এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করছেন ইমরান খান!
২৫ জুলাই ২০২৪, ০৪:০৪ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৪, ০৪:০৪ পিএম
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান বিশ্ববিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে আবেদন করতে চলেছেন। বিশ্বকাপজয়ী সাবেক এই তারকা ক্রিকেটার বর্তমানে বন্দি রয়েছেন এবং সেখান থেকেই এই পদে আবেদন করতে চলেছেন তিনি। -এক্সপ্রেস ট্রিবিউন
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সুপ্রিমো ইমরান খান অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদের জন্য আবেদন করতে চলেছেন বলে টেলিগ্রাফ জানিয়েছে। ইমরান বর্তমানে ১০ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ৮০ বছর বয়সী লর্ড প্যাটেনের পদত্যাগের পর অক্সফোর্ড ইউনিভার্সিটির চ্যান্সেলর পদটি শূন্য হয়ে যায়। দীর্ঘ ২১ বছর দায়িত্বে থাকার পর লর্ড প্যাটেন পদত্যাগ করেন।
মূলত অক্সফোর্ড ইউনিভার্সিটি তার চ্যান্সেলর পদ ও ভূমিকাকে একটি আনুষ্ঠানিক প্রধান হিসাবে বর্ণনা করে থাকে। সাধারণত এই পদে আজীবনের জন্য নির্বাচিত একজন বিশিষ্ট ব্যক্তিত্ব প্রধান প্রধান সমস্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করে থাকেন। এছাড়া নতুন চ্যান্সেলরের জন্য নির্বাচন প্রক্রিয়া প্রথমবারের মতো অনলাইনে পরিচালিত হবে।
এক্সপ্রেস ট্রিবিউন বলছে, গত বছরের মে মাসে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে ইমরান খান বর্তমানে কারাগারে রয়েছেন। অবশ্য এই অভিযোগ তিনি অস্বীকার করেছেন। জেল থেকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ইমরান খান বলেছেন, ‘আমি ৭ ফুট বাই ৮ ফুটের এক ডেথ সেলে বন্দি রয়েছি, যা সাধারণত সন্ত্রাসীদের থাকার জন্য সংরক্ষিত। জনগণ আমাকে ভোট দিয়েছে। কারণ, তারা বর্তমান ব্যবস্থা এবং কীভাবে পাকিস্তান পরিচালিত হচ্ছে তাতে বিরক্ত।’
ইমরান খান ১৯৭২ সালে অক্সফোর্ডের কেবেল কলেজে অর্থনীতি ও রাজনীতিতে অধ্যয়ন করেছিলেন, তিনি বিশ্ববিখ্যাত এই বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। তিনি ১৯৭১ সালে পাকিস্তানের টেস্ট ক্রিকেট দলের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন।
এছাড়া ২০০৫ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্র্যাডফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন ইমরান খান। আন্তর্জাতিক মিডিয়ায় ইমরান খানের উপদেষ্টা সৈয়দ জুলফি বুখারি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পদে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘আমরা ইমরান খানের কাছ থেকে অনুমতি পেলে এবং এটির জন্য স্বাক্ষর গ্রহণ শুরু করার পরে আমরা এটি প্রকাশ্যে ঘোষণা করব।’
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন
টিউলিপের পদত্যাগ ইস্যুতে প্রেস উইংয়ের বিবৃতি
আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ঢাকার অবস্থান ৬ নম্বরে
মেয়ের বাড়ি থেকে ফেরার পথে লাশ হলো "মা"!
মীরসরাইয়ে মুন্না খুনের ঘটনায়, পৌর যুবদলের আহ্বায়ক বহিষ্কার
দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন গ্রেফতার
আজ সারদায় ৪৮০ এসআইয়ের সমাপনী কুচকাওয়াজ
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৩ জন ফিলিস্তিনি, মানবিক সংকট চরমে
ছাগলকাণ্ডের সেই মতিউর ও তার স্ত্রী গ্রেফতার
সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই
শুল্ক রেলস্টেশন দিয়ে ভারত থেকে ২ হাজার ৪৫০ মেট্রিক টন চাল আমদানি