ইরানে প্রেসিডেন্ট নির্বাচন : সর্বোচ্চ ভোট পেতে পারেন সংস্কারবাদী মাসুদ

Daily Inqilab অনলাইন ডেস্ক

২৯ জুন ২০২৪, ১০:৩৯ এএম | আপডেট: ২৯ জুন ২০২৪, ১০:৩৯ এএম

হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির মৃত্যুর ৪০ দিন পর ইরানে গতকাল শুক্রবার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট-গ্রহণ হয়েছে। স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও পরে সময় বাড়ানো হয়। এই নির্বাচনে সংস্কারবাদী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান সর্বোচ্চ ভোট পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ‘প্রাইভেট রিপাবলিকান গার্ড পোলিংয়ে’ এ তথ্য উঠে এসেছে।

হাতে ব্যালট গণনা হবে বলে এই নির্বাচনের ফল পেতে আজ শনিবার পর্যন্ত সময় লাগতে পারে। খবর আলজাজিরা, রয়টার্স ও মিডল ইস্ট আইয়ের।

নিয়ম অনুযায়ী, ক্ষমতাসীন প্রেসিডেন্টের চার বছরের মেয়াদ শেষে ইরানে আগামী বছরের জুনে নতুন নির্বাচন হওয়ার কথা ছিল। তবে গত ১৯ মে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর আগাম নির্বাচন হলো। সংবিধান অনুযায়ী, ৫০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা ছিল।

নির্বাচনে ছয়জনকে প্রার্থী হওয়ার অনুমতি দিয়েছিল কর্তৃপক্ষ। পরে দুজন প্রার্থিতা প্রত্যাহার করেন। শুক্রবার প্রতিদ্বন্দ্বিতা করেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, আইন-প্রণেতা মাসুদ পেজেশকিয়ান, জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা সাইদ জালিলি এবং নিরাপত্তা কর্মকর্তা মোস্তফা পুরমোহাম্মদি।

নির্বাচনে সংস্কারপন্থীদের প্রার্থিতা দিতে অনীহা, নানা অর্থনৈতিক সংকট এবং ইরান-জুড়ে চলা প্রাণঘাতী বিক্ষোভকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে হতাশা রয়েছে। এর আগে ২০২১ সালের নির্বাচনে ৪৮ শতাংশের কিছু বেশি ভোটার উপস্থিতি ছিল, যা ইরানের কোনো প্রেসিডেন্ট নির্বাচনে সর্বনিম্ন ভোটার উপস্থিতি।

ইরানের সংবিধান অনুযায়ী, নির্বাচনের প্রথম ধাপে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে মোট ভোটের ৫০ শতাংশ ভোট পেতে হবে। কেউ যদি এই ‘ম্যাজিক ফিগার’ স্পর্শ করতে না পারেন তা হলে নির্বাচন গড়াবে দ্বিতীয় ধাপে। যা রানঅফ নামে পরিচিত। এই রানঅফে লড়বেন নির্বাচনের প্রথম ধাপে সর্বোচ্চ ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীরা। নির্বাচন দ্বিতীয় ধাপে গড়ালে, আগামী ৫ জুলাই রান-অফের তারিখ নির্ধারণ করা আছে।

আন্তর্জাতিক অঙ্গনে ইরানের প্রেসিডেন্টের ভূমিকা বড় করে দেখা হলেও দেশের প্রকৃত ক্ষমতা থাকে সর্বোচ্চ ধর্মীয় নেতার হাতে। পররাষ্ট্র বা পারমাণবিক নীতি ও সরকারের বিভিন্ন শাখার নিয়ন্ত্রণ, সামরিক, গণমাধ্যম ও বিভিন্ন আর্থিক সম্পদের বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত দেন। রয়টার্সের এক প্রতিবেদন বলছে, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ কেউ এই নির্বাচনে জয় পাবেন বলেই ধারণা করা হচ্ছে। অর্থাৎ এ নির্বাচনের ফল খামেনির উত্তরাধিকারকে প্রভাবিত করবে।

খামেনির বর্তমান বয়স ৮৫ বছর। ধারণা করা হচ্ছে, যিনি ইরানের প্রেসিডেন্ট হবেন, তিনি পরবর্তী সময়ে খামেনির উত্তরসূরি নির্বাচনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকবেন। এবারের নির্বাচনের আগে খামেনি তাই প্রার্থী হিসেবে তার রক্ষণশীল ধারণা পোষণ করে এমন ব্যক্তিদের আধিপত্য নিশ্চিত করেছেন।

সংস্কারবাদী মাসুদ জরিপে এগিয়ে : ইরানের এই প্রেসিডেন্ট নির্বাচনে যেসব প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে মাসুদ পেজেশকিয়ানই একমাত্র সংস্কারবাদী। ‘প্রাইভেট রিপাবলিকান গার্ড পোলিংয়ে’ দেখা যাচ্ছে, তিনি সর্বোচ্চ ভোট পেতে পারেন। যদিও এই তথ্যটি জনসাধারণের জন্য প্রকাশ হয়নি। তবে এটির ফলাফলটি দেখেছে মিডল ইস্ট আই। এতে দেখা গেছে মাসুদ পেজেশকিয়ান পেতে পারেন ৩৭ শতাংশ ভোট। এর ফলে নির্বাচনে যদি রানঅফে গড়ায় তা হলে সেখানে তার জয়ের সম্ভাবনা বাড়বে।

এদিকে মাসদাদের ফেরদৌসি বিশ্ববিদ্যালয়ের চালানো একটি জরিপে দেখা গেছে মাসুদ ৪২ দশমিক ৩ শতাংশ ভোট পাবেন। ১৯৮০ সালে ইরাক-ইরান যুদ্ধে যোদ্ধা এবং চিকিৎসক হিসেবে কাজ করেছেন মাসুদ।

মিডল ইস্ট আই বলছে, রক্ষণশীল প্রার্থীদের মধ্য থেকেই কেউ যেন প্রেসিডেন্ট হতে পারেন সে জন্য তাদের এক হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছেন রক্ষণশীল নেতারা। কিন্তু তা সত্ত্বেও মোহাম্মদ বাকের কালিবাফ এবং সাঈদ জালিলি নিজেদের অবস্থান ধরে রেখেছেন। যা রক্ষণশীলদের ভোট ব্যাংকের ক্ষতি করছে।


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

জঙ্গি দমনে বিশ্বে রোল মডেল পরিচিত পেয়েছে: ডিএমপি কমিশনার

জঙ্গি দমনে বিশ্বে রোল মডেল পরিচিত পেয়েছে: ডিএমপি কমিশনার

মাগুরায় জনগণের প্রচেষ্টায় মৃতপ্রায় খালের প্রাণ ফিরে পেল

মাগুরায় জনগণের প্রচেষ্টায় মৃতপ্রায় খালের প্রাণ ফিরে পেল

মরেও রেহাই নেই! গণপিটুনিতে মৃত মুসলিম যুবকের বিরুদ্ধেই মামলা ভারতে

মরেও রেহাই নেই! গণপিটুনিতে মৃত মুসলিম যুবকের বিরুদ্ধেই মামলা ভারতে

সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

সর্বাত্মক কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

ইউরোপে নতুন দক্ষিণপন্থি জোটের ঘোষণা ওরবানের

ইউরোপে নতুন দক্ষিণপন্থি জোটের ঘোষণা ওরবানের

ফ্রান্সে নির্বাচনের প্রথম ধাপে অতি ডানপন্থীদের জয়

ফ্রান্সে নির্বাচনের প্রথম ধাপে অতি ডানপন্থীদের জয়

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দর্জির মৃত্যু

রাজবাড়ীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দর্জির মৃত্যু

মাগুরার বেরইল পলিতা থেকে এক তরুণীর খন্ডিত মরদেহ উদ্ধার

মাগুরার বেরইল পলিতা থেকে এক তরুণীর খন্ডিত মরদেহ উদ্ধার

৪ দিনের সফরে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনীর প্রধান

৪ দিনের সফরে বাংলাদেশে ভারতীয় নৌবাহিনীর প্রধান

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ, জঙ্গি হামলার শঙ্কা নেই

বাংলাদেশ বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ, জঙ্গি হামলার শঙ্কা নেই

নড়াইলে শূকর চড়াতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু

নড়াইলে শূকর চড়াতে গিয়ে বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে মাঝারী থেকে ভারী বৃষ্টি, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে মাঝারী থেকে ভারী বৃষ্টি, বন্দরে ০৩ নম্বর সতর্ক সংকেত

প্রধান দুই প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়েই চিন্তায় মার্কিন ভোটাররা

প্রধান দুই প্রেসিডেন্ট প্রার্থীকে নিয়েই চিন্তায় মার্কিন ভোটাররা

রাবি শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে ৪০ ভুল

রাবি শিক্ষক সমিতির এক বিজ্ঞপ্তিতে ৪০ ভুল

কলাপাড়ায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে যানবাহনসহ হাজারো মানুষের চলাচল, ধসে পড়ার শঙ্কা

কলাপাড়ায় ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে যানবাহনসহ হাজারো মানুষের চলাচল, ধসে পড়ার শঙ্কা

কুষ্টিয়া সদর হাসপাতালের পুকুর নিয়ে ধোঁয়াশা

কুষ্টিয়া সদর হাসপাতালের পুকুর নিয়ে ধোঁয়াশা

তথ্য গোপন করে নিজ জন্মস্থানে চাকুরী করেন রামগতির এসিল্যান্ড

তথ্য গোপন করে নিজ জন্মস্থানে চাকুরী করেন রামগতির এসিল্যান্ড

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৫৬ হাজি, ৫৬ জনের মৃত্যু

দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৫৬ হাজি, ৫৬ জনের মৃত্যু

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ সেনা আহত

হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ সেনা আহত