সিরিয়া সীমান্তে কুর্দিদের নিয়ে তুরস্কের উদ্বেগ বৈধ : যুক্তরাষ্ট্র
১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ১২:০৩ এএম

সিরিয়া সীমান্তে কুর্দি নেতৃত্বাধীন পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি) ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) তৎপরতা নিয়ে তুরস্কের উদ্বেগকে বৈধ বলে পুনরায় নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার যুক্তরাষ্ট্র বলেছে, নিশ্চিত করেছে, ওয়াইপিজি ও পিকেকে সন্ত্রাসী হুমকির কারণে তুরস্কের নিরাপত্তা উদ্বেগ একেবারে বৈধ। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেন, আমরা বুঝি, তুরস্কের সীমান্তে তাদের বৈধ নিরাপত্তা উদ্বেগ রয়েছে। তুরস্কের নাগরিক, শহর এবং গ্রামগুলোর ওপর ওই সীমান্তের ওপার থেকে সন্ত্রাসী আক্রমণ হয়েছে। তিনি আরও বলেন, তুরস্কের সন্ত্রাসী আক্রমণের বিরুদ্ধে নিজেদের রক্ষা করার পুরোপুরি অধিকার রয়েছে। আমরা এই বিষয়টি বুঝি এবং তুরস্কের সঙ্গে সক্রিয় আলোচনা চালিয়ে যাচ্ছি যে, কীভাবে তারা এবং আমরা একসঙ্গে এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি। কিরবি বলেন, যুক্তরাষ্ট্র চায় না যে তাদের কার্যক্রম এমনভাবে পরিচালিত হোক, যাতে তাদের এসডিএফ (সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস) সহযোগীরা আইএসআইএসের বিরুদ্ধে লড়াইয়ের দিকে মনোযোগ হারিয়ে অন্য কোথাও মনোযোগী হয়ে পড়ে। তিনি আরও জানান, সিরিয়ায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি মূলত আইএসআইএস (দাইশ) এর পুনরায় গঠন রোধে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষত আসাদ সরকারের পতনের পর, যাতে তাদের শক্তি পুনরুদ্ধার না করতে পারে। এটাই আমাদের বর্তমান লক্ষ্য এবং আমরা এই মিশন চালিয়ে যাচ্ছি। কিরবি বলেন, ওয়াইপিজি ও পিকেকে নেতৃত্বাধীন এসডিএফ বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব অব্যাহত থাকবে বলে জানান। পিকেকে, যা তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন দ্বারা সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত, ৪০ বছরেরও বেশি সময় ধরে তুরস্কে সন্ত্রাসী কর্মকা- চালিয়ে আসছে, এবং এ পর্যন্ত ৪০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যার মধ্যে নারী, শিশু ও শিশুরাও রয়েছে। আর ওয়াইপিজি হল পিকেকের সিরিয়ান শাখা। তুরস্ক বলছে, সন্ত্রাসী ওয়াইপিজি ও পিকেকে সিরিয়ায় আসাদ সরকার পতনের পর থেকে তুরস্কের সীমান্তে একটি করিডর গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তুরস্ক ওয়াইপিজি মিলিশিয়াকে যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ)-এর প্রধান অংশ এবং নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-র একটি শাখা হিসেবে দেখে। পিকেকে ১৯৮৪ সাল থেকে তুর্কি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। পিকেকে-কে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। আঙ্কারা বারবার যুক্তরাষ্ট্রসহ ন্যাটো মিত্রদের প্রতি ওয়াইপিজিকে সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে। ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও সিরিয়ার ১৩ বছরের গৃহযুদ্ধে পরস্পরবিরোধী বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়েছে ওয়াশিংটন ও আঙ্কারা। গত মাসের শেষ দিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ক্ষমতাসীন একে পার্টির সংসদ সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিচ্ছিন্নতাবাদী খুনিরা অস্ত্র জমা দেবে, অথবা তাদের অস্ত্রসহ সিরিয়ার মাটিতে পুঁতে ফেলা হবে। আনাদোলু।
বিভাগ : ইসলামী বিশ্ব
মন্তব্য করুন
আরও পড়ুন

বিএনপি নেতা বাবুল মিয়ার ইন্তেকাল

স্বৈরাচারমুক্ত বাংলায় স্বস্তির ঈদ উদযাপন, নতুন মাত্রায় পাপেট বিতর্ক

রহস্যজনক নিখোঁজদ সেই ৩ মার্কিন সেনার সন্ধান

ঈদের ছুটিতে ভাষা শহীদ রফিক সেতুতে উপচে পড়া ভিড়

সাভারে নৈশ প্রহরীকে গুলি করে হত্যা

পুলিশের গুলিতে শহীদ রাসেলের পরিবারের পাশে হাসনাত আব্দুল্লাহ

পশ্চিমবঙ্গে আতশবাজির কারখানায় বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা জাপানে, ৩ লাখ মানুষের মৃত্যু হতে পারে

চুয়াডাঙ্গায় ডিসকাউন্ট নিয়ে বিরোধ, সিঙ্গার শোরুমে মারধর; ছাত্রদল নেতা মোমিন মালিতার বিরুদ্ধে জিডি

বন্দরে গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম, বিএনপি অফিস ভাংচুর

নারায়ণগঞ্জ বন্দরে ৪ ও ৫ এপ্রিল সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানোৎসব

ভারতে প্রশিক্ষণ প্লেন বিধ্বস্ত, পাইলট আহত

জুলাই কন্যাদের সম্মানজনক মার্কিন পুরস্কার, যা বলছে যুক্তরাষ্ট্র

সাভারে বিএনপি নেতা খোরশেদ আলমকে হত্যা চেষ্টার অভিযোগ, আটক ২

শহীদের স্বীকৃতি পেলেন সেই যুবক, পরিবার পেল ১০ লাখ টাকার সঞ্চয়পত্র

দাউদকান্দিতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাকে অব্যাহতি

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিউইয়র্কে আয়োজিত হবে 'বাংলাদেশ ডে প্যারেড-২০২৫'

হাতিয়ায় সংঘাত বন্ধে শপথ করালেন এনসিপি নেতা হান্নান মাসউদ