৫৪ বছর বাদে ফিরে পেলেন হারিয়ে যাওয়া বিয়ের আংটি ! খুশিতে ডগমগ ম্যারিলিন
০৭ মে ২০২৪, ০৯:২৮ এএম | আপডেট: ০৭ মে ২০২৪, ০৯:২৮ এএম
আমাদের কোন দামী জিনিস হারিয়ে গেলে খুব বেশি হলে সাতদিন মনে থাকে। তন্ন তন্ন করে খুঁজে সেই জিনিসটা না পাওয়া গেলে, আর আমাদের সেই জিনসের প্রতি ধীরে ধীরে মায়া কাটাতে শিখতে হয়। ঠিক এরকমই মায়া কাটিয়েছিল ম্যারিলিন। আপনার প্রশ্ন উঠছে নিশ্চয়ই কে এই ম্যারিলিন? কি হয়েছিল তার সঙ্গে? ম্যারিলিন হলেন নিথ–পোর্ট টালবটের পন্টারডাউইর বাসিন্দা। তার একটি মূল্যবান আংটি হারিয়ে গেছিল। আংট’টি ছিল তার বিয়ের আংটি। সেই আংটি এক নয়, দুই নয়, ৫৪ বছর পর ফিরে পেয়েছেন তিনি। আংটিটি পাওয়ার পর সব উৎসব চলছে এটিকে ঘিরে।
সালটা তখন ১৯৭০। পারিবারিক খামারে কাজ করছিলেন ম্যারিলিন। সেইসময় গরুকে খড় খাওয়ানোর কাজে ব্যস্ত ছিলেন তিনি। আর ঠিক সেই সময় ম্যারিলিনের সাধের আংটি’টি হারিয়ে যায়। এরপর সারা খামার আর বাড়ি খুঁজে একাকার করলেও মেলে নি খোঁজ। তন্ন তন্ন করে খুঁজেও আর পাননি বিয়ের সেই আংটি। তখন থেকেই খুব হতাশ ছিলেন তিনি। এমনকি সেই আংটি ফিরে পাবার আশা ছেড়েই দিয়েছিলেন একপ্রকার। তবে মিরাকল ঘটল ৫৪ বছর পর। আবার ও ফিরে পেলেন সেই হারিয়ে যাওয়া আংটি।
এই হারিয়ে যাওয়া আংটির প্রসঙ্গে তিনি বলেন, ঘটনাচক্রে সেই আংটি খুঁজে পাওয়ার পর তিনি অনেকক্ষণ তাকিয়ে ছিলেন। অথচ হারিয়ে যাওয়ার পর আর খুঁজে না পেয়ে আংটিটির আশা তিনি ছেড়েই দিয়েছিলেন। এটির দিকে আর কখনোই ফিরে তাকাবেন না বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।
শনাক্তবিদ কিথ ফিলিপসের মনে ছিল অন্য কিছু। তিনি খামারের লোকজনকে বিভিন্ন সময় সেখানকার ভূমি খননের পরামর্শ দিয়ে আসছিলেন। তার হিসাবে, সেখানে মাটির নিচে অনেক মূল্যবান জিনিস থাকতে পারে। এই প্রসঙ্গে ম্যারিলিন বলেন, ‘ফিলিপস বিভিন্ন সময় আমাদের খামারের মাটিতে পাওয়া মুদ্রা এবং বিভিন্ন ক্ষুদ্র জিনিসপত্র দেখাতেন।’
ম্যারিলিন ঘটনা প্রসঙ্গে আরও বিস্তারিত বলেন, একদিন সন্ধ্যাবেলায় ফিলিপস যখন খামার ত্যাগ করছিলেন, আমি তাকে মজার ছলে বলেছিলাম, ফিলিপস শোনো, যেসব আবর্জনা তুমি উদ্ধার করেছ এসব ফেলে দাও। যাও, আমার বিয়ের আংটিটি খুঁজে বের করতে পার কি না, দেখো।’
দুজনেই এই কথা বলতে বলতে হো হো করে হেসে ওঠেছিলেন। তবে এক সপ্তাহ বা তারও কিছু পরে ফিলিপস ম্যারিলিনের বিয়ের সেই আংটি নিয়ে হাজির হন। যা দেখে আশ্চর্য হন সকলেই। জানা গেছে খামারের মাঠে মাটির প্রায় আট ইঞ্চি নিচে আংটিটি চাপা পড়ে ছিল। ফিলিপসের উদ্ধারের পর আংটিটি টুথব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেন ম্যারিলিন। তারপর থেকেই হাতেই পরে আছেন সেই আংটি। গত জানুয়ারিতে ম্যারিলিনের স্বামী ৮০ বছরে পা দিয়েছেন। কিন্তু তার জন্মদিনের অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে। কারণ, আংটি পাওয়ার পর এটিকে ঘিরে চলছে জমজমাট উৎসব। খুশি ফিলিপস, খুশিতে ডগমগ ম্যারিলিন এবং তার পরিবারও।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা
এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা চেষ্টা, গ্রেপ্তার ২
ছাগলনাইয়ায় খালে ভাসছিল নারীর অর্ধগলিত লাশ
ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ৫ দিনে গাজায় নিহত ৭০ শিশু