আচমকা পদত্যাগ করলেন ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক
০৪ জুন ২০২৪, ০৯:১১ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ০৯:১১ এএম
আচমকা পদত্যাগ করলেন বিখ্যাত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক স্যালি বুজবি। যিনি জনপ্রিয় মার্কিন সংবাদমাধ্যমটির ১৫০ বছরের ইতিহাসে প্রথম নারী নির্বাহী সম্পাদক ছিলেন। আচমকাই পদত্যাগ করলেন স্যালি বুজবি।
রোববার ওয়াশিংটন পোস্ট তাদের ওয়েব সাইটে এ তথ্য দিয়েছেন। বিবৃতিতে জানানো হয়েছে, আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে চলা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ওয়াল স্ট্রিট জার্নালের প্রাক্তন এডিটর-ইন-চিফ ম্যাট মারে বুজবির জায়গায় নিয়োগ হবেন। চলতি বছরের জানুয়ারিতে এই বিখ্যাত সংবাদমাধ্যমের দায়িত্ব নিয়েছিলেন সিইও ও প্রকাশক উইলিয়াম লুইস। সংস্থার দায়িত্ব নেয়ার পর এটাই এ পর্যন্ত নেয়া তার সবচেয়ে বড় পদক্ষেপ।
তবে নির্বাহী সম্পাদক ঠিক কী কারণে পদত্যাগ করলেন তা জানা যায়নি। বুজবি ২০২১ সালে আমেরিকার এই সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ১৫০ বছরের মধ্যে বুজবিই ছিলেন ওয়াশিংটন পোস্টের প্রথম মহিলা সম্পাদক। এ প্রসঙ্গে ওয়াল স্ট্রিট জার্নালের প্রাক্তন সম্পাদক-ইন-চিফ, লুইস জানিয়েছেন, তিনি নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদকের পদ গ্রহণ করছেন৷ এমনকী অ্যাসোসিয়েটেড প্রেসের প্রাক্তন শীর্ষ সম্পাদক বুজবির প্রস্থানের কোনও কারণ জানায়নি। কর্মীদেরকে একটি ইমেলে, লুইস বলেছিলেন যে তিনি এই বছর ‘নিউজরুমের একটি নতুন বিভাগ’ চালু করার পরিকল্পনা করছেন। নতুন অপারেশনটি প্রথাগত নিউজরুম এবং সম্পাদকীয়/মতামত বিভাগ থেকে আলাদা হবে। এটি এআই ব্যবহার করার সময় পরিষেবা এবং সামাজিক মিডিয়া সাংবাদিকতার উপর ফোকাস করবে। আর ম্যাট মারে নির্বাচনের পর নতুন বিভাগের তত্ত্বাবধান করবেন।
লুইসের মতে, যখন ‘কোর কভারেজ এলাকা’ যেমন রাজনীতি, ব্যবসা এবং বৈশিষ্ট্যগুলি টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের একজন অভিজ্ঞ রবার্ট উইনেট তত্ত্বাবধান করবেন। সম্প্রতি লুইস ওয়াশিংটন পোস্টের জন্য গত এক বছরে বড় ক্ষতির কথা স্বীকার করেছেন। যার পরিমাণ প্রায় ৭৭ মিলিয়ন ডলার।সংবাদ সংস্থাটি বলেছে যে, সাম্প্রতিক মাস গুলিতে লুইস অন্যান্য প্রাক্তন ডাও জোন্স সহকর্মীদেরও গুরুত্বপূর্ণ পোস্ট কর্পোরেট পদে নিয়োগ করেছেন। জানা গিয়েছে, ২০২১ সালে সংবাদপত্রটিতে নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেয়ার আগে বুজবি অ্যাসোসিয়েটেড প্রেসে তিন দশক কাজ করেছেন। বুজবির নেতৃত্বে ওয়াশিংটন পোস্ট এ পর্যন্ত ছয়টি পুলিৎজার পুরস্কার জিতেছে। তার মধ্যে তিনটিই গত মাসে পেয়েছে সংবাদমাধ্যমটি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
'দেশ নতুনভাবে সংস্কার করে জনগণের ইচ্ছে স্বাধীন ভোট নিশ্চিত করতে চাই' : জাকের পার্টির মহাসচিব
বুকের ব্যাথায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু
তালায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক
শহীদের রক্ত ইসলামের বিজয় নিশ্চিত করবে - মুহাম্মদ শাহজাহান
সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে : কুমিল্লায় জামায়াতের সেক্রেটারি জেনারেল
নিজের বিচার দাবিতে স্লোগান শুনে ‘হাততালি’ দিলেন সাবেক এমপি একরাম চৌধুরী
শেরপুরে দুই মোটরসাইকেলের ওভারটেকিং করতে গিয়ে নারীর মৃত্যু আহত ৩
টানা দ্বিতীয়াবার সাফের মুকুট জিতল বাংলাদেশ
বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ শুটকি মাছের চালান জব্দ
জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে : প্রধান উপদেষ্টাকে ভলকার টুর্ক
'মেয়ের জন্য হলেও নতুন করে সংসার বাঁধতে চায় বাঁধন'
আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে: আমিনুল হক
ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো
ইসলাম দেশ ও মানবতাবিরোধী কোন চক্রান্ত মেনে নেয়া হবে -পীর সাহেব চরমোনাই
বেশিরভাগ ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না হওয়ায় মানুষ আইনি সুফল থেকে বঞ্চিত
‘ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে’
কুষ্টিয়ায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নামাজে জামাতের সময় কাতার সোজা করা প্রসঙ্গে?
জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ইসলামী ব্যাংকের ১০০ কোটি টাকা লোকসান