রাজকোটে গেমিং জোন অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৩২
২৬ মে ২০২৪, ১২:৪৫ পিএম | আপডেট: ২৬ মে ২০২৪, ১২:৪৫ পিএম
গুজরাতের রাজকোটে গেমিং জোন অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৩২। দেহগুলো এমন ভাবে ঝলসে গিয়েছে যে, বেশির ভাগই শনাক্ত করা যাচ্ছে না বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে টিআরপি গেম জোনের মালিক যুবরাজ সিংহ সোলাঙ্কি, ম্যানেজার নিতিন জৈন-সহ তিন জনকে। শীর্ষ আইপিএস কর্মকর্তা সুবাষ ত্রিবেদীর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন (সিট) করা হয়েছে।
রাজকোটের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার (এসিপি) বিনায়ক পটেল জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাদের দেহগুলি এমন ভাবে ঝলসে গিয়েছে যে, শনাক্ত করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। এসিপি বলেন, ‘দেহগুলি এমন ভাবে ঝলসে গিয়েছে যে, শনাক্ত করা যাচ্ছে না। ডিএনএর নমুনা সংগ্রহ করা হচ্ছে দেহগুলি শনাক্তকরণের জন্য। তিন জন এই ঘটনায় আহত হয়েছেন। তাদের অবস্থা স্থিতিশীল।’
রোববার ভোরেই ঘটনাস্থলে যান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। সেখান থেকে তিনি আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালেও যান। ঘটনাস্থলে এসেছিলেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভিও। তিনি জানিয়েছেন, এখনও এক জন নিখোঁজ রয়েছেন। তার কথায়, ‘আমাদের কাছে যা খবর এসেছে, তাতে জানতে পেরেছি যে, এখনও এক জন নিখোঁজ রয়েছেন। ধ্বংসস্তূপের নীচে আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আরও উদ্ধারকারী দলকে কাজে লাগানো হচ্ছে।’
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য রাজকোট এমসে ৩০টি আইসিইউ শয্যা প্রস্তুত রাখা হয়েছে। শুধু তাই-ই নয়, এমস কর্তৃপক্ষকে সব রকম সহযোগিতার জন্য নির্দেশও দেয়া হয়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যালন ডি’অর হয়তো ভিনিরই জেতা উচিত ছিল: গার্দিওলা
ভিনিসিয়ুসের ব্যালন ডি'অর না পাওয়ার কারণ জানাল ফ্রান্স ফুটবল
উত্তরা থেকে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার
ক্রাইম ধারার ফিল্মে মূল চরিত্রে রবার্ট প্যাটিনসন
ট্রোলিং মোকাবিলায় যা করেন অনন্যা
অ্যানিমেটর মাহেদী হাসানের কার্টুন সিরিজ
চুড়ান্ত ভর্তি শেষে ইবিতে আসন ফাঁকা ১০৩ টি
আবার শুরু হচ্ছে হা-শো
সাদিয়া আয়মান ও রনির প্রেমের গুঞ্জণ
জানুয়ারিতে হবে ফোক ফেস্ট
ভারতীয় বন্যহাতি প্রতিহত করেই আমাদের বাঁচতে হবে
শিক্ষার্থীদের মামলা প্রত্যাহার ও শিক্ষকের পদত্যাগ দাবি
বরগুনায় স্কুলছাত্রীর হত্যাকারী বিচার দাবি
কয়লাখনির পাশের ক্ষতিগ্রস্ত ১২ গ্রামবাসীর ক্ষতিপূরণ দাবি
উপকূলীয় জনপদে শোভা পাচ্ছে কাশফুলের শুভ্রতা
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার অফিস খুলে সমকামীদের প্রমোট করার আত্মঘাতী সিদ্ধান্ত নিলে জনগণ রুখে দিবে
শেখ হাসিনার প্রত্যেক্ষ হুকুমে সংঘটিত দেশব্যাপী সেই নারকীয় হত্যাকাণ্ড!
ব্যবসা নয়, ধর্ম মন্ত্রণালয়ের কাজ হচ্ছে হাজীদের সেবা করা : ধর্ম উপদেষ্টা
গফরগাওয়ে আওয়ামী সন্ত্রাসীদের বিচার দাবি ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল
ক্যাম্পাসকে র্যাগিং ও মাদকমুক্ত ঘোষণা নতুন ভিসির