যতে আরও ভালো ভালো ভ্লগ বানিয়ে মন ভালো রাখার রসদ জোগাবে বলে আশা রাখেছেন অনুরাগীরাও।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
বকেয়া পরিশোধে জুন পর্যন্ত সময় বাড়লো আদানি
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রতিবেদন প্রত্যাহার ব্রিটিশ এমপিদের
দিল্লি ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে : রিজভী
বেক্সিমকোর ১৬টি কারখানার ছাটাইকৃত শ্রমিকদের চাকরি ফিরে পাওয়ার সিদ্ধান্ত ২৭ জানুয়ারি
যুদ্ধবিরতির কয়েক মিনিট আগেও ইসরায়েলের হামলা গাজায় বিলম্বিত সময়ের মধ্যে নিহত ১৯
আমেরিকার স্বর্ণযুগ শুরু হচ্ছে
প্রেসক্লাবের সামনে মানববন্ধন, সন্ত্রাসীদের গ্রেফতারের ৭২ ঘণ্টার আল্টিমেটাম
সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার শিক্ষা সামগ্রী বিতরণ