৬০ দিন পার ! কবে ফিরবে মহাকাশে বন্দি সুনিতারা?
০৬ আগস্ট ২০২৪, ১১:৪৮ এএম | আপডেট: ০৬ আগস্ট ২০২৪, ১১:৫১ এএম
দেড় মাসেরও বেশি সময় ধরে মহাকাশে রয়েছেন সুনীতা এবং বুচ। ৬১ টি দিন পার হতে চললো। এখন একটাই প্রশ্ন তারা কী আদেও মহাকাশ থেকে ফিরতে পারবেন? কবে ফিরবে তারা এই নিয়ে চর্চা রয়েছে সর্বদা শিরোনামে। যান্ত্রিক ত্রুটির কারণে কারণে এখনও ফিরতে পারেননি আটকা পড়ে আছেন তারা।
একদিকে তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ধীরে ধীরে হাড়ের ক্ষয় বাড়ছে। পেশি শিথিল হতেও শুরু করেছে। অন্যদিকে নাসাও নির্দিষ্টভাবে কিছু জানায় নি যে কবে ফেরানো হবে তাদের। তবে নাসা জানিয়েছে, তাদের ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। তার জন্য ইতিমধ্যে ১ লক্ষেরও বেশি মডেল-টেস্ট করা হচ্ছে। কম্পিউটারে সিম্যুলেশন করে দেখা হচ্ছে কেমন করে তাদের ফেরানো কীভাবে হবে। দুই মহাকাশচারীকে নিরাপদে ফেরানোর চেষ্টা করছেন নাসা এমন কথা জানালেও অভিযোগ উঠেছিল যে, তা আদৌও হবে কি না?
কেননা নাসা জানিয়েছিল একটি স্টারলাইনার ক্যাপস্যুল সর্বাধিক ৯০ দিন পর্যন্ত স্পেস স্টেশনে সক্রিয় থাকতে পারে। এর পরে তার কার্যক্ষমতা শেষ হতে থাকে। ইতিমধ্যেই সেখানে সুনীতাদের ৫০ দিনের বেশি হয়ে গেছে। এই অবস্থায় মহাকাশচারীদের শারীরিক অবস্থার অবনতিও হতে শুরু করেছে। আদেও কী ৯০ দিনের আগে তাঁদের ফেরানো সম্ভব হবে? একদিকে যেমন এই প্রশ্নও উঠছে, অন্যদিকে যে বোয়িং স্টারলাইনার রকেটে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং ব্যারি তাতে একটি নয়, অন্তত চার জায়গা থেকে হিলিয়াম গ্যাস লিক করেছিল।
এই রকেটের তৈরির পেছনে নাসারও ভুমিকা রয়েছে। তাই তারা কেন এই গ্যাস লিকের বিষয়টি নিয়ে আগেই গুরুত্ব দেয় নি, সেই নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এই সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন নাসা। নাসার তরফে জানানো হয়েছে, সুনীতারা ‘হালকা মেজাজে’ রয়েছেন। কীভাবে তাদের ফেরানো যায়, তা নিয়ে প্রতিনিয়ত পরিক্ষা নিরীক্ষা করছে নাসা। শরীর খারাপের বিষয়টি তারা জানান যে, এটা মহাকাশচারীদের জন্য স্বাভাবিক ব্যাপার।
তবে অনেকে মনে করছেন, বোয়িং স্টারলাইনারের ত্রুটি না ঠিক হলে, ‘ক্রিউ-৯’-এর মহাকাশযানে সুনীতাদের ফেরানোর ব্যবস্থা করা হতে পারে।
উল্লেখ্য, গত ৫ জুন বোয়িং স্টারলাইনারে চেপে মহাকাশে উড়ে গিয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তার সহকর্মী বুচ উইলমোর। তাদের গন্তব্য ছিল আন্তর্জাতিক স্পেস স্টেশনে। তাদের পরিকল্পনা ছিল মাত্র ন’দিন থাকবে সেখানে। কিন্তু মহাকাশযানে ত্রুটির কারণে এখনও পর্যন্ত মহাকাশে আটকা পড়ে আছেন তারা। এখন নাসা তাঁদের কবে ফেরায় এটাই এখন দেখার বিষয়।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
মৌলভীবাজাররে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
টঙ্গীতে কারখানার ঝুট নিয়ে দুই পক্ষে উত্তেজনা পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন
১৯ বছর পর পাকিস্তানে টেস্ট খেলতে নামছে উইন্ডিজ
মির্জাপুরে নদী তীর কেটে মাটি লুট দুই কারবারির লাখ টাকা জরিমানা
‘‘এই বাংলাদেশে হয় আওয়ামীলীগ থাকবে না হয় আমরা থাকব’’ : হাসনাত আব্দুল্লাহ
পীরগঞ্জে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির শীর্ষক সেমিনার ও প্রদশর্নী
নাহিদকে নিজের দলে নিতে চেয়েছিলেন ইফতিখার
নানা ভাবে পূনর্বাসিত হওয়ার চেষ্টা করছে আওয়ামীলীগ
ঈশ্বরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নওগাঁয় জমিয়তে উলামায়ে ইসলামের কাউন্সিল অধিবেশন
পেকুয়ায় আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাবের সার্টিফিকেট অনুষ্ঠান সম্পন্ন
সোনারগাঁওয়ে ডিগবার ফুটবল খেলার পুরস্কার বিতরণ
লেবানন থেকে দেশে ফিরলেন আরও ৫৭ জন
বাতিল হলো জাতীয় পরিচয় নিবন্ধন আইন ২০২৩
ব্লু পেপার চালু রাখার দাবিতে সাতক্ষীরার নির্বাহী আদালতে আইনজীবীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা
ইসলামপুর দরবার শরীফের ৮১তম মাহ্ফিল
ঐক্যের মাঝে এ সরকারের জন্ম, একতাই শক্তি: প্রধান উপদেষ্টা
বরগুনায় জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শাপলাকুঁড়ি ট্রফি'র শুভ উদ্বোধন
বিদেশ থেকে বাড়িতে এসেই দেখলে স্ত্রীর ঝুলন্ত মরদেহ