“মুসলিমরা ভোট দেয়নি, ওদের সাহায্য নয়” নীতীশের সাংসদের কথায় তপ্ত বিহার
১৮ জুন ২০২৪, ১১:৫৪ এএম | আপডেট: ১৮ জুন ২০২৪, ১১:৫৪ এএম
‘আগামী পাঁচ বছর যাদব ও মুসলিমদের জন্য কাজ করব না। কারণ ওরা আমাকে ভোট দেয়নি। আমারও ওদের ভালমন্দ দেখার দায় নেই।’ প্রকাশ্য অনুষ্ঠানে এমনই বলেছেন বিহারের এক সদ্য জয়ী এক সাংসদ। তিনি রাজ্যের উত্তর প্রান্তের লোকসভা কেন্দ্র সীতামারির সাংসদ দেবেশচন্দ্র ঠাকুর। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেডের এই সাংসদের কথা নিয়ে সমালোচনার ঝড় বইছে বিহারে। কিন্তু প্রৌঢ় সাংসদ তাঁর অবস্থানে অবিচল। ‘নো ভোট-নো ওয়ার্ক।’
সীতামারি একটি মিশ্র এলাকা। সেখানে সব ধর্ম-সম্প্রদায়ের মানুষ কম-বেশি আছেন। প্রাক্তন সাংসদ ঠাকুরের বক্তব্য, ভোটের বুথ ভিত্তিক ফল বিশ্লেষণ করে তিনি বুঝতে পেরেছেন যাদব ও মুসলিমরা তাঁকে সমর্থন করেনি। তিনি নিজেই জানিয়েছেন, এক মুসলিম ব্যক্তি দিন কয়েক আগে একটি বিষয়ে সাহায্য চাইতে তাঁর বাড়িতে এসেছিলেন। তিনি তাঁকে সাফ বলে দিয়েছেন, এসেছেন ভাল কথা। চা-জল খান। কিন্তু আমার কাছ থেকে কোনও সহায়তা আশা করবেন না। কারণ, আপনারা আমাকে ভোট দেননি।
রাজনীতিতে এমন দৃষ্টান্ত অবশ্য নতুন নয়। ২০১৯-এর নির্বাচনী প্রচারে উত্তর প্রদেশের সীতামারীতে বিজেপি নেত্রী মানেকা গান্ধী প্রকাশ্য সভায় মুসলিমদের হুঁশিয়ারি দিয়েছিলেন, আমাকে ভোট না দিলে আমি আপনাদের জন্য কোনও কাজ করব না। মানেকার সেই মন্তব্যের জন্য নির্বাচন কমিশন সতর্ক করেছিল তাঁকে। আবার অনেক এমপি, এমএলএ প্রকাশ্যে কিছু না বললেও যে সব এলাকা থেকে ভোট পাননি সেখানকার উন্নয়ন নিয়ে উদাসীন থাকে। যে কারণে বারে বারেই নির্বাচন কমিশনের কাছে দাবি করা হয়েছে, বুথ ভিত্তিক ফল প্রকাশ বন্ধ করে এক সঙ্গে গণনা করতে।
বিহারে এমনিতেই যাদব ও মুসলিমরা লালুপ্রসাদের আরজেডি বাদে অন্য দলকে তেমন একটা ভোট দেন না। কংগ্রেস ও বাম দলগুলির বাইরে জেডিইউ-র প্রার্থীরা কিছু এলাকায় এই দুই সম্প্রদায়ের সমর্থন পেয়ে আসছিলেন। কিন্তু এবার জেডিইউ-র প্রার্থীদেরও বিমুখ করে ওই দুই সম্প্রদায়। আসলে এবার প্রচারে বিজেপির ধর্মীয় মেরুকরণের তেজ এতটাই বেশি ছিল যে মুসলিম ও যাদবেরা সদলবলে ইন্ডি জোটের প্রার্থীদের সমর্থন করে। অন্য কোনও দল তাদের কাছে গুরুত্ব পায়নি। ফলে জেডিইউ-র বিজয়ী অন্য প্রার্থীরাও এবার মুসলিম ও যাদবদের সমর্থন হারিয়েছেন। সীতামারির সাংসদ তাঁদেরই একজন।
তাঁর মন্তব্য নিয়ে সমালোচনায় মুখর হয়েছে বিরোধী দলগুলি। তাঁকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছে বিরোধী দলের নেতারা। সাংসদ পদ বাতিলেরও দাবি জানিয়েছেন কেউ কেউ। আরজেডি বলেছে, সীতামারিতে তো বটেই, ওই সাংসদকে লোকসভাতেও জবাব দেবে তারা। বিতর্কের মুখে নীতীশের দল বলেছে, ক্ষোভ-অভিমান থেকে ঠাকুর ওই কথা বলেছেন। আসলে তিনি সকলের জন্য কাজ করেন। মুসলিম ও যাদবদের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক। কিন্তু এবার ওই দুই সম্প্রদায় পুরোপুরি বিমুখ করায় তিনি আবেদ-অভিমানে ওই কথা বলে ফেলেছেন। এসব কথা না বললেই ভাল হত।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সত্যিকার সাংবাদিকের কোন বন্ধু নেই,সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে শীর উঁচু করে দাড়াঁতে হবে
মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাইলে আল্লাহর আইনে দেশ চালাতে হবে: সেলিম উদ্দিন
সউদিতে নিষিদ্ধ হলো ভারতীয় সিনেমা, 'ভুলভুলাইয়া ৩' এবং 'সিংহাম এগেইন'
সবকিছু পুনর্গঠন করতে হলে সবার আগে জাতিগত উন্নয়ন দরকার : পলিসি ডায়ালগে বক্তারা
কক্সবাজারকে নিরাপদ পর্যটন শহর হিসেবে গড়ে তোলা হবে -জেলা প্রশাসক কক্সবাজার
চাঁদপুর মেঘনায় ইলিশ শিকারের দায়ে ১০ জেলে আটক
দেশের প্রথম ব্লকচেইন অ্যাকাডেমি প্রতিষ্ঠা করতে ব্র্যাক ইউনিভার্সিটি ও নাইজেলা ওয়ার্ল্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর
আমরা জামায়াতের সঙ্গে মহা ঐক্য চাই : সৈয়দ এহসানুল হুদা
দলীয় নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা : যুবদল সভাপতি
ইউসিমাস জাতীয় ম্যাথ প্রতিযোগিতায় পুরস্কার পেল বগুড়ার ১২ শিক্ষার্থী
ডিজেল ও কেরোসিনের দাম কমাল সরকার
বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার
ছাত্র-জনতার ফ্যাসিবাদ বিরোধী মিছিলে হামলার জেরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন-ভাঙচুর
বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আদর্শিক ছাত্র জনতার ভূমিকা রাখতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
রাজবাড়ীতে পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারনার অভিযোগে আনসার সদস্যসহ ৪জন গ্রেপ্তার
পতিত সরকারের ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, অনুসন্ধান শুরু করেছে সিআইডি
কালিয়াকৈরে বিএনপি নেতা সাইয়েদুল আলম বাবুলকে সংবর্ধনা
পিএসসি’র আরও ৫ সদস্য নিয়োগ
জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করুন
বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে আসছেন সাফজয়ী নারী দল