মহাকাশের অসীমে ঘুরছে একটা ‘চোখ’, এটাই নাকি ‘নতুন পৃথিবী’
১২ আগস্ট ২০২৪, ১০:০২ এএম | আপডেট: ১২ আগস্ট ২০২৪, ১০:০২ এএম
দেখলে মনে হতে পারে মানব চক্ষু। আমাদের অক্ষিগোলক বা আইবলের যেমন অধিকাংশটাই সাদা এবং মাঝে গোল কালো, নীল, বাদামী বা অন্য রঙের মণি থাকে, তেমনই এর চারপাশটা কঠিন বরফে সাদা এবং তার মধ্যে রয়েছে বৃত্তাকৃতি এক মহাসাগর। সৌরজগতের বাইরে এমনই এক অদ্ভুত গ্রহের সন্ধান পেল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। যে গ্রহ সম্ভবত বাসযোগ্য, অর্থাৎ, প্রাণ থাকতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। সৌরজগতের বাইরের, চোখের মতো দেখতে এই গ্রহেই থাকতে পারে আমাদের প্রতিবেশীরা। বিজ্ঞানীদের এমনই অনুমান।
নতুন নয়, ২০১৭ সালেই এই গ্রহটির খোঁজ পেয়েছিল জেমস ওয়েব। নাম দেওয়া হয়েছিল, এলএইচএস-১১১৪০বি। প্রাথমিকভাবে, গ্রহটিকে মোটেই বাসযোগ্য বলে মনে করেননি বিজ্ঞানীরা। এই গ্রহে জল থাকলেও, মিথেন এবং ঘন অ্যামোনিয়া থাকায়, গ্রহটি অনেকটাই আমাদের সৌরজগতের নেপচুনের মতো বলে মনে করেছিলেন বিজ্ঞানীরা। কিন্তু ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ প্রকাশিত এক সাম্প্রতিক নিবন্ধে বলা হয়েছে, বিজ্ঞানীদের আগে এই গ্রহে যতটা পানি ও বরফ আছে বলে মনে করেছিলেন, তার থেকে পানি ও বরফের পরিমাণ অনেকটাই বেশি। প্রাণও থাকতে পারে এই গ্রহে।
নিবন্ধে বলা হয়েছে, বর্তমানে যে সকল নাতিশীতোষ্ণ এক্সোপ্ল্যানেটগুলির সন্ধান পাওয়া গিয়েছে, তার মধ্যে তরল অবস্থায় জল থাকার বিষয়ে সেরা বাজি বলে মনে করা হচ্ছে এলএইচএস-১১১৪০বি গ্রহটিকেই। নিবন্ধটির প্রধান প্রথম লেখক তথা মন্টরিয়েল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী, চার্লস ক্যাডিউক্স জানিয়েছেন,সম্ভাব্য বাসযোগ্য এক্সোপ্ল্যানেটগুলির সন্ধানে এটা একটা বড় মাইলফলক। তিনি জানিয়েছেন গ্রহটি পৃথিবী থেকে ৫০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এটি পৃথিবীর থেকে আয়তনে প্রায় ১.৭৩ গুণ বড়। ভর পৃথিবীর থেকে ৫.৬ গুণ বেশি। একটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে গ্রহটি, কক্ষপথটি এতই ছোট যে পৃথিবীর হিসেবে মাত্র ২৫ দিনেই গ্রহটিতে এক বছর হয়।
আর এর একটি দিকই সব সময় নক্ষত্রের দিকে মুখ করে থাকে। দেখলে মনে হতে পারে, যেন মহাজাগতিক আগুনের গোলার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে একটি অক্ষিগোলক। এই গলিত অংশের ব্যাস প্রায় ৪,০০০ কিলোমিটার। এর নক্ষত্রটি সূর্যের মতো অল্পবয়সী নয়। একটি অনেক ঠান্ডা লাল বামন গ্রহ। যদি সূর্যের মতো হত, তাহলে, এর সব বরফই গলে গিয়ে গ্রহটি মহাসাগরে ঢেকে যেত। ফলে, বসবাসের অযোগ্য হয়ে যেত। কিন্তু তা হয়নি। গ্রহটির বেশিরভাগ অংশ হিমায়িত হলেও, গবেষকরা জানিয়েছেন, চোখের মণির মতো দেখতে সমুদ্রের আশপাশের এলাকায় ভূপৃষ্ঠের তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। হিমায়িত এই পৃথিবীতে যা সামুদ্রিক জীবনের জন্য বাসযোগ্য তাপমাত্রা বলে মনে করছেন বিজ্ঞানীরা।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
জুলাই বিপ্লবে আহত ১৪ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হচ্ছে : পররাষ্ট্র মন্ত্রণালয়
আইএমএফসহ আন্তর্জাতিক সংস্থার শীর্ষ পদে এখনো ভারতীয়রা
ভারতে নির্যাতনের ভিডিও বাংলাদেশের সা¤প্রতিক ঘটনা হিসেবে প্রচার
দাদাবাড়ি বেড়াতে এসে খুন হলো শিশু সাফওয়ান, আটক ২
নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে বালুদস্যুদের গুলিবর্ষণ
নরসিংদীতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন
রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
আখাউড়ায় মর্টার সেল উদ্ধার
রাজবাড়ীতে আ.লীগ দুই নেতা কারাগারে
কমলগঞ্জে ৮২ শতক সরকারি খাস জমি উদ্ধার
প্রিমিয়ার ভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন চসিক মেয়র
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
বিএনপি নেতা কায়কোবাদের দারুল উলূম হাটহাজারীসহ বিভিন্ন মাদরাসা পরিদর্শন
মাদারীপুরে পদ্মা-আড়িয়াল খাঁ নদীতে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত
গফরগাঁও সাবেক এমপি বাবেল গোলন্দাজ দম্পতির বিরুদ্ধে দুদকের ২ মামলা
ময়মনসিংহে পুলিশ রেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন
নওফেল পরিবারের ২৫টি ব্যাংক হিসাব ফ্রিজ
নিজ বাড়িতে ক্ষতিগ্রস্ত বন্ধুদের থাকার ব্যবস্থা করেছেন অ্যাঞ্জেলিনা জোলি
যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ
ট্রাভেল ব্যান্ড হ্যালির ধুমকেতুর দুই গান