প্রথম কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ, অসাধ্যসাধন করল জাপান
০৪ জুন ২০২৪, ১০:২৫ এএম | আপডেট: ০৪ জুন ২০২৪, ১০:২৫ এএম
ঘোষণা হয়ে গিয়েছিল আগেই। তার পর কয়েক মাসই কেটেছে মাত্র। মহাকাশ গবেষণায় এবার অসাধ্যসাধন করল জাপান। পরিবেশ বান্ধব, কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ তৈরি করে সাড়া ফেলল তারা। এই প্রথম কাঠ দিয়ে তৈরি করা হল আস্ত একটি কৃত্রিম উপগ্রহ। আগামী সপ্তাহেই জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা-র হাতে কাঠের তৈরি ওই কৃত্রিম উপগ্রহ তুলে দেয়া হবে। এর পর, এবছরই সেটি পাঠানো হবে মহাকাশে।
মহাকাশ গবেষণার জগতে একাধিক বার কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ তৈরির কথা উঠে এসেছে। সেই ভাবনাকে বাস্তবায়িত করে দেখাল জাপান। এ বছরের গোড়ায় কাঠ দিয়ে তৈরি কৃত্রিম উপগ্রহের মডেলের ছবি প্রকাশ করে তারা, যার নাম রাখা হয়েছে লিঙ্গোস্যাট প্রোব। মঙ্গলবার সেটির পূর্ণাঙ্গ রূপ তুলে ধরা হল সকলের সামনে। কিয়োটো ইউনিভার্সিটির গবেষকরা কাঠ দিয়ে কৃত্রিম উপগ্রহটি তৈরি করেছেন, তাতে সাহায্য করেছে সুমিতোমো ফরেস্ট্রি। ২৫ মে সাংবাদিক বৈঠক করে কাঠের কৃত্রিম উপগ্রহটি তুলে ধরা হয় সকলের সামনে।
সাংবাদিক বৈঠকে কিয়োটো ইউনিভার্সিটির জ্যোতির্বিজ্ঞানী তথা অধ্যাপক তাকাও দোই বলেন, ‘ধাতব নয়, এমন কৃত্রিম উপগ্রহের ব্য়বহার বাড়ানো উচিত।’ তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহেই জাক্সা-র হাতে তুলে দেয়া হবে কাঠের কৃত্রিম উপগ্রহটিকে। এর পর, আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে, ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স রকেটে চাপিয়ে সেপ্টেম্বর মাসে সেটিকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠানো হবে।
আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে এর পর মহাশূন্যে বের করা হবে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহটিকে। সেটির শক্তি এবং স্থায়িত্ব পরীক্ষা করে দেখা হবে। সুমিতোমো ফরেস্ট্রির মুখপাত্র জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহ থেকে সরাসরি পৃথিবীতে বিজ্ঞানীদের হাতে তথ্য় এসে পৌঁছবে। কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহটি মহাশূন্যে টিকে থাকতে পারে কিনা, তারমাত্রার হেরফেরে তার উপর কী প্রভাব পড়ে, খতিয়ে দেখবেন বিজ্ঞানীরা।
মহাকাশ থেকে ছিটকে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করলে সব কৃত্রিম উপগ্রহই পুড়ে যায়, যা থেকে অ্যালুমিনিয়ামের কণা ছড়িয়ে যায় সর্বত্র। বায়ুমণ্ডলের উপরিস্তরে বহু বছর ভেসে থাকে সেগুলি, যা পৃথিবীর পরিবেশকেও প্রভাবিত করে। সেই সমস্যা থেকে মুক্তি পেতেই কাঠের কৃত্রিম উপগ্রহ তৈরির কাজে হাত দেয় জাপান। বিভিন্ন ধরনের কাঠ নিয়ে পরীক্ষানিরীক্ষা চলে। শেষ পর্যন্ত হিমচাঁপা গাছের কাঠ পরীক্ষায় উতরে যায়। ওই কাছ সহজে ক্ষয়ে যায় না, ক্ষতিগ্রস্ত হয় না, তার ভরেরও কোনও পরিবর্তন হয় না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক স্পেস স্টেশনেও ওই হিমচাঁপা কাঠ পাঠানো হয়। সেখানে এক বছর ধরে পরীক্ষা নিরীক্ষা চলে। ওই কাঠ আবার পৃথিবীতে ফেরত পাঠানো হয়। সামান্য ঘর্ষণ ছাড়া সেভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এর পরই কাজে হাত দেন বিজ্ঞানীরা।
সেপ্টেম্বরে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহটির উৎক্ষেপণ হবে বলে জানা গিয়েছে। তবে মঙ্গলবারই যৌথ ভাবে আরও একটি অত্যাধুনিক কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ করেছে জাক্সা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি। জলবায়ু পরিবর্তনকে ঠেকাতে কীভাবে মেঘকে কাজে লাগানো যায়, আর্থকেয়ার নামের কৃত্রিম উপগ্রহ সেই নিয়ে গবেষণা করবে। আগামী তিন বছর পৃথিবীর ২৫০ মাইল উপরে অবস্থান করবে সেটি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
অধ্যক্ষ নিয়োগে ফুঁসে উঠেছে রংপুর মেডিকেল কলেজ
'দেশ নতুনভাবে সংস্কার করে জনগণের ইচ্ছে স্বাধীন ভোট নিশ্চিত করতে চাই' : জাকের পার্টির মহাসচিব
বুকের ব্যাথায় নোবিপ্রবি ছাত্রের মৃত্যু
তালায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত এক
শহীদের রক্ত ইসলামের বিজয় নিশ্চিত করবে - মুহাম্মদ শাহজাহান
সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে : কুমিল্লায় জামায়াতের সেক্রেটারি জেনারেল
নিজের বিচার দাবিতে স্লোগান শুনে ‘হাততালি’ দিলেন সাবেক এমপি একরাম চৌধুরী
শেরপুরে দুই মোটরসাইকেলের ওভারটেকিং করতে গিয়ে নারীর মৃত্যু আহত ৩
টানা দ্বিতীয়াবার সাফের মুকুট জিতল বাংলাদেশ
বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত বিপুল পরিমাণ শুটকি মাছের চালান জব্দ
জুলাই-আগস্টের গণহত্যার প্রতিবেদন ডিসেম্বরে : প্রধান উপদেষ্টাকে ভলকার টুর্ক
'মেয়ের জন্য হলেও নতুন করে সংসার বাঁধতে চায় বাঁধন'
আওয়ামী লীগ সব বিএনপি হয়ে গেছে: আমিনুল হক
ব্যান্ডউইথের মূল্য পরিশোধে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি
স্বর্ণের দামে রেকর্ড, ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো
ইসলাম দেশ ও মানবতাবিরোধী কোন চক্রান্ত মেনে নেয়া হবে -পীর সাহেব চরমোনাই
বেশিরভাগ ভোজ্যতেল ভিটামিন ‘এ’ সমৃদ্ধ না হওয়ায় মানুষ আইনি সুফল থেকে বঞ্চিত
‘ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে’
কুষ্টিয়ায় প্রকাশ্যে দুই ভাইকে কুপিয়ে হত্যা
নামাজে জামাতের সময় কাতার সোজা করা প্রসঙ্গে?