ভারতে উপনির্বাচনে ইন্ডিয়া জোটের জয়জয়কার
১৪ জুলাই ২০২৪, ০৯:৫১ এএম | আপডেট: ১৪ জুলাই ২০২৪, ০৯:৫১ এএম
লোকসভা নির্বাচনে আশানুরূপ একক সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে পার্লামেন্টের নিম্নকক্ষে বেশ চাপে রয়েছে ক্ষমতাসীন বিজেপি। বড় মুখ করে ‘আব কি বার, ৪০০ পার’ স্লোগান তুলেছিলেন নরেন্দ্র মোদি। কিন্তু ২৫০-ও করতে পারেনি। লোকসভায় ২৪০ আসনেই আটকে গেছে বিজেপি। বাধ্য হয়ে জোটের শরিকদের ম্যানেজ করে সরকার গঠন করতে হয়েছে।
সেই রেশ কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গসহ সাতটি রাজ্যের উপনির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ। ১৩টি আসনের মধ্যে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট জিতেছে ১০টি। বাকি তিন আসনের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে বিজেপি। একটি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।
বিধায়কের দলবদল অথবা মৃত্যুর কারণে এসব আসন ফাঁকা হয়ে গিয়েছিল।
উত্তরাখণ্ড রাজ্যের দু’টি আসন- বদ্রীনাথ এবং মঙ্গলৌরও মল্লিকার্জুন খড়্গে ও রাহুল গান্ধীর কংগ্রেসের দখলে। একটি আসনে বিজেপি জিতেছে। এ ছাড়া পাঞ্জাবের জালন্ধর পশ্চিম বিধানসভায় আম আদমি পার্টি (আপ) এবং তামিলনাড়ুর বিক্রবন্দিতে ডিএমকে জিতেছে।
মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় জিতেছে বিজেপি। হিমাচল প্রদেশের হামিরপুরে বিজেপি জিতেছে। দেহরায় জিতেছেন কংগ্রেস প্রার্থী, সে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশ। নালাগড়েও জয়ী কংগ্রেস। বিহারের একটি আসনে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।
পশ্চিমবঙ্গে উপনির্বাচনে তিনটি আসন বিজেপির হাতছাড়া হয়ে গেছে। রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলার উপনির্বাচনে জিতেছে তৃণমূল। অথচ ২০২১-এর নির্বাচনে প্রথম তিনটি ছিল বিজেপির দখলে।
উত্তরাখণ্ডের বদ্রীনাথের কংগ্রেস বিধায়ক রাজেন্দ্র সিংহ ভান্ডারি বিজেপিতে যোগ দেওয়ায় ওই আসনে উপনির্বাচন হয়। ওই রাজ্যের মঙ্গলৌরে বিএসপি বিধায়ক সারওয়াত করিম আনসারি এবং তামিলনাড়ুর বিক্রবন্দিতে ডিএমকে বিধায়ক এন পুগাজহেথির মৃত্যুর কারণে আসন শূন্য হয়েছে। পাঞ্জাবের জালন্ধর পশ্চিমে আপ বিধায়ক শীতল অঙ্গুরল রিঙ্কুর বিজেপিতে যোগ দিয়েছেন গত বুধবার। হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর এবং নালাগড়- এই তিন কেন্দ্রে ২০২২ সালে স্বতন্ত্র প্রার্থীরা জিতে বিধায়ক হন। পরে তাঁরা বিজেপিতে যোগ দেওয়ার আগে আইন মেনে পদত্যাগ করেছেন। মধ্যপ্রদেশের অমরওয়াড়ার কংগ্রেস বিধায়ক কমলেশ প্রতাপ শাহ বিজেপিতে যোগ দেওয়ায় আসনটি শূন্য হয়।
বিহারের রুপৌলির জেডিইউ বিধায়ক বিমা দেবী আরজেডিতে যোগ দেন। তারপরই এই কেন্দ্রে উপনির্বাচন হয়। এ বার রুপৌলিতে আরজেডির টিকিটে দাঁড়িয়েছিলেন বিমা। জেডিইউ টিকিট দেয় কালাধরপ্রসাদ মণ্ডলকে। কিন্তু এই দুই প্রার্থীকেই পেছনে ফেলে দিয়ে এই আসনে জয় পান স্বতন্ত্র প্রার্থী শংকর সিংহ।
উপনির্বাচনের আগে এই ১৩টি আসনের চারটি বিজেপির দখলে ছিল। বাকি ৯টি আসনের মধ্যে পাঁচটি ছিল ‘ইন্ডিয়া’ জোটের। তিনটি স্বতন্ত্র এবং একটি বিএসপির। সে হিসাবে পশ্চিমবঙ্গ ছাড়া একমাত্র বিহারেই আসন হারিয়েছে এনডিএ। বাকি রাজ্যগুলোর মধ্যে হিমাচল প্রদেশ এবং মধ্যপ্রদেশে হাতছাড়া হওয়া আসন দখলে এনেছে বিজেপি। অন্য দিকে, কংগ্রেস হাতছাড়া তিনটি আসন ফিরে পেলেও মধ্যপ্রদেশের অমরওয়াড়াতে উল্টোটা ঘটেছে। কংগ্রেসের আসন ছিনিয়ে নিয়েছে বিজেপি।
সে হিসাবে উপনির্বাচনে বিজেপির ‘ভরাডুবি’ হয়নি। তবে পশ্চিমবঙ্গে বিজেপির আসনসংখ্যা আরও কমে গেল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৭৭টি আসন জিতেছিল। এই উপনির্বাচন শেষে তাদের বিধায়কের সংখ্যা দাঁড়াল ৭১-এ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মিজানুর রহমান আজহারীর ব্যাখ্যা
বিতর্কিত চিন্ময় কাণ্ড: আত্মসমর্পণের পর জামিন পেলেন ৬৩ আইনজীবী
শরীয়তপুরে ১০ বছরেও নির্মাণ হয়নি আদালত ভবন
শুভেন্দুর হুঙ্কার : ‘বাংলাদেশকে জবাব দিতে পাঁচ-সাতটি ড্রোনই যথেষ্ট’
ষড়যন্ত্র ও হয়রানির বিরুদ্ধে ন্যায়বিচারের আবেদন বঞ্চিত বিধবার
মার্কিন মুদ্রার বিপরীতে ভারতীয় রুপির সর্বনিম্ন রেকর্ড
দোয়ারাবাজারে অভিযুক্ত বাঁধে বালু অপসারণ!
তালেবান শাসনকে বৈধতা না দেওয়ার আহ্বান নোবেলজয়ী মালালার
ফের সচিবালয়ের সামনে অবস্থান অব্যাহতি পাওয়া এসআইদের
ঢাকার বাইরে প্রথম নরসিংদীতে রয়েল এনফিল্ড লঞ্চ
ধর্মীয় শিক্ষার মাধ্যমেই দেশ ও জাতির কল্যাণ সাধিত করা সম্ভব
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট
বিদ্যুৎ প্লান্টের পাঁচ লাখ টাকার লোহা তামা স্টিল সামগ্রী চুরির দায়ে ৫০ জনের নামে মামলা
নেত্রকোনা গত ১ বছরে ২৩২টি অস্বাভাবিক মৃত্যু
মেহেরপুর শহরে অবৈধ গাড়ির দৌরাত্ম ফুটপথ দখল, সরু সড়ক, যানজট লেগেই থাকে
অ্যাপলের ডাইভার্সিটি নীতি , বৈচিত্র্য রক্ষার লড়াইয়ে বোর্ডের বার্তা
ঢাবি,ভিকি,এনএসইউ ওয়েটিং লিস্টে থাকে,বান্নাহ খাওয়া মাল খায় না'
দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা না করলে আন্দোলনে নামার ঘোষণা কর্নেল অলির
আশুলিয়া থানা জমিয়তের কমিটি গঠন
বাংলাদেশের সীমান্তে ১৬০ জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী