ভোট আসে, ভোট যায়, বোমাতে প্রাণ যায় শিশুদের

Daily Inqilab অনলাইন ডেস্ক

১২ মে ২০২৪, ০৮:১২ এএম | আপডেট: ১২ মে ২০২৪, ০৮:১২ এএম

কোথাও কিশোরের মৃত্যু, কোথাও শিশুরা গুলিবিদ্ধ। পশ্চিমবঙ্গে ভোটের মৌসমে ফের আক্রান্ত নাবালকেরা। অন্যান্য সময়েও তারা সহিংসতার শিকার হয়। পশ্চিমবঙ্গে সাত দফার লোকসভা নির্বাচনে তিন দফা হয়ে গিয়েছে। তৃতীয় দফার নির্বাচনের আগে রাজ্যের দুই জেলায় মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। এতে একজন নাবালকের মৃত্যু হয়েছে। আহত কয়েকজন।

হুগলি জেলার পাণ্ডুয়ায় এক কিশোরের মৃত্যু হয়েছে দেশি বোমা বিস্ফোরণে। পুকুরের ধারে একটি বালতিতে মজুত করা ছিল বোমা। সেটাকে বল ভেবে ধরতে গিয়ে বিস্ফোরণে সঙ্গে সঙ্গে মারা যায় ১১ বছরের রাজ বিশ্বাস। গত সোমবারের এই ঘটনায় আহত হয় তার সঙ্গী রূপম বল্লভ ও সৌরভ চৌধুরী।

গত মঙ্গলবার মুর্শিদাবাদে তৃতীয় দফার ভোটমোটের ওপর নির্বিঘ্নে মিটেছিল। কিন্তু পরের দিন বিভিন্ন জায়গায় উত্তপ্ত হয়ে ওঠে। এই জেলার ভগবানগোলায় গুলি চালায় দুষ্কৃতীরা। এতে চার শিশু আহত হয়। এদের বয়স ছয় থেকে আট বছরের মধ্যে।

বছরের বিভিন্ন সময় বিস্ফোরণে শিশু-কিশোরদের আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। নির্বাচন এলে এই ধরনের ঘটনার আশঙ্কা বেড়ে যায়। বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তীব্র রেষারেষি চলে, তার জেরে সহিংসতার বলি হয় ছোট ছোট ছেলেমেয়েরা।

জাতীয় শিশু সুরক্ষা কমিশন গত মার্চে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে এই বিষয়ে স্মারকলিপি জমা দেয়। তারা দাবি করে, ৪০ জন শিশু ও কিশোর পশ্চিমবঙ্গে বোমা বিস্ফোরণের ফলে হতাহত হয়েছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজ্যে বহু সহিংসতার ঘটনা ঘটেছিল। কমিশনের দাবি, ভোট পরবর্তী অশান্তিতে ২৩ জন শিশু-কিশোর আক্রান্ত হয়। রাষ্ট্রপতির কাছে তথ্য পেশ করে কমিশনের চেয়ারপারসন প্রিয়ঙ্ক কানুনগো অভিযোগ করেন, পশ্চিমবঙ্গ সরকার শিশুদের স্বার্থ দেখছে না।

গত ডিসেম্বরে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন সংসদে একটি রিপোর্ট পেশ করে। সেখানে তারা দাবি করেছে, বোমা বিস্ফোরণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের জেলা প্রশাসন ও পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইছে না।

কমিশনের দাবি, অনেক ক্ষেত্রেই প্রশাসন বিষয়টি ধামাচাপা দিতে চায়। শিশু-কিশোররা আক্রান্ত হয়েছে এমন অন্তত ১৪টি ঘটনাকে স্থানীয় পুলিশ-প্রশাসন বোমা বিস্ফোরণ বলে স্বীকার করতে চায়নি। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে বলে দাবি করেছে।

জাতীয় কমিশন তাদের রিপোর্টে অনেকগুলি ঘটনার কথা দিন-তারিখ সহ উল্লেখ করেছে। উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়া রেল স্টেশনের কাছে বোমা বিস্ফোরণে এক শিশুর মৃত্যু হয়। ২০২২ সালের ২৪ অক্টোবরের ঘটনা।

২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি বীরভূম মল্লারপুরে বিস্ফোরণের মৃত্যু হয় সাত বছরের শিশুর। মে মাসে দক্ষিণ ২৪ পরগনা মহেশতলায় বিস্ফোরণ প্রাণ ছিনিয়ে নেয় ১০ বছরের নাবালকের।

২০২২ সালের নভেম্বরে উত্তর ২৪ পরগনার গ্রামে বিস্ফোরণে শিশু মৃত্যু হয়। দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে, ২০২২ সালের ২৮ অক্টোবর। বিস্ফোরণে পাঁচ শিশুর প্রাণ যায়।

বীরভূম জেলায় ১১ বছর বয়সের এক কিশোর মারা যায়। ২০২১ সালের মে মাসে। ছয় বছরের শিশুর বিস্ফোরণে মৃত্যু হয় এই জেলার রামপুরহাটে। ২০২২ সালের ফেব্রুয়ারি।

পূর্ব বর্ধমানের রসিকপুরে ২০২১ সালের মার্চে বিস্ফোরণের মৃত্যু হয় ১৭ বছরের কিশোর ও ছয় বছরের শিশুর। ২০২২ সালের মার্চে মালদহের কালিয়াচকে একটি শিশু বিস্ফোরণে মারা যায়।

রিপোর্টে আরও কিছু ঘটনার কথা উল্লেখ করেছে জাতীয় কমিশন, যেখানে বিস্ফোরণে শিশুরা আহত হয়েছে।

বিস্ফোরণের শিশু মৃত্যু নিয়ে রাজনীতি কম হয় না। তৃণমূল ও বিজেপি এ নিয়ে একে অপরকে নিশানা করে। রাজ্য ও জাতীয় শিশু সুরক্ষা কমিশন কার্যত দুই শিবিরের পক্ষ নিয়েই যেন তরজা চালাতে থাকে।

জাতীয় কমিশনের রিপোর্টকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে খারিজ করে দিয়েছে রাজ্য কমিশন। উপদেষ্টা অনন্যা চক্রবর্তী বলেছেন, ‘বিজেপি শাসিত রাজ্যে শিশুদের জাত, ধর্মের জন্য নিগ্রহের মারাত্মক ঘটনা ঘটে। এসব ঘটনার ক্ষেত্রে রাজ্য সরকার ব্যবস্থা নেয় না। তখন জাতীয় কমিশন চোখ বুজে থাকে।’

বিস্ফোরণের ঘটনায় রাজ্যের শাসক দলের যোগাযোগের কথাও সামনে এসেছে। বাড়িতে মজুত বোমা ফেটে মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়। তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ঝুমা খাতুন মারা যায়। ঝুমার মামা স্থানীয় তৃণমূল কর্মী আবুল হোসেন গায়েনকে গ্রেপ্তার করে।

যদিও জাতীয় কমিশনের দাবি, অনেক ক্ষেত্রেই পুলিশ যথাযথ ব্যবস্থা নেয় না। জাতীয় কমিশনের চেয়ারপারসন প্রিয়ঙ্ক কানুনগো বলেন, ‘খেলতে গিয়ে বিস্ফোরণ ঘটায় ছোট ছোট ছেলেমেয়েরা মারা যাচ্ছে। রাজ্য সরকার এ ব্যাপারে উদাসীন। তারা অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেয় না। গত কয়েক বছর ধরে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে শিশু অধিকারকে লংঘন করছে।’

রাজ্য শিশু সুরক্ষা কমিশনের নতুন চেয়ারপারসন তুলিকা দাস বলেন, ‘পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশন সপ্তাহে সাত দিন ২৪ ঘন্টা তৎপরতার সঙ্গে কাজ করে। এটা জাতীয় শিশু সুরক্ষা কমিশনের জানার কথা। কেন তারা রাষ্ট্রপতির কাছে গিয়ে এসব দাবি করেছেন, সেটা তারাই বলতে পারবে।’

তুলিকার বক্তব্য, ‘এমনি সময় কোনো ঘটনা ঘটলে আমরা পুলিশের কাছে দ্রুত রিপোর্ট চাই। রিপোর্ট পেলে সরকারকে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করি। ভোটের সময় ঘটনা ঘটলে নির্বাচন কমিশনকে আমরা আমাদের বক্তব্য জানাই।’

জাতীয় বা রাজ্য স্তরের বিভিন্ন কমিশন স্বশাসিত সংস্থা। এরা সরকারকে সুপারিশ করতে পারে। সরকার তা মানতে বাধ্য নয়। তবু অভিযোগ উঠছে, শাসক দলের স্বার্থ রক্ষা করে চলছে এসব কমিশন।

এর ফলে চাপানউতর চলতে থাকে। একইসঙ্গে বোমা বিস্ফোরণ হয় মাঝেমধ্যে। শিল্পী কবীর সুমনের ভাষায় ‘বোমাতন্ত্র’ কায়েম থাকে। তার জেরে অনেক মায়ের কোল খালি হয়। জাতীয় ও রাজ্য স্তরের দুটি সংস্থা থাকা সত্ত্বেও কেন এই পরিস্থিতি?

মানবাধিকার কর্মী রঞ্জিত শূর বলেন, ‘কেন্দ্র ও রাজ্যের শিশু সুরক্ষা কমিশনগুলো তাদের লক্ষ্য থেকে সরে এসেছে। এগুলো এখন সরকারের উপাঙ্গ হিসেবে কাজ করে। রাজ্য কমিশনের সদস্যরা একুশে জুলাইয়ের মঞ্চে যেতে যতটা উৎসাহী, শিশু সুরক্ষার ব্যাপারে ততটা নয়। তাদের লক্ষ্য শাসক দলের হয়ে রাজনৈতিক স্বার্থ রক্ষা করা। কেন্দ্রের ক্ষেত্রেও একই কথা বলা যায়। তাই তাদের কাছে অভিযোগ জানিয়ে সুরাহা হয়নি।’ ডয়চে ভেলে


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু
আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প
গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার
প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প
আরও

আরও পড়ুন

তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা

তনির বিয়ে নিয়ে যা বললেন নেটিজেনরা

ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু

ট্রাম্পের প্রতিশ্রুতিতে টিকটক সেবা আবার চালু

বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বিশেষ ক্ষমতা আইন ও শহীদ সবুজ হত্যা মামলায় নকলায় দুই সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান

আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

আজ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

বিলুপ্তির পথে দেশের সিনেমা হল

বিলুপ্তির পথে দেশের সিনেমা হল

যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

যেভাবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প

গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা  বিশ্ব স্বাস্থ্য সংস্থার

গাজায় স্বাস্থ্যব্যবস্থা পুনরুদ্ধার করা জটিল এবং চ্যালেঞ্জিং ,সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী

পঞ্চগড় হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগী

মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

মেডিকেলের ফল পুনঃপ্রকাশের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প

প্রথম দিনেই একগুচ্ছ নির্বাহী আদেশের প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প

ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

ড. ইউনূস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের

প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত

প্যারিসে জুলাই জার্নাল অব ডিক্টেটরশিপ প্রদর্শনী, যা সবার আয়োজন করা উচিত

বিরতির প্রথম দিন :  গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী  ট্রাক

বিরতির প্রথম দিন : গাজায় ঢুকলো সাড়ে ৫ শতাধিক ত্রাণবাহী ট্রাক

ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণপাড়ায় অগ্নিদগ্ধে গৃহবধূর মৃত্যু

আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন

আল-কাসসাম মুখপাত্র গাজা যুদ্ধবিরতি চুক্তি রক্ষার প্রতিশ্রুতি দিলেন

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ

ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ নিঃশ্বাসে ঢুকছে বিষ

মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে

মিরপুরে বাটা শো-রুমে লাগা আগুন নিভেছে

মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম

মিত্রদের জড়ো করুন, শত্রুদের চিহ্নিত করুন : মাহফুজ আলম

জয়া ও তার কুকুর একই অসুখে ভুগছে

জয়া ও তার কুকুর একই অসুখে ভুগছে