পূর্ণ রাজ্যের স্বীকৃতি না ফিরলে কাশ্মীর বিধানসভায় লড়াই নয়, প্রতিজ্ঞা ওমরের
০৮ এপ্রিল ২০২৪, ০৫:০০ পিএম | আপডেট: ০৮ এপ্রিল ২০২৪, ০৫:০০ পিএম
আসন্ন বিধানসভা নির্বাচনে অংশ নেবেন না কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। দরজায় কড়া নাড়ছে লোকসভা নির্বাচন। সরকারিভাবে ঘোষণা না হলেও এখনও পর্যন্ত যা খবর, তাতে বয়সের কারণে এবার আর শ্রীনগর কেন্দ্র থেকে নির্বাচনে অংশ নেবেন না ফারুক আবদুল্লা। দিল্লিতে গিয়ে কাশ্মীরিয়তের আওয়াজ জোরাল করতে এবার সেই কেন্দ্রে প্রার্থী হচ্ছেন ফারুক পুত্র ওমর। তার আগে জেলায় জেলায় ঘুরে চলছে নির্বাচনী প্রচার।
ওমর বলছেন, “যতদিন না জম্মু-কাশ্মীর আবার পূর্ণ রাজ্যের স্বীকৃতি পাচ্ছে, ততদিন আমি বিধানসভা নির্বাচনে অংশ নেব না।” সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ৩০ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচন। উপত্যকার অনেক বিরোধী নেতা সেই নির্দেশ বাস্তবায়িত হওয়া নিয়ে সংশয়ে থাকলেও সহমত নন ওমর। তার মতে, আদালত অবমাননা করে অতখানি দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করবে না কেন্দ্র। তাই আসন্ন লোকসভা নির্বাচনকে সেমিফাইনাল ও আগস্ট-সেপ্টেম্বরে বিধানসভা নির্বাচনকে ফাইনাল হিসাবে ধরে নিয়ে কর্মীদের তৈরি থাকার নির্দেশ দিয়ে রেখেছেন। বলছিলেন, “বিধানসভা নির্বাচন নিয়ে আদালত কিন্তু কোনও প্রস্তাব দেয়নি। নির্দেশ দিয়েছে যে ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে নির্বাচন করতেই হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও সরকারিভাবে বলেছেন লোকসভার পরপরই বিধানসভা নির্বাচন হবে। আমার মনে হয় না, এত কিছুর পরে সরকার কোনও দায়িত্বজ্ঞানহীনের মত কাজ করবে।”
তার মতে, “অমরনাথ যাত্রা ১৮ আগস্ট শেষ হবে। আমার ধারণা ২০ তারিখের কাছাকাছি নির্বাচন ঘোষণা করে সেপ্টেম্বরের মধ্যে প্রক্রিয়া শেষ হয়ে যাবে।” তা হলে কি ফের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসাবে তাকেই… প্রশ্ন থামিয়ে বললেন, “যতদিন জম্মু-কাশ্মীরকে স্বতন্ত্র রাজ্য হিসাবে ঘোষণা করা না হবে, আমি বিধানসভা ভোটে অংশ নেব না।”
ভোট আসে ভোট যায়। কিন্তু লোকসভা নির্বাচনে উপত্যকার মানুষ নিরুত্তাপ, উদাসীন থাকেন। বাকি অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো ওমরও মনে করেন, পুরনো সব রেকর্ড এবার ভেঙে ফেলবে ভূস্বর্গ। বলছিলেন, “মিলিয়ে নেবেন, গত ৩০-৩৫ বছরে যা হয়নি, এবার হবে। ৭, ১৩ ও ২০ মে পোলিং স্টেশনের সামনে মানুষের ঢল নামবে।” কিন্তু কেন? সাধারণত, কাশ্মীরের মানুষ মনে করেন লোকসভা নির্বাচনে দিল্লির নেতা বাছতে হয়। তাতে তাদের কোনও লাভ নেই। তার উপর এতদিন ছিল বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ভোট বয়কটের ডাক।
ওমরের ব্যাখ্যা, “এতদিন যারা মূলধারার রাজনীতি এড়িয়ে চলত, তারাও এখন আমাদের প্রচার, র্যালিতে আসছে। সত্যি বলতে কী, সেই সংখ্যা আমাদের প্রত্যাশার বাইরে। কাশ্মীরের সাধারণ মানুষ ঠিক করেই রেখেছেন, এবারের নির্বাচনে দিল্লিকে বার্তা দিতে হবে। ৩৭০ ছিল আমাদের মাথার মুকুট। স্বাধীনতার সময় কাশ্মীরকে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, তা ভেঙেছে বিজেপি সরকার। তাই এবার ইভিএম-এ তাদের বার্তা দেবে আম কাশ্মীরি।”
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ
লামায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষীকি পালিত