গণকবরে লাশ খুঁজছেন শত শত ফিলিস্তিনি মা
২৪ এপ্রিল ২০২৪, ১১:৩৩ এএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ১১:৩৩ এএম
মুতাসিম মর্তুজা। গাজা উপত্যকার খান ইউনিসের এক ফিলিস্তিনি ভিডিও সাংবাদিক তিনি। সম্প্রতি তিনি ইসরাইলি বাহিনী সরে যাওয়ার পর নাসের হাসপাতালে আবিষ্কৃত গণকবরগুলো নিয়ে তথ্যচিত্র নির্মাণ করছেন। সেখানে ইতোমধ্যেই তিন শতাধিক লাশ পাওয়া গেছে। সোমবার তিনি এক নারীর ভিডিও প্রকাশ করেন। এতে দেখা যায়, সন্তানের লাশ ধরে আছেন এক ফিলিস্তিনি মা। তার এই ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তিনি এখানে ঘটনাস্থলের বর্ণনা করেছেন।
খান ইউনিসের নাসের হাসপাতালে আসছেন শত শত মা। তারা তাদের সন্তানদের খুঁজছেন, এক লাশ থেকে আরেক লাশের দিকে ছুটে যাচ্ছেন, প্রতিটি লাশ তারা তন্ন তন্ন করে দেখছেন।
তারা তাদের চোখ আর হাত দিয়ে লাশগুলো খতিয়ে দেখছেন। লাশের পরা জামা, ট্রাউজার, জুতাও তারা পরীক্ষা করে দেখছেন, যদি সন্তানের এসব সামগ্রীর সাথে মিলে যায়! গণকবর থেকে উদ্ধার হওয়া তিন শতাধিক লাশের মধ্যে প্রিয়জনকে খুঁজে পাওয়া সহজ নয়।
মায়েদের প্রয়োজন একেবারেই সহজ কোনো প্রমাণ। তাদের সন্তানদের চেনার জন্য কোনো প্রমাণ। কিন্তু কাজটি সহজ নয়। লাশের বেশির ভাগ পরিচিতিই হারিয়ে গেছে। বেশিভাগ লাশই গলে গেছে, চেনার উপায় নেই।
ইসরাইল তিন মাসের জন্য খান ইউনিস অবরোধ করেছিল। গাজার দ্বিতীয় বৃহত্তম এবং দক্ষিণ এলাকার চিকিৎসা পরিষেবার 'মেরুদণ্ড' এই নাসের হাসপাতাল। এখানে হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য ১০ হাজারের বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।
ইসরাইলি বাহিনী জানুয়ারি আর ফেব্রুয়ারিতে ঘন ঘন হাসপাতালে অভিযান চালায়, পুরোপুরি গুঁড়িয়ে দেয়, স্টাফদের গ্রেফতার করে, হাজার হাজার গৃহহীন লোককে তাড়িয়ে দেয়।
চলতি মাসের শুরুর দিকে ইসরাইলি সৈন্যরা সেখান থেকে সরে যায। তারপরই লাশ খোঁজার কাজ শুরু হয়। হাসপাতাল চৌহদ্দির মধ্যে শত শত লাশ পাওয়া যায়।
গণকবরগুলো আবিষ্কৃত হওয়ার প্রথম দিনে ৭০টি লাশ পাওয়া যায়। পরের দিন পাওয়া যায় আরো ৭০ লাশ। মৃত ফিলিস্তিনিদের আন্ডারগ্রাউন্ডে চাপা দেয়া হয়েছিল। অনেককে গাছের নিচে ফেলে রাখা হয়েছিল, কাউকে কাউকে হাসপাতালের ওয়ার্ডগুলোতে রেখে গিয়েছিল তারা।
মঙ্গলবার উদ্ধারকারীরা আরো কয়েক ডজন লাশ পায়। ফলে লাশের সংখ্যা বেড়ে হয় ৩১০।
মৃতের গন্ধে বাতাস ভারী হয়ে আছে।
তারা যতই খুঁড়ছে, ততই লাশ বের হয়ে আসছে। এমন অনেক জায়গা থেকে লাশ পাওয়া যাচ্ছে, যা কল্পনাও করা হয়নি। অনেক সময় উদ্ধারকারীরা লাশের অংশবিশেষ পাচ্ছে। কিংবা লাশটি এমনভাবে পচে গেছে যে শনাক্ত করার আর কোনো উপায় নেই।
গাজা সরকারের মিডিয়া অফিসের হিসাব অনুযায়ী, অনেক লাশ শিরোচ্ছেদ অবস্থায় পাওয়া গেছে। অনেকের চামড়া এবং অঙ্গপ্রত্যক্ষ তুলে নেয়া হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে শিশু, বয়স্কা নারী, তরুণ- সবাই।
উদ্ধারকারী কর্মীরা জানান, তারা তারা এমন লাশও পেয়েছেন, যাদের হাত দুটি তাদের পেছনে বাঁধা ছিল। জাতিসঙ্ঘ মানবাধিকার অফিস বলছে, এগুলো 'আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক মানবতা আইনের মারাত্মক লঙ্ঘন।'
ফিলিস্তিনিদের লাশ চাপা দেয়ার কথা অস্বীকার করেছে ইসরাইল। তারা এর বদলে দাবি করেছে, তারা ইসরাইলি বন্দীদের অনুসন্ধানে 'শ্রদ্ধাজনকভাবে' লাশগুলো তুলেছিল।
নাসের হাসপাতালে অনেকে কান্না করছে, অনেকের যন্ত্রণাদগ্ধ হচ্ছে। এমন দৃশ্য প্রকাশ করার ভাষা আমার নেই।
কারো তাদের স্বজনের লাশ পাওয়ার অনুভূতি অবর্ণনীয়। মায়েরা যেভাবে তাদের মৃত সন্তানদের চাদরে ঢাকেন, কবর পর্যন্ত সঙ্গী হন, তা প্রকাশ করা যায় না।
আমরা সাংবাদিক হিসেবে প্রতিটি দৃশ্য একেবারে নীরবতার সাথে ধরে রাখছি। আমরা কথা বলি না। ছবি তোলার সময় আমাদের কান্নায় রক্ত ঝরে। আমাদের হাতগুলো এমনভাবে কাঁপতে থাকে যে আমাদের ক্যামেরাগুলো ফোকাস হারিয়ে ফেলে। তবে আমরা আবার শুরু করে, তারপর আবার করি।
সূত্র : মিডল ইস্ট আই
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে: ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ফরিদপুরে প্রিন্সিপালের ওপর অতর্কিত হামলা
প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিটি গঠিত
‘সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে’
অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ
জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম
মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ
গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম
মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড
ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?
যে কারণে ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস
মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক
প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম
অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন