জাপানে দ্রুত ছড়িয়ে পড়ছে ‘মাংসখেকো ব্যাকটেরিয়া’
১৮ জুন ২০২৪, ০২:১২ পিএম | আপডেট: ১৮ জুন ২০২৪, ০২:১২ পিএম
পূর্ব এশিয়ার দেশ জাপানে দ্রুত ছড়িয়ে পড়ছে মাংসখেকো ব্যাকটেরিয়া। বৈজ্ঞানিকভাবে এই ব্যাকটেরিয়াটি দ্বারা ছড়ানো রোগের নাম স্ট্রেপটোকক্কাল টক্সিক শক সিনড্রোম (এসটিএসএস)। বিজ্ঞানীরা এই ব্যাকটেরিয়াকে ‘মাংসখেকো ব্যাকটেরিয়া’ হিসেবে অভিহিত করে থাকেন। এখন পর্যন্ত জাপানজুড়ে প্রায় ১ হাজার ব্যক্তি আক্রান্ত হয়েছেন এ ধরনের ব্যাকটেরিয়া দ্বারা।
জাপানি স্বাস্থ্য বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এই রোগ খুব দ্রুত ছড়ায় এবং খুব বেশি সময় না নিয়ে এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত ব্যক্তি মারা যান। চলতি বছরের ২ জুন নাগাদ, জাপানের এই রোগে আক্রান্ত ৯৭৭ জনকে শনাক্ত করা হয়েছে। গত বছরও এই রোগে আক্রান্ত হয়েছিল ৯৪১ জন।
এক ধরনের স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়ানো এই রোগের বেশ কিছু লক্ষণ আছে। তবে স্ট্রেপটোকক্কাল টক্সিক শক সিনড্রোম শুরু হয় মূলত এই ব্যাকটেরিয়া মানুষের বিভিন্ন কলা বা টিস্যু ও রক্তপ্রবাহে ঢুকে যাওয়ার পর। মানুষের টিস্যু ও রক্তপ্রবাহে ঢুকে যাওয়ার পর এই ব্যাকটেরিয়া এক ধরনে বিষাক্ত উপাদান ছড়িয়ে দেয়।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুসারে, এই বিষয়ক্রিয়া মানুষের শরীরে তীব্র ও বিপজ্জনক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে এই রোগটি এক মানুষ থেকে অন্য মানুষে খুব সহজে ছড়ায় না। সহজ ভাষায় বলতে গেলে, এটি ছোঁয়াচে রোগ নয়। সাধারণত, এই রোগের প্রকাশ প্রায় সামান্য জ্বরের মাধ্যমে।
এ ছাড়া, মাংস পেশিতে ব্যথা, খিঁচুনি, মাথাব্যথা, বমি ইত্যাদি লক্ষণও দেখা দিতে পারে। উপযুক্ত সময়ে চিকিৎসা না হলে, পরবর্তী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এর কারণে মানুষের শরীরে নিম্ন রক্তচাপ, অর্গান ফেইলিওর, হৃৎপিণ্ডের তীব্র গতি এবং দ্রুত শ্বাস-প্রশ্বাসের মতো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
এর বাইরে এই ব্যাকটেরিয়ার কারণে শিশুদের ক্ষেত্রে গলায় ফুসকুড়ির মতো ঘা দেখা দিতে পারে। কিন্তু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রত্যেক অঙ্গপ্রত্যঙ্গে ব্যথা, গলা ফুলে যাওয়া, জ্বর আসতে পারে। এর ফলে, মানুষের শরীরের বিভিন্ন টিস্যু খুব দ্রুত মারা যেতে পারে এবং পঞ্চাশোর্ধ্ব ব্যক্তিদের ক্ষেত্রে মৃত্যুর কারণও হতে পারে অনেক সময়।
এই ব্যাকটেরিয়ায় আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে অনেক দ্রুত চিকিৎসা নেওয়া হলে এর প্রভাব ও জটিলতা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব। স্ট্রেপটোকক্কাল টক্সিক শক সিনড্রোম প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো—স্বাস্থ্যবিধি অনুসরণ করা। যেমন, নিয়মিত হাত ধোয়া এবং কাশি এবং হাঁচি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা ইত্যাদি।
স্ট্রেপটোকক্কাল টক্সিক শক সিনড্রোমের চিকিৎসার মধ্যে ব্যাকটেরিয়া মারার জন্য ইন্ট্রাভেনাস থেরাপির মাধ্যমে শক্তিশালী অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। রোগীরা তাদের রক্তচাপ স্থিতিশীল করতে এবং তাদের অঙ্গগুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করার জন এই অ্যান্টিবায়োটিক দেওয়া। তবে সংক্রমণ গুরুতর হয়ে গেলে সংক্রামিত টিস্যু অপসারণ ও পরবর্তী সমস্যা প্রতিরোধের জন্য অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সত্যিকার সাংবাদিকের কোন বন্ধু নেই,সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে শীর উঁচু করে দাড়াঁতে হবে
মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাইলে আল্লাহর আইনে দেশ চালাতে হবে: সেলিম উদ্দিন
সউদিতে নিষিদ্ধ হলো ভারতীয় সিনেমা, 'ভুলভুলাইয়া ৩' এবং 'সিংহাম এগেইন'
সবকিছু পুনর্গঠন করতে হলে সবার আগে জাতিগত উন্নয়ন দরকার : পলিসি ডায়ালগে বক্তারা
কক্সবাজারকে নিরাপদ পর্যটন শহর হিসেবে গড়ে তোলা হবে -জেলা প্রশাসক কক্সবাজার
চাঁদপুর মেঘনায় ইলিশ শিকারের দায়ে ১০ জেলে আটক
দেশের প্রথম ব্লকচেইন অ্যাকাডেমি প্রতিষ্ঠা করতে ব্র্যাক ইউনিভার্সিটি ও নাইজেলা ওয়ার্ল্ডের মধ্যে চুক্তি স্বাক্ষর
আমরা জামায়াতের সঙ্গে মহা ঐক্য চাই : সৈয়দ এহসানুল হুদা
দলীয় নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা : যুবদল সভাপতি
ইউসিমাস জাতীয় ম্যাথ প্রতিযোগিতায় পুরস্কার পেল বগুড়ার ১২ শিক্ষার্থী
ডিজেল ও কেরোসিনের দাম কমাল সরকার
বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার
ছাত্র-জনতার ফ্যাসিবাদ বিরোধী মিছিলে হামলার জেরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন-ভাঙচুর
বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আদর্শিক ছাত্র জনতার ভূমিকা রাখতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
রাজবাড়ীতে পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারনার অভিযোগে আনসার সদস্যসহ ৪জন গ্রেপ্তার
পতিত সরকারের ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, অনুসন্ধান শুরু করেছে সিআইডি
কালিয়াকৈরে বিএনপি নেতা সাইয়েদুল আলম বাবুলকে সংবর্ধনা
পিএসসি’র আরও ৫ সদস্য নিয়োগ
জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করুন
বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে আসছেন সাফজয়ী নারী দল