ঢাকা   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫ | ২ মাঘ ১৪৩১

মুসলিম-বিরোধী ভাষণ, মেরুকরণের রাজনীতিতে ফিরছেন মোদী?

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২৪ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পিএম

 

 

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার ২১ এপ্রিল রাজস্থানে তার একটি নির্বাচনী জনসভায় ধর্মের প্রসঙ্গ টেনে আনার পর, গত দুইদিনে দুইটি পৃথক সভায় আবার ধর্মের প্রসঙ্গ তুলেছেন। সোমবার রাজস্থানেরই আরেকটি এবং উত্তরপ্রদেশের আলিগড়ের একটি জনসভায় একই ভাবে হিন্দু-মুসলমান, ও হিন্দু-আদিবাসী প্রসঙ্গ তুলে মোদী ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছেন, বলে অভিযোগ করে বিরোধী দল, মানবাধিকার সংগঠন আর নির্বাচন-নজরদারি সংগঠনসমূহ। প্রতিটি ভাষণেই মোদীর নিশানায় থেকেছে কংগ্রেস দল।

 

এদিকে, কংগ্রেস নরেন্দ্র মোদীর নির্বাচনী প্রচারণায় আদর্শ আচরণবিধি ভঙ্গের ১৬টি অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশনের কাছে। তবে এ নিয়ে মন্তব্য করতে অস্বীকার করে কমিশন বিবিসিকে বলেছে, অভিযোগগুলি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, মোদীর এসব মন্তব্য নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও কয়েকদিন ধরে প্রতিবেদন ছাপা হচ্ছে। সেই সাথে মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে অন্তত ২০ হাজার ব্যক্তি ও সংগঠন নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন।

 

মনমোহন সিংয়ের পুরণো ভাষণের ‘বিকৃতি’?

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ১৮ বছরের পুরণো এক ভাষণের উল্লেখ করে গত রবিবার প্রথমবারের মতো দুইটি ইঙ্গিতের মাধ্যমে ধর্মকে টেনে আনেন নরেন্দ্র মোদী। সেখানে ‘মুসলমান’ শব্দ ব্যবহার না করেই তিনি বলেছিলেন, ‘যাদের বেশি সন্তান থাকে’ এবং ‘অনুপ্রবেশকারী’ - এই দুই শ্রেণীর মানুষকে কংগ্রেস অগ্রাধিকার দেয়ার কথা বলেছিল বলে মোদী দাবি করেন।

 

তবে কংগ্রেস দাবি করছে, "মনমোহন সিং ২০০৬ সালের ভাষণে আসলে বলেছিলেন, ‘তফসিলি জাতি ও উপজাতি'দের পুনরুজ্জীবিত করা দরকার। সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলমানদের উন্নয়ন সুনিশ্চিত করা যায়, যাতে উন্নয়নের সুফল পেতে পারে তারা। এজন্য আমাদের নতুন প্রকল্প আনতে হবে। এদের সকলেরই সম্পদের ওপরে প্রথম দাবি থাকা উচিত।"

 

সেই বক্তব্যের সূত্র ধরে মোদী তার ভাষণে বলেছিলেন যে, বিরোধীরা ভোটে জিতে দেশের ক্ষমতায় এলে সাধারণ মানুষের সম্পদ ‘অনুপ্রবেশকারী’দের মধ্যে বিলিয়ে দেবে। রাজস্থানে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে নরেন্দ্র মোদী আরও বলেন, "‘যাদের বেশি বেশি ছেলেমেয়ে আছে’ বিরোধী কংগ্রেস তাদের মধ্যেই দেশের ধনসম্পদ ভাগবাঁটোয়ারা করে দিতে চায়।" দেশের প্রায় ২০ কোটি মুসলমানদের তিনি কীভাবে 'অনুপ্রবেশকারী' বলতে পারেন, সে প্রশ্ন তুলে এখন তা নিয়েও মোদীর সমালোচনা হচ্ছে।

 

কেন ‘হিন্দু-মুসলমান’ প্রসঙ্গ আনলেন মোদী?

শুরুতে কয়েকদিন নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে নরেন্দ্র মোদী হিন্দু অথবা মুসলমান শব্দগুলি ব্যবহার করেন নি। তবে,এখন তিনি এমন ইঙ্গিতপূর্ণ শব্দচয়ন করেছেন, যা শুনলে স্পষ্টই বোঝা যায় যে তিনি কোন কোন ধর্মের প্রতি ইঙ্গিত করছেন। ভারতের গবেষণা সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অফ ডেভেলপিং সোসাইটিসের অধ্যাপক হিলাল আহমেদের মতে মোদীর সর্বশেষ ভাষণগুলো তার আগের ভাষণগুলোর মতো নয়।

 

বিবিসির ভিনিত খারেকে তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী আগে হিন্দু, হিন্দুত্ব, মুসলিম এই ধরণের শব্দগুলো ব্যবহারের সময়ে খুব সতর্ক থাকতেন। তার ১০ বছরের শাসনামলে মাত্র তিন কি চারবার তিনি হিন্দু বা মুসলিম শব্দগুলো ব্যবহার করেছেন। তবে তার অর্থ এটা কখনই নয় যে তিনি কী বলতে চাইছেন, তার কোনও ইঙ্গিত তিনি ভোটারদের দেন নি।"

 

অধ্যাপক আহমেদ মনে করেন, বিজেপির তিন ধরনের ভোটার রয়েছে- প্রথমত নিশ্চিতভাবেই বিজেপির ভোটার, দ্বিতীয়ত যারা আগে অন্য দলকে ভোট দিতেন এবং এখন বিজেপিকে ভোট দেন এবং তৃতীয় অংশটি ভাসমান ভোটার, যারা যে কাউকে ভোট দেন। ‘মোদী এমনভাবে কথা বলেন যাতে তার কথা সব ধরনের ভোটারের কাছে পৌঁছে যায়। এমন এক গুরুত্বপূর্ণ সময়ে যখন ভোটদানের হার কমে গেছে, তখন প্রধানমন্ত্রী মোদীর এই বক্তব্য প্রমাণ করে যে তার দল আসলে পুরণো রাজনীতির পথ ধরছে। এই বিষয়টা খুবই লক্ষণীয়।’

 

একটানা তিনবার ধর্মীয় প্রসঙ্গ

রাজস্থানের টঙ্ক-সোওয়াই মাধোপুর কেন্দ্রে আরেকটি নির্বাচনী সভায় মঙ্গলবার মোদী তার রবিবারের ভাষণের পুনরাবৃত্তি করেন। লাইভ মিন্ট পোর্টাল ওই জনসভার বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে। তারা লিখেছে, ওইদিন মোদী বলেন, “কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন তারা চেয়েছিল যাতে, তফসিলি-জাতি উপজাতিদের সংরক্ষণ কমিয়ে দিয়ে সেটা মুসলমানদের মধ্যে বিলি করে দেওয়া যায়।"

 

মঙ্গলবার তিনি এ-ও বলেছেন যে কংগ্রেস ‘আপনাদের সম্পত্তি’ ছিনিয়ে নিয়ে ‘নির্দিষ্ট মানুষদের মধ্যে বিলি করতে চায়’। আবার রবিবারের তার যে ভাষণ নিয়ে বিতর্ক হচ্ছে, সেই প্রসঙ্গে মঙ্গলবার মোদী বলেন, “পরশুদিন রাজস্থানে আমি দেশের সামনে কিছু সত্য উপস্থাপন করেছিলাম আর তাতেই পুরো কংগ্রেস এবং ইন্ডিয়া জোট আতঙ্কিত হয়ে পড়েছে। আমি তো এই সত্যটা তুলে ধরেছিলাম যে কংগ্রেস ষড়যন্ত্র করছে আপনাদের সম্পত্তি ছিনিয়ে নিয়ে তাদের বিশেষ কিছু মানুষের মধ্যে বিলি করার ষড়যন্ত্র করছে। আমি যখন তাদের রাজনীতির মুখোশ খুলে দিয়েছি, তারা রেগে গিয়ে মোদীকে কুকথা বলছে।"

 

রবিবার, নির্বাচনী প্রচারণায় মোদী উল্লেখ করেছিলেন যে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে নারীদের মঙ্গলসূত্র কেড়ে নিতে পারে। প্রধানমন্ত্রী সেখানে অভিযোগ করেন, কংগ্রেসের ইশতেহারে বলা হয়েছে ভারতের নারীরা তাদের বাড়িতে আবহমান কাল ধরে যেসব সোনাদানা বা অলঙ্কার জমিয়ে রাখেন, তারা ক্ষমতায় এলে সেগুলোর ‘হিসাব নেবে’ এবং নতুন করে তার বিলি-বন্দোবস্ত করবে।

 

তিনি হিন্দু বিবাহিত নারীদের গলায় যে মঙ্গলসূত্র থাকে, তার উল্লেখ করে বলেন, “মঙ্গলসূত্রের দাম শুধু সেটির সোনার দাম নয়। একজনের জীবনের স্বপ্নের সঙ্গে সেটি জড়িয়ে থাকে। আর আপনারা বলছেন সেটা কেড়ে নেবেন?” রবিবারের ওই ভাষণের পরে সোমবার উত্তরপ্রদেশের আলিগড়ের একটি জনসভায় আবারও মঙ্গলসূত্রের প্রসঙ্গ তোলেন নরেন্দ্র মোদী।

 

তিনি সোমবার বলেন, ‘আমি দেশের মানুষকে সাবধান করে দিতে চাই। কংগ্রেস এবং ইণ্ডিয়া জোটের নজর পড়েছে আপনাদের আয় আর সম্পত্তির ওপরে। কংগ্রেসের ‘শাহজাদা’ বলছেন তাদের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে কে কত আয় করে, কার কত সম্পত্তি আছে সব হিসাব নেবে।’ ‘এখন এদের নজর পড়েছে নারীদের মঙ্গলসূত্রের ওপরে। তারা মা বোনেদের সোনা চুরি করার পরিকল্পনা করছে,’ আলিগড়ের সভায় বলেন মোদী।

 

নির্বাচন কমিশনের ভূমিকা

লোকসভা নির্বাচনের সময় দেশে আদর্শ আচরণবিধি চালু হয়েছে। ওই আদর্শ আচরণবিধি অনুযায়ী নির্বাচনী প্রচারের সময় কোনও ধর্মীয় প্রতীক ব্যবহার করা যাবে না এবং ধর্ম, সম্প্রদায় বা বর্ণের ভিত্তিতে ভোট দেওয়ার আবেদন করা যাবে না। আচরণবিধি অনুযায়ী, কোনো ধর্মীয় বা জাতিগত সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বা স্লোগান দেয়াও নিষিদ্ধ। এই নিয়ম দেখিয়েই বিরোধীরা এবং সামাজিক মাধ্যমে অনেকেই প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছেন।

 

সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হন কংগ্রেস নেতারা। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, ১৯৫১ সালের জন-প্রতিনিধিত্ব আইন, সুপ্রিম কোর্টের রায় এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেএমন ১৬টি অভিযোগ আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি। তবে, নির্বাচন কমিশনের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের ব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। মোদীর বক্তব্যের বিষয়ে নির্বাচন কমিশন কোনও নোটিশ দিয়েছে বা ব্যবস্থা নিয়েছে কিনা সে সম্পর্কেও কোনও তথ্য পাওয়া যায়নি।

 

তবে নির্বাচন কমিশনের সূত্র উদ্ধৃত করে ভারতের কয়েকটি সংবাদপত্র লিখেছে যে ওইসব অভিযোগ খতিয়ে দেখছে কমিশন। ‘দ্য নিউজ মিনিট' পোর্টালের খবর অনুযায়ী, কংগ্রেসের তরফ থেকে আদর্শ আচরণ বিধি ভঙ্গের যে অভিযোগ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করা হয়েছে, তা ছাড়াও বিভিন্ন গণ সংগঠন, নির্বাচন-নজরদারি সংগঠনও নির্বাচন কমিশনের কাছে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ পাঠিয়েছে।

 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ একাধিক সংগঠন মুসলমানদের প্রসঙ্গ নির্বাচনী সভায় আনার বিরুদ্ধে মুখ খুলেছে। ভারতের সংবাদ মাধ্যমগুলির খবর অনুযায়ী, মোদীর ভাষণ নিয়ে নির্বাচন কমিশনের কাছে প্রায় ২০ হাজার ব্যক্তি ও সংগঠন আবেদন জানিয়েছে। সূত্র: বিবিসি।

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে স্থায়ী শান্তির আশা তুরস্কের: এরদোগান
৩০ যুদ্ধবন্দির বিনিময়ে ২৪৬৬ সেনা ফেরত পেল রাশিয়া
বিদায়ী ভাষণে যা বললেন বাইডেন
চীনের আধিপত্য রুখতে ট্রাম্পের পদক্ষেপ
রোববার কার্যকর হবে গাজা যুদ্ধবিরতি চুক্তি, জানালেন কাতারের প্রধানমন্ত্রী
আরও

আরও পড়ুন

গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা

গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা

ফরিদপুরে প্রিন্সিপালের ওপর অতর্কিত হামলা

ফরিদপুরে প্রিন্সিপালের ওপর অতর্কিত হামলা

‘সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে’

‘সম্মিলিতভাবে কাজ করলে পুলিশের প্রতি জনগণের পূর্ণ আস্থা ফিরে আসবে’

অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ

অসহায় শীতার্তদের মাঝে রূপালী ব্যাংকের কম্বল বিতরণ

জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম

জনগণের সেবক হয়ে কাজ করতে চাই: ফখরুল ইসলাম

মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ

মীরসরাইয়ে অবৈধ বেহুন্দি ও মশারি জাল জব্দ

গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম

গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের চিত্র প্রদর্শনী করছে তরুণ কলাম লেখক ফোরাম

মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী

মারা গেলেন আসামি ধরতে গিয়ে আগুনে দগ্ধ এসআই মেহেদী

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড

ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?

ফ্যাসিস্ট হাসিনার দোসর ১৩ হত্যার নির্দেশদাতা নাসিমের খুঁটির জোর কোথায়?

যে কারণে ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস

যে কারণে ছাত্রদের ঘোষণাপত্র দিতে মানা করেছিলেন ড. ইউনূস

মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মানিকগঞ্জে এলজিইডির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক

বাংলাদেশে কখনো স্বৈরাচারের শাসন জনগণ মেনে নিবেনা: আমিনুল হক

প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম

প্রতিনিয়ত মোশাররফ করিমের থেকে শিখি: মম

অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন

অবৈধ ৭টি কয়লা তৈরির চুল্লি গুড়িয়ে দিয়েছে বরগুনার জেলা প্রশাসন

ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত

ময়মনসিংহে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের লটারি অনুষ্ঠিত

পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ

পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর ভুল তারিখ সংশোধন, জড়িতদের শোকজ

টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা

স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল

স্থানীয় খেলোয়াড়দের পারফরমেন্স এবারের বিপিএলকে জাঁকজমক করেছে: আশরাফুল

কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

কুয়েট ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ