দুপুরেই অন্ধকারে ঢেকে যাবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, কানাডা
০৮ এপ্রিল ২০২৪, ০১:২৪ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ০১:২৪ পিএম
আজ ৮ই এপ্রিল। এদিন বিশ্বের বড় একটি অংশ অন্ধকারে ঢেকে যাবে কিছু সময়ের জন্য। এর কারণ নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবী এবং সূর্যের মাঝামাঝি একটি অবস্থানে চলে আসবে চাঁদ। ফলে সূর্য থেকে আসা আলোকরশ্মি চাঁদে বাধাপ্রাপ্ত হবে। এ কারণে পৃথিবীর একটি অংশে সূর্যের আলো পৌঁছাতে পারবে না। যে অংশে এই ঘটনা ঘটবে, সেই অংশ বা এলাকা থাকবে পুরো অন্ধকারে অথবা উপচ্ছায়া ঢেকে থাকবে। একে বলা হয় সূর্যগ্রহণ। এবার পূর্ণ সূর্যগ্রহণ হবে। এর ফলে মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডার ১৮৫ কিলোমিটার জুড়ে থাকবে অন্ধকার। যুক্তরাষ্ট্রের ১৮টি রাজ্য এই সূর্যগ্রহণ দেখতে পাবে।
তবে ভারত বা বাংলাদেশ থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। কিন্তু এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে দেয়া হয়েছে, আজ কেয়ামতের মতো অন্ধকার হয়ে যাবে সারা পৃথিবী। রাতের অন্ধকারের মতো অন্ধকারে নিমজ্জিত হবে। কিন্তু আসল সত্য হলো এমন অন্ধকার হতে পারে উল্লেখিত দেশ বা জায়গাগুলোতে। এর ফলে বেশ কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে। উপকূলে হতে পারে জলোচ্ছ্বাস। দেখা দিতে পারে ঘূর্ণিঝড়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছে। নাসা বলেছে, সূর্য-গ্রহণকালে যেহেতু সূর্যের আলো আসতে পারবে না পৃথিবীর ওই অংশে, তাই তাপমাত্রায় পরিবর্তন ঘটতে পারে। পূর্ণ গ্রহণের সময় তাপমাত্রা একেবারে তলানিতে চলে যেতে পারে। নাসা বলছে, এ সময় তাপমাত্রার পতন হতে পারে ৫ ডিগ্রি সেলসিয়াস বা ১০ ডিগ্রি ফারেনহাইট। তবে তা স্থানভেদে আর্দ্রতা ও মেঘের ওপর নির্ভর করবে। এর কারণ, সৌর তেজস্ক্রিয়তার প্রভাব। যে অঞ্চলে বা যে পথে সূর্যগ্রহণ লাগবে সেখানে সূর্যকে পুরোপুরি ঢেকে রাখবে চাঁদ। ফলে ওই অঞ্চলে আকাশও অন্ধকার থাকবে। দেখে মনে হবে তখন গোধূলি অথবা ভোর বেলা। মার্কিন বেশ কিছু সংবাদ মাধ্যম বলছে, এরই মধ্যে পূর্ণ-গ্রহণ প্রত্যক্ষ করতে জনগণ বিভিন্ন স্থানে সমবেত হচ্ছে। এর মধ্যে আছে টেক্সাসের ফ্রেডেরিকসবার্গ শহর। এখানে পূর্ণ সূর্যগ্রহণ হবে স্থানীয় সময় দুপুর দেড়টার সামান্য পরে। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমস অনুযায়ী, এই সূর্যগ্রহণ ঘটবে আজ রাত প্রায় সাড়ে ৯ টার দিকে। এর স্থায়িত্ব হবে ৪ মিনিট ২৮ সেকেন্ড। ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে যে সূর্যগ্রহণ হয়েছিল এই সময় তার চেয়ে বেশি। সেবার স্থায়িত্ব ছিল ২ মিনিট ৪২ সেকেন্ড।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত