সউদিতে ভাইরাল সেই গাড়িচালক পেলেন রাজকীয় পুরস্কার
০৭ এপ্রিল ২০২৪, ০৮:০২ এএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৪, ০৮:০২ এএম
সউদি আরবে জীবনের ঝুঁকি নিয়ে শিশুর জীবন বাঁচিয়েছেন এক গাড়িচালক। সামাজিক যোগাযোগমাধ্যমে তার দুঃসাহসিক কাজের ভিডিও ছড়িয়ে পড়েছে। এটা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। ভাইরাল হওয়া সেই গাড়িচালক এবার রাজসিক পুরস্কারে ভূষিত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, সাহসিকতার জন্য আবদুল্লাহ আল আনজি নামের এই গাড়িচালককে বিপুল পরিমাণ নগদ অর্থ, ঐতিহ্যবাহী তরবারি, আরবীয় ঘোড়া এবং আলখাল্লা উপহার দেওয়া হয়েছে।
এর আগে একজন ধনকুবের আবদুল্লাহ আল আনজিকে নগদ অর্থ ও গাড়ি উপহার দেন। পাশাপাশি একটি জুয়েলারি শপের পক্ষ থেকেও ডায়মন্ড রিং উপহার দেওয়া হয়। অন্যদিকে, যে শিশুটিকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়েছিলেন, সেই শিশুর মাও তাকে একটি ডায়মন্ড রিং উপহার দিয়েছেন।
জানা যায়, গেল মার্চের শেষের দিকে ঝুঁকি নিয়ে শিশুটিকে বাঁচান এই গড়িচালক। ভিডিওতে দেখা যায়— ওয়ানওয়ে সড়কটি দিয়ে হেঁটে যাচ্ছে একটি শিশু। তখনো রাস্তা পুরোপুরি পার হতে পারেনি সে। এ সময় সাদা রঙের একটি গাড়ি শিশুটির কাছাকাছি গিয়ে থেমে যায়।
এ সময় হঠাৎ পাশ দিয়েই আরেকটি গাড়ি দ্রুতগতিতে শিশুটির দিকে ছুটে আসছিল। এরপর পেছন থেকে আরও একটি গাড়ি সজোরে শিশুটির দিকে ছুটে আসছিল। তখনো সড়ক পার হতে পারেনি শিশুটি। এমন পরিস্থিতে শেষ মুহূর্তে গাড়িটিকে ধাক্কা দিয়ে অন্যদিকে সরিয়ে দেন প্রথম গাড়ির চালক। এতে বেঁচে যায় ছোট্ট শিশুটি।
গালফ নিউজ জানিয়েছে, ঘটনাটি সৌদি আরবের। আর সাহসী ওই চালকের নাম আবদুল্লাহ আল আনজি। সবাই যখন দুঃসাহসিক এই কাজের জন্য আব্দুল্লাহর প্রশংসা করছেন, তখন তিনি বললেন ভিন্ন কথা।
শিশুটিকে বাঁচানোর পর প্রশংসা গ্রহণে অস্বীকৃতি জানান আবদুল্লাহ। বিনয়ের সঙ্গে বলেন, একে বীরত্বপূর্ণ কাজ হিসেবে দেখেন না তিনি। কারণ, একজন মুসলিম হিসেবে তার দায়িত্ব প্রতিটি মানুষকে ভালোবাসা। বিপদে তাদের পাশে দাঁড়ানো। আলোচিত এই চালক আরও বলেন, তার জায়গায় অন্য যেকোনো মুসলিম অথবা বিবেকবান মানুষ থাকলে তারাও একই কাজ করতেন।
রিয়াদ বিন ফাহদ আল-ওয়াদান নামের এক ব্যক্তি প্রথম ভিডিওটি পোস্ট করেন। তিনি লিখেন, সর্বশক্তিমান আল্লাহর নামে কসম করে বলছি- নবীর দেশে এমন হাজারো মানুষ রয়েছেন, যারা অপরের কল্যাণে নিজেকে উজাড় করে দেন। আর এটাই ইসলামের মহান শিক্ষা। আল্লাহ এই বীরকে ভালো রাখুক!
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
এমবাপ্পের জোড়া গোলে জিতে শীর্ষে রিয়াল
ব্রাইটনের বিপক্ষেও বিপর্যস্ত ইউনাইটেড
‘ন্যায়বিচারকে হত্যা’ করা হয়েছে: পিটিআই
নতুন ভূগর্ভস্থ নৌ ঘাঁটি উন্মোচন ইরানের
রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে অনেক আফ্রিকান সেনা
পাওয়ার প্ল্যান্টের ৩৬০ মেট্রিকটন তেল ডাকাতি
বাংলাদেশি কর্মী নিতে প্রস্তুত রাশিয়া: রাষ্ট্রদূত
রাজনৈতিক দলগুলো বেশি কিছু সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন: প্রেস সচিব
এবার ওলমোর ইনজুরি দুঃসংবাদ বার্সার
কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে ইমন ও আলামিন
এসএমই ফাউন্ডেশনের নতুন চেয়ারপার্সন মো. মুশফিকুর রহমান
বিয়ের ওপর কর বাতিলের দাবি
শহীদ জিয়ার নাম মুছে ফেলার অপচেষ্টায় ব্যর্থ হয়েছে আ.লীগ : মির্জা ফখরুল
নামাজের প্রথম কাতারে জামাত পড়াবস্থায় অজু ভেঙ্গে যাওয়া প্রসঙ্গে।
কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত: শুভেন্দু অধিকারী
নরসিংদীতে নিখোঁজের ৫ দিন পর নদীতে পাওয়া গেল স্কুল ছাত্রের লাশ
বিএনপি : দেশবাদ যার রাজনীতির মূল কথা
পাহাড়ি উপজাতিরা আদিবাসী নয়
সংস্কার প্রতিবেদন : জাতির নতুন অধ্যায়ে অভিযাত্রা
অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগে জোর দিতে হবে