মার্কিন নিষেধাজ্ঞা মানবে না ইসরাইল

Daily Inqilab অনলাইন ডেস্ক

২২ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম | আপডেট: ২২ এপ্রিল ২০২৪, ০১:৪৩ পিএম

ক্যাপশন,ইসরাইলের নেতজা ইহুদা ব্যাটালিয়নে শুধুমাত্র কট্টরপন্থী ইহুদি পুরুষরা কাজ করার সুযোগ পায়

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে, তার দেশের সেনাবাহিনীর উপর কোনও নিষেধাজ্ঞা আরোপ করা হলে, ইসরাইল সেটি প্রত্যাখ্যান করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলের একটি সেনা ইউনিটের ওপর নিষেধাজ্ঞা দিয়ে সহায়তা কমানোর পরিকল্পনা করছে- এমন খবর প্রকাশের পর দেয়া প্রতিক্রিয়ায় নেতানিয়াহু একথা জানান। রোববার তিনি বলেন, ‘আমি আমার সমস্ত শক্তি দিয়ে এর বিরুদ্ধে লড়াই করবো।’

 

এর আগে, মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ সাইট তাদের প্রকাশিত একটি সংবাদে জানিয়েছে যে, ইসরাইলের অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের সেনাবাহিনীর নেতজা ইয়েহুদার ব্যাটালিয়নের ওপর নিষেধাজ্ঞা দেয়া হবে। অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ইউনিটে মার্কিন সামরিক সহায়তা কমানো হতে পারে- এমন খবরের সত্যতা সম্পর্কে জানতে চাওয়া হলে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, সামনের দিনগুলোয় আপনারা তা দেখতে পাবেন।’

 

ইসরাইলের প্রধান মিত্র হিসেবে পরিচিত ওয়াশিংটন এর আগে কখনও আইডিএফ ইউনিটের জন্য সহায়তা কার্যক্রম স্থগিত করেনি। ইসরাইলি সামরিক বাহিনী বলেছে যে, নেতজা ইয়েহুদার আন্তর্জাতিক আইন মেনেই তাদের কার্যক্রম পরিচালনা করেছে। ‘ব্যাটালিয়নের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আরোপের যে খবর প্রকাশিত হয়েছে, সে বিষয়ে আইডিএফকে এখনও কিছু জানানো হয়নি,’ ইসরাইলের সামরিক বার্তা সংস্থার বরাত দিয়ে বলেছে রয়টার্স। ইসরাইলি সামরিক বাহিনী আরও বলেছে, ‘আইডিএফ আইন মেনেই কাজ করে থাকে এবং কোনও অস্বাভাবিক ঘটনা ঘটে থাকলে, তারা সেটি তদন্ত করে দেখবে।’

 

এদিকে, নেতজা ইয়েহুদার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের মধ্যে সম্পর্ক আগের চেয়ে এখন যে আরও ঘনিষ্ঠ হয়েছে, বিশ্ববাসী সেটি দেখেছে। ‘একটি ইউনিটের কার্যক্রমের সমালোচনা করার যে কোনও প্রচেষ্টা গোটা আইডিএফের কার্যক্রমের উপর নেতিবাচক প্রভাব ফেলবে,’ এক বিবৃতিতে বলেন গ্যালান্ট। তিনি আরও বলেন, ‘এটি অংশীদার এবং বন্ধুদের জন্য সঠিক পথ নয়।’

 

মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম অ্যাক্সিওস নিউজ সাইট গত শনিবার তিনটি মার্কিন সূত্রের বরাত দিয়ে বলেছে যে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন কয়েক দিনের মধ্যেই আইডিএফের নেতজা ইয়েহুদা ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। খবরে আরও বলা হয়েছে যে, ইসরাইলে অধিকৃত পশ্চিম তীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আইডিএফের উক্ত ব্যাটালিয়নের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

 

ইউনিটটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের যতগুলো অভিযোগে উঠেছে, সেগুলোর একটি হচ্ছে ফিলিস্তিন বংশোদ্ভূত মার্কিন নাগরিক ওমর আসাদকে হত্যা করা। ২০২২ সালের জানুয়ারি মাসে অধিকৃত পশ্চিম তীরে চালানো এক তল্লাশি অভিযানের সময় ৮০ বছর বয়সী. আসাদের হাত-পা বেঁধে ইসরাইলি সৈন্য গলা কেটে হত্যা করেছিল বলে অভিযোগ রয়েছে। খবরটি জানাজানি হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র ঘটনাটির ‘পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দোষীদের আইনের আওতায়’ আনার আহ্বান জানিয়েছিল।

 

যদিও আসাদের মৃত্যুর ঘটনায় আইডিএফের কোন হাত নেই বলে জানিয়েছিল ইসরাইল। বলা হয়েছিল যে, শারীরিক অসুস্থতার কারণেই আসাদের মৃত্যু হয়েছে। তারপরও আসাদের মৃত্যুর ঘটনায় আইডিএফ দুঃখ প্রকাশ করেছে বলে বলা হয়েছিল। এছাড়া, নেতজা ইয়েহুদার ওই অভিযানের কমান্ডারকে ‘ তিরস্কার’ করা হয়েছে বলেও আইডিএফের পক্ষ থেকে জানানো হয়েছিল।

 

তারা আরও জানিয়েছিল যে, শাস্তি হিসেবে ইউনিটের দুইজন সদস্যকে দুই বছরের জন্য বাহিনীর জ্যেষ্ঠ পদ থেকে সরিয়ে দেয়া হবে। তবে তাদের বিরুদ্ধে কোনও মামলা করা হবে না। আসাদের পরিবারের অনেকেই এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা না করার ইসরাইলি সিদ্ধান্তের নিন্দা জানিয়েন তারা। উল্লেখ্য যে, আইডিএফের বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের এসব অভিযোগ সাতই অক্টোবরের আগেই ঘটেছে।

 

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আইডিএফের বিরুদ্ধে ব্যবস্থাটি নেয়া হবে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘লেহি আইন’ আইনের অধীনে। ১৯৯৭ সালে তৎকালীন মার্কিন সিনেটর প্যাট্রিক লেহি এই আইনটি উত্থাপন করেছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্র অন্য দেশের যেসব বাহিনীকে অর্থ সহায়তা বা প্রশিক্ষণ দিয়ে থাকে, তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য অভিযোগ পাওয়া গেলে সাধারণত এই আইনের আওতায় ব্যবস্থা নেয়া হয়।

 

১৯৯৯ সালে গঠিত ইসরাইলের নেতজা ইয়েহুদা ব্যাটালিয়ন হলো একটি বিশেষ ইউনিট যেখানে শুধুমাত্র কট্টরপন্থী ইহুদি পুরুষরা কাজ করার সুযোগ পায়। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ইসরাইলি ডানপন্থী সংগঠনের একজন কর্মী বেন জিয়ন গোপস্টেইনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে বলা হয়েছে যে, তার সংগঠন লেহাভা ‘সহিংসতাকে উসকে দিয়ে পশ্চিম তীরকে অস্থিতিশীল করার কাজে নিয়োজিত ছিলো’। সূত্র: বিবিসি।

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

হল্যান্ডে-রিয়ালের রাতে হ্যাটট্রিক রোনালদোর, নাসেরের গোল উৎসব

হল্যান্ডে-রিয়ালের রাতে হ্যাটট্রিক রোনালদোর, নাসেরের গোল উৎসব

চার ম্যাচ হাতে রেখেই লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

চার ম্যাচ হাতে রেখেই লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল

ঘুরে দাঁড়িয়ে বার্সাকে হারিয়ে জিরোনার ইতিহাস

ঘুরে দাঁড়িয়ে বার্সাকে হারিয়ে জিরোনার ইতিহাস

হল্যান্ডে একাই দিলেন চার গোল,সিটির দাপুটে জয়

হল্যান্ডে একাই দিলেন চার গোল,সিটির দাপুটে জয়

নারী বিশ্বকাপের সূচির জন্য শেষ মুহূর্তের অপেক্ষা

নারী বিশ্বকাপের সূচির জন্য শেষ মুহূর্তের অপেক্ষা

সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে : আমিনুল হক

সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে : আমিনুল হক

যুদ্ধ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে: ভিসি ড. মশিউর রহমান

যুদ্ধ সভ্যতাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে: ভিসি ড. মশিউর রহমান

শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা - বদিউজ্জামান সোহাগ

শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা - বদিউজ্জামান সোহাগ

ব্রাহ্মণপাড়ায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

ব্রাহ্মণপাড়ায় পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতে ভ্রাম্যমান আদালতে জরিমানা

‘পানি তাল খাইয়া শরীরডা ঠান্ডা কইরা যায় সবাই’

‘পানি তাল খাইয়া শরীরডা ঠান্ডা কইরা যায় সবাই’

বাজিতপুরে বিশাল মাহফিল আজ

বাজিতপুরে বিশাল মাহফিল আজ

শ্রীনগরে ৭টি ঘর পুড়ে ছাই

শ্রীনগরে ৭টি ঘর পুড়ে ছাই

অসহনীয় গরম ও লোডশেডিংয়ে চরম জনভোগান্তি

অসহনীয় গরম ও লোডশেডিংয়ে চরম জনভোগান্তি

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর নদীর বাঁধ অপসারণ

দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর নদীর বাঁধ অপসারণ

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

ভোলায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ২৫

বড়াইগ্রামে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

বড়াইগ্রামে নিজ ঘরে অগ্নিদগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু

কাপ্তাই হ্রদ শুধু দেশের নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্পদ

কাপ্তাই হ্রদ শুধু দেশের নয় দক্ষিণ-পূর্ব এশিয়ার সম্পদ

রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে কমিউটার রেলের যাত্রা শুরু

রাজবাড়ী-ভাঙ্গা-ঢাকা রুটে কমিউটার রেলের যাত্রা শুরু

ফ্রি ফায়ারে পরিচয়ে বিয়ে ৬ মাস পর লাশ

ফ্রি ফায়ারে পরিচয়ে বিয়ে ৬ মাস পর লাশ

দৌলতপুরে আগুনে পুড়লো ব্যবসায়ীর ৫ ঘর ও নগদ ১২ লাখ টাকা

দৌলতপুরে আগুনে পুড়লো ব্যবসায়ীর ৫ ঘর ও নগদ ১২ লাখ টাকা