তিন আঙুলে মমি! ভিনগ্রহী নয়তো? পেরুতে ঘনাচ্ছে রহস্য
৩০ জুলাই ২০২৪, ০৮:২৯ এএম | আপডেট: ৩০ জুলাই ২০২৪, ০৮:২৯ এএম
পৃথিবীর মাটিতে ভিনগ্রহীদের যাতায়াত নিয়ে বিজ্ঞান মহলে বিতর্ক থাকতেই পারে। তবে অনন্ত মহাশূন্যে ভিনগ্রহীর উপস্থিতি যে একেবারে ফেলে দেওয়ার মতো বিষয় নয় তা মেনে নেন জ্যোতির্বিজ্ঞানীরা। ভিনগ্রহী নিয়ে যুগ যুগ ধরে চলতে থাকা যুক্তি তর্কের ভিড়ের মাঝেই এবার প্রকাশ্যে এল এমন এক সূত্র যা দেখে কার্যত রোমাঞ্চিত পৃথিবীর বিজ্ঞানমহল। সম্প্রতি দক্ষিণ আমেরিকার পেরুতে উদ্ধার হয়েছে বেশকিছু মমি। যার সঙ্গে পৃথিবীর প্রাণীর কোনও মিল নেই। যদিও সেগুলির শরীরের আদল অনেকটা মানুষের মতো।
গত জানুয়ারি মাসে পেরুর নাজকা এলাকায় মাঠে কৃষিকাজ করার সময় মাটির নিচে আশ্চর্য এমন একাধিক মমি খুঁজে পান সেখানকার কৃষকরা। যার হাতে ও পায়ে তিনটি করে আঙুল। এবং মাথার গড়ন অনেক বেশি লম্বাটে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর মমিটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য পাঠানো হয় বিজ্ঞানীদের কাছে। সেখানেই বিশ্লেষণ করে দেখা যায় মমিগুলি গড়ন ভীষণরকম অদ্ভুত। একাধিক পরীক্ষার পাশাপাশি মমির আঙুলের ছাপ পরীক্ষা করে বিজ্ঞানীরা দেখেন এই আঙুলের ছাপ কোনওভাবেই মানুষের হতে পারে না। এর পরই জল্পনা চরম আকার নেয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাওয়া যাওয়া ওই মমিটির মাথা অস্বাভাবিক রকমের লম্বা। এবং হাতে ও পায়ে ৩টি করে আঙুল। উদ্ধার হওয়া হাফ ডজন মমির মধ্যে ‘মারিয়া’ নামের একটি মমির পরীক্ষা করে দেখেন এবিষয়ে অভিজ্ঞ ম্যাকডওয়েল নামের এক তদন্তকারী। পরীক্ষার পর তিনি বলেন, ওই মমির আঙুলের ছাপ পরীক্ষা করে রীতিমতো আশ্চর্য হয়ে যাই। সাধারণ মানুষের সঙ্গে ওই আঙুলের ছাপ কোনওভাবেই মেলে না। এগুলি বড়ই অস্বাভাবিক, সোজা ও লম্বা রেখা বিশিষ্ট। সাধারণত মানুষের হাতের রেখা হয় চক্রাকার ও তাতে অনেকগুলি লুপ থাকে। এটা কখনও মানুষের হাতের ছাপ হতে পারে না। এমনকী ম্যাকডওয়েলও দাবি করেন, এমন আঙুলের ছাপ তাঁর এত বছরের অভিজ্ঞতায় কখনও দেখেননি তিনি। আশ্চর্য এই দেহগুলিকে ‘ভিনগ্রহীর’ দেহ হিসেবে দাবি করছেন কেউ কেউ।
যদিও দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর এগুলিকে ভিনগ্রহীতো দূরের কথা মমি হিসেবেও মানতে নারাজ পেরুর ফরেনসিক বিশেষজ্ঞরা। ভিনগ্রহীর দাবিকে পুরোপুরি খারিজ করা হয়েছে তাদের তরফে। ফরেনসিক প্রত্নতাত্ত্বিক ফ্ল্যাভিও এস্ট্রাদার নেতৃত্বে একটি দল উদ্ধার হওয়া মমিগুলির পরীক্ষা নিরীক্ষা করছিল। এস্ট্রাদা বলেন, এটি কোনও অতিপ্রাকৃত প্রাণী নয়, এমনকি এলিয়েনও নয়। এগুলি এই গ্রহেরই প্রাণীদের হাড়, কাগজ, ধাতু এবং সিন্থেটিক আঠা দিয়ে তৈরি আধুনিক পুতুল ছাড়া আর কিছুই নয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
এক মাসের মধ্যে সংস্কারের রোডম্যাপ দিবে সরকার: পরিবেশ উপদেষ্টা
দেশে ফিরেই ছিনতাইয়ের শিকার মালয়েশিয়া প্রবাসী ডালিম
বিপিএল শেষ কর্নওয়ালের
ওয়াটসাপ, টেলিগ্রাম বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে মেসেজ দিয়ে দেওয়া সালামের জওয়াব দেওয়া প্রসঙ্গে?
আরচ্যারী ফেডারেশনের তারুণ্যের উৎসব কর্মসূচি শুরু
বেনাপোলে আড়াই বছর পর কবর থেকে তোলা হলো বিএনপি নেতা আলিমের লাশ
রাষ্ট্রের কল্যাণে উপসচিব পদে কাকে প্রয়োজন: নীতি ও ন্যায্যতা কী
ধূমপানকে না বলুন
জালিমের পরিণতি ভালো হয় না
অখণ্ড ভারতের নীলনকশা এবং মুখোশপরা গণশত্রুদের দাস্যবৃত্তি
মাজারে হামলা ও উগ্রপন্থা কাম্য নয়
১২ কোটি জনসংখ্যার ৭ কোটি আক্রান্ত
শেষ তিন মাসে রেকর্ড বাজেট ঘাটতি যুক্তরাষ্ট্রের
সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ : যুক্তরাষ্ট্র
বিশ্ব চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে কাজ করলেই সফল হবে জাতিসংঘ
এলোপাতাড়ি গোলাবর্ষণে ১২০ নিহত সুদানে
ভারতীয়দের ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ সউদীর
দুর্গের মতো পুলিশের ঘেরাটোপে ট্রাম্পের অভিষেকের প্রস্তুতি
প্রথম পর্যায়ে মুক্তি পাবেন এক হাজার ফিলিস্তিনি
প্রশ্ন: চিন্তা কি অপরাধ?