গাজায় ২৪ ঘণ্টায় আরও ৬৬ ফিলিস্তিনিকে হত্যা
২৯ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ০১:১৫ পিএম
গাজার দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলের সেনা এবং ফিলিস্তিনি যোদ্ধাদের লড়াই আরও তীব্র হয়েছে। দক্ষিণ গাজার দুটি প্রধান শহর রাফাহ এবং খান ইউনিসের আরও ভেতরে প্রবেশ করেছে ইসরাইলি ট্যাঙ্ক। ইসরাইলের তাণ্ডবে সেখানে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরাইলের নৃশংস হামলার মুখে বাস্তুহারা ফিলিস্তিনিরা মধ্য গাজা উপত্যকার বুরেইজ এবং নুসেইরাত শরণার্থী শিবির থেকে পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। সেখান থেকে সরে যাওয়ার জন্য ইসরাইলের নতুন নির্দেশনা আসার পর থেকেই ফিলিস্তিনিরা পালাতে শুরু করেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজা উপত্যকার ৮৬ শতাংশ ফিলিস্তিনি বর্তমানে এ ধরনের আদেশের অধীনে রয়েছেন।
প্রায় প্রতিদিনই গাজার এখানে সেখানে হামলা চালিয়ে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল। অবরুদ্ধ এই উপত্যকার কোনো স্থানই এখন আর নিরাপদ নেই। বাস্তুহারা ফিলিস্তিনিরা যেখানেই আশ্রয় নিচ্ছেন সেখান থেকেই তাদের পালাতে বাধ্য করছে ইসরাইলি সৈন্যরা।
গত ৭ অক্টোবর ইসরাইলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরাইল। সেখানে এখনো সংঘাত বন্ধের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কমপক্ষে ৩৯ হাজার ৩২৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৯০ হাজার ৮৩০ জন।
এদিকে ইসরাইল-অধিকৃত গোলান মালভূমিতে ১২ জন নিহত হওয়ার ঘটনার উপযুক্ত জবাব দিতে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টকে চাপ দিচ্ছে ইসরাইলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভা। শনিবার (২৭ জুলাই) গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলা চালানো হয়। ওই হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই শিশু। হামলায় আহত হয়েছেন আরও অন্তত ২৯ জন। মাজদাল শামস নামক একটি গ্রামে ওই হামলার ঘটনা ঘটে।
লেবাননে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর চার সদস্য নিহত হওয়ার পরই এই হামলা চালানো হলো। ইসরাইলের দাবি লেবানন-ভিত্তিক সংগঠন হিজবুল্লাহ ওই হামলা চালিয়েছে। তবে হিজবুল্লাহ এই হামলার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে। তবে এই হামলার কারণে হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে বলে ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। সূত্র: আল-জাজিরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
উইজডেনের বর্ষসেরা একাদশে তাসকিন
মিস্টার বাংলাদেশ নজরুল আর নেই
ফেদেরারের রেকর্ডে জোকোভিচের হানা
ফেভারিটদের হোঁচটের রাত
দেশের সাংবিধানিক নাম ‘জনগণতন্ত্রী বাংলাদেশ’ করার সুপারিশ
ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ মিশনে বাংলাদেশ
পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বর্জন!
সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদ ও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ
দেশকে বিভাজনের জন্য বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
কর্নওয়ালের বিপিএল শেষ
রানপ্রসবা সাগরিকায় রান হবে তো?
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
অনলাইন ব্যবস্থাপনা ও সফটওয়্যার হালনাগাদ কাজ শুরু
বড় বিনিয়োগকারীদের দেয়া হবে রাষ্ট্রায়ত্ত বন্ধ কারখানা : বিডা
টানা পতনে শেয়ারবাজার
সর্বাবস্থায় জন্মভূমির মানুষকে ভালোবাসি :আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
আ.লীগ নেতাকে হাতুড়িপেটায় মাথা ফাটাল যুবদল স্বেচ্ছাসেবক দল নেতারা
নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
রাজশাহীতে কৃষির উন্নয়নে মতবিনিময় সভা