চীনকে ঠেকাতে ভারতের গুরুত্ব কি কমছে আমেরিকায়?

Daily Inqilab অনলাইন ডেস্ক

০১ জুলাই ২০২৪, ১২:০৮ পিএম | আপডেট: ০১ জুলাই ২০২৪, ১২:০৮ পিএম

 

কোয়াড কার্যত গুরুত্বহীন হয়ে যাচ্ছে এবং নয়াদিল্লীর গুরুত্ব কমছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৃতীয় দফায় তলে তলে জমাট বাঁধছে এই অবধারিত আশঙ্কা। সরকারি রিপোর্টে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে তির্যক রিপোর্ট প্রকাশ করেছে ওয়াশিংটন। খলিস্তানপন্থী নেতা গুরপতওয়ন্ত সিংহ পন্নুনকে হত্যার চেষ্টা এবং তাতে ভারতের সংযোগের বিষয় নিয়ে চাপও বাড়ানো হচ্ছে সাউথ ব্লকের উপর।

 

কূটনৈতিক শিবিরের বক্তব্য, প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয় দফায় মোদীকে আরও বেশি ঝড়বৃষ্টি পোয়াতে হবে আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের পতাকা ওড়ানোর ক্ষেত্রে। কারণ, বেশ কিছু দিন চাপা থাকার পর এই প্রশ্নটি আর এড়ানো যাচ্ছে না যে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নেতৃত্বের প্রশ্নে ভারত কি ক্রমশ গুরুত্বহীন হয়ে পড়ছে আমেরিকার কাছে? কারণ, বার বার আবেদন করা সত্ত্বেও এখনও পর্যন্ত এই অঞ্চলে চিনের একাধিপত্য মোকাবিলা করার জন্য সক্রিয় গোষ্ঠী এইউকেইউএস (আকুস) অর্থাৎ অস্ট্রেলিয়া আমেরিকা-ব্রিটেনের গোষ্ঠীতে সংযুক্ত করা হয়নি ভারতকে। সম্প্রতি জাপানকে সেখানে নেয়া হলেও, ভারত এখনও দরজার বাইরে।

 

পাশাপাশি বহু ঢাকঢোল পেটানো চতুর্দেশীয় গোষ্ঠী ‘কোয়াড’-এর হতশ্রী অবস্থা। মোদী সরকার চলতি বছরের গোড়ায় প্রজাতন্ত্র দিবসের কাছাকাছি সময়ে ‘কোয়া়ড’ সম্মেলন করতে চেয়েছিল রাজনৈতিক কারণে। জি ২০ বাদ্যির রেশ ধরেই ‘কোয়াড’ সম্মেলন ভারতে করা গেলে লোকসভা ভোটে নয়াদিল্লীর তৎকালীন ‘বিশ্বগুরু’ ভাবমূর্তি উজ্জ্বল করতে সুবিধা হত—এমনই ভাবছিল প্রধানমন্ত্রীর কার্যালয়। কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন আসতে অস্বীকার করেন। এমনকি, গত বছর অস্ট্রেলিয়ায় কোয়াডের শীর্ষ সম্মেলনেও তিনি যাননি, ফলে বৈঠকটিই ভেস্তে গিয়েছে। নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। ফলে এই বছর কথামতো ভারতে ‘কোয়াড’ হওয়ার কোনও সম্ভাবনাই দেখা যাচ্ছে না। অথচ, ‘আকুস’-এর সক্রিয়তা লক্ষণীয়।

 

আমেরিকার এই ঔদাসীন্য নিয়ে প্রশ্ন উঠছে আরএসএস তথা সংঘ-পরিবারের মধ্যে থেকেও। রাম মাধব প্রশ্ন তুলেছেন, ‘জো বাইডেনের অস্ট্রেলিয়ার কোয়াড সম্মেলন থেকে নিজেদের সরিয়ে নেয়া এবং জানুয়ারিতে ভারত সফরে রাজি না হওয়ায় এই সন্দেহ তৈরি হওয়া স্বাভাবিক যে আমেরিকার নেতৃত্ব কোয়াড ব্যবস্থাকে ইচ্ছাকৃত ভাবে অবহেলা করছে। অন্য দিকে, আকুস দ্রুতগতিতে এগোচ্ছে। জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা সমুদ্র অঞ্চলে তাদের কৌশলগত স্বার্থকে জোরদার করছে। সম্প্রতি অস্ট্রেলিয়া সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে, আকুসের জয়যাত্রার কথা। অথচ ওই শ্বেতপত্রে নামমাত্র উল্লেখ নেই কোয়াড-এর।’

 

কূটনৈতিক বিশেষজ্ঞদের বক্তব্য, চীনের মোকাবিলা করার ক্ষেত্রে ভারতের নম্বর ক্রমশই কমছে পশ্চিম বিশ্বের কাছে। ‘কোয়াড’কে গুরুত্বহীন করে ‘আকুস’-এ জাপানকে সঙ্গে নেয়া এবং ভারতের আবেদন কার্যত খারিজ করে দেয়া, এ কথাই প্রমাণ করছে।

 

সম্প্রতি আমেরিকার পররাষ্ট্রমন্ত্রণালয়ের সহ সচিব কার্ট ক্যাম্পবেল জানিয়েছেন, জাপানকে ‘আকুস’-এর ‘কারিগরি অংশীদার’ হিসেবে দেখা হচ্ছে। জাপানকে এই গোষ্ঠীতে সঙ্গে রাখলে চিনের রক্তচাপ যে বাড়বে তা বিলক্ষণ অনুধাবন করতে পারছে ওয়াশিংটন। ইতিমধ্যে পশ্চিম এশিয়ায় হামাস এবং ইসরাইল, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে রয়েছে আমেরিকা। তাইওয়ানের সঙ্গে চীনের সম্ভাব্য সংঘাত ঠেকানো তাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্য সাধনে ‘আকুস’-কেই অগ্রাধিকার দেয়া হচ্ছে।

 


বিভাগ : আন্তর্জাতিক


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বেনাপোল কাস্টমস হাউসে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকার রাজস্ব আদায় বেশি

বেনাপোল কাস্টমস হাউসে লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬ কোটি টাকার রাজস্ব আদায় বেশি

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় নিহত ৩

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় নিহত ৩

সুনককে কি আর চান না ব্রিটেনবাসী?

সুনককে কি আর চান না ব্রিটেনবাসী?

নতুন চেহারায় থিয়েনচিন

নতুন চেহারায় থিয়েনচিন

ভারত-পাকিস্তান আবারও মুখোমুখি

ভারত-পাকিস্তান আবারও মুখোমুখি

ব্যাকটিরিয়াও কি ভাবের আদানপ্রদান করতে পারে?

ব্যাকটিরিয়াও কি ভাবের আদানপ্রদান করতে পারে?

শাহজালালে সাড়ে চার কোটি টাকার মূল্যের ৩৮ টি স্বর্ণের বার জব্দ

শাহজালালে সাড়ে চার কোটি টাকার মূল্যের ৩৮ টি স্বর্ণের বার জব্দ

কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে চালক নিহত

কাভার্ডভ্যান উল্টে খাদে পড়ে চালক নিহত

উরুগুয়ের বিপক্ষে নিষিদ্ধ ভিনিসিউস

উরুগুয়ের বিপক্ষে নিষিদ্ধ ভিনিসিউস

চীনে নতুন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আবিষ্কার!

চীনে নতুন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী আবিষ্কার!

কোপা আমেরিকার শেষ আটের সূচি

কোপা আমেরিকার শেষ আটের সূচি

চিলমারীতে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

চিলমারীতে বাড়ছে ব্রহ্মপুত্রের পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

আমেরিকা ও পশ্চিমাদের জন্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে ইয়েমেন

আমেরিকা ও পশ্চিমাদের জন্য পরিস্থিতিকে জটিল করে তুলেছে ইয়েমেন

সুপ্রিম লিডার খামেনেই আর ‘শেষ কথা’ নন ইরানে?

সুপ্রিম লিডার খামেনেই আর ‘শেষ কথা’ নন ইরানে?

মুসলিম গরু পাচারকারী সন্দেহে ২ লেবু ব্যবসায়ীকে পিটুনি গোরক্ষকদের

মুসলিম গরু পাচারকারী সন্দেহে ২ লেবু ব্যবসায়ীকে পিটুনি গোরক্ষকদের

কষ্টে শেষ আটে ব্রাজিল

কষ্টে শেষ আটে ব্রাজিল

প্রতিশ্রুতি-ছাড় ছাড়াই তালেবান-জাতিসঙ্ঘ আলোচনা শেষ

প্রতিশ্রুতি-ছাড় ছাড়াই তালেবান-জাতিসঙ্ঘ আলোচনা শেষ

যুদ্ধ বন্ধে হিজবুল্লাহর একমাত্র শর্ত

যুদ্ধ বন্ধে হিজবুল্লাহর একমাত্র শর্ত

কার্যক্রম শুরু করেছে চীনের ফেংয়ুন-৩এফ স্যাটেলাইট

কার্যক্রম শুরু করেছে চীনের ফেংয়ুন-৩এফ স্যাটেলাইট

মিসাইল প্রযুক্তিতে যোজন এগিয়ে গেল উত্তর কোরিয়া!

মিসাইল প্রযুক্তিতে যোজন এগিয়ে গেল উত্তর কোরিয়া!