জার্মানিতে ছুরি হামলার পরে ব্যাপক তল্লাশি পুলিশের
২৪ আগস্ট ২০২৪, ০৬:১২ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৪, ০৬:১২ পিএম
শুক্রবার রাতে জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর জোলিংগেনে স্ট্রিট ফেস্টিভ্যালের সময় এক ব্যক্তি ছুরি হামলায় তিন জনকে হত্যা করে। হামলায় অন্তত আটজন আহত হন। হামলাকারীকে ধরতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শুক্রবার জোলিংগেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। আগামী রোববার ওই উৎসব শেষ হওয়ার কথা ছিল। অনুষ্ঠান শুরুর পর শুক্রবার রাতে সেখানেই হামলাটি চালানো হয়। পুলিশ জানায়, এলোপাথাড়ি ছুরি হামলায় চালায় দুর্বৃত্ত। পুলিশের অনুমান, হামলায় একজন ব্যক্তি জড়িত ছিলেন। সন্দেহভাজন ওই ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার পর পরই সন্দেহভাজন ওই ব্যক্তিকে ধরতে ব্যাপক তল্লাশি শুরু করে পুলিশ।
নর্থ রাইন-ওয়েস্টফালিয়ান রাজধানী ড্যুসেলডর্ফের পুলিশ ঘোষণা করেছে, তারা স্থানীয় সময় বিকেল ৩টায় সংবাদ সম্মেলন করবে। জোলিংগেন আক্রমণের তদন্তের অগ্রগতি সম্পর্কে জনসাধারণকে অবহিত করার জন্য সম্মেলন করবে তারা। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস জোলিংজেন হামলায় দুঃখ প্রকাশ করেছেন এবং অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
পুলিশ বলেছে, আততায়ীর চেহারা বা অবস্থান সম্পর্কে ইঙ্গিত না পাওয়ায় তার সন্ধান আরো কঠিন হয়ে পড়েছে। নিকটবর্তী শহরগুলিতেও অপরাধীর খোঁজ করছে পুলিশ। জোলিংগেনের নিকটবর্তী শহর ভুপেরটালের পুলিশের মুখপাত্র আলেকজান্ডার ক্রেস্তা বলেন, ‘‘আমি মনে করি এটা আমাদের বড় সমস্যা। আক্রমণকারী সম্পর্কে আমাদের কাছে বিস্তারিত কিছু নেই।''
তার কথায়, ‘‘প্রত্যক্ষদর্শীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। এই মুহূর্তে আমরা তাদের পেশাদারভাবে খেয়াল রাখছি। আরো সুনির্দিষ্ট বিবরণ পেতে তাদের জিজ্ঞাসাবাদ করছি।'' ক্রেস্তা বলেন, এই মুহূর্তে পুলিশের অনুমান, হামলাকারী একাই এমন কাজ করেছে।
পুলিশের কর্মকর্তারা অনুসন্ধানে সহায়তা করার জন্য সাধারণ জনগণকেও বলেছেন। তবে পুলিশ স্থানীয় বাসিন্দাদের এ বিষয়ে সতর্ক করেছে। সন্দেহজনক কিছু দেখলে নিজেদের উদ্যোগে কাজ না করে পুলিশের জরুরি নম্বরে ফোন করতে অনুরোধ করা হয়েছে।
‘বৈচিত্র্যের উৎসব’ নামে পরিচিত এই উৎসবটি শহরের ৬৫০ তম বার্ষিকী উদযাপনের জন্য একটি ধারাবাহিক অনুষ্ঠানের অংশ ছিল। ড্যুসেলডর্ফ এবং কোলোনের মধ্যে অবস্থিত শহরটিতে প্রায় দেড় লাখ বাসিন্দা রয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ
ছুরি হামলা বা গুলি হামলার মতোমারাত্মক ঘটনা জার্মানিতে তুলনামূলকভাবে বিরল। স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেছেন, জনসমক্ষে কী ধরনের ছুরি বহন করা যেতে পারে সরকার সেই নিয়মগুলো কঠোর করার দিকে নজর দিচ্ছে। এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘‘জোলিংগেন শহরের উৎসবে নৃশংস হামলা আমাদের গভীরভাবে মর্মাহত করেছে। আমরা নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।''
মৃতের পরিবারের প্রতি সমবেদনার কথাও ন্যান্সি উল্লেখ করেছেন। এক্স প্ল্যাটফর্মে তিনি লেখেন, ‘‘আমাদের নিরাপত্তা কর্তৃপক্ষ হামলাকারীকে ধরতে এবং হামলার কারণ খতিয়ে দেখছে।'' নর্থ রাইন-ভেস্টফালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী।''
জার্মান অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার হামলার কারণে তৈরি হওয়া অসহায়ত্ব এবং ক্রোধের অনুভূতির মধ্যে পুলিশ এবং আইনি কর্তৃপক্ষকে সতর্কতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। ডিডাব্লিউয়ের নিরাপত্তা সংবাদদাতা থমাস স্প্যারো শনিবার বলেন, ‘‘পুলিশ অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করছে এবং হামলার উদ্দেশ্য বের করতে মরিয়া তদন্ত চালাচ্ছে।''
এদিকেজোলিংগেনের মেয়র টিম-অলিভার কুর্ৎসবাখ ফেসবুক পোস্টে লেখেন, ‘‘আমরা সবাই একসঙ্গে আমাদের শহরের বার্ষিকী উদযাপন করতে চেয়েছিলাম। তবে এখন নিহত এবং আহতদের জন্য শোকজ্ঞাপনের সময়।'' জরুরি পরিষেবাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি এবং হামলার প্রত্যক্ষদর্শীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন।
তিনি বলেন, ‘‘আমাদের শহরে হামলা হয়েছে এটা আমার জন্য হৃদয়বিদারক। যাদের হারিয়েছি তাদের কথা ভাবলে আমার চোখ ভিজে যাচ্ছে। জীবন বাঁচাতে লড়াই করা আহত মানুষগুলোর জন্য প্রার্থনা করছি।'' ঘটনার পরে একটা হটলাইন চালু হওয়ার কথাও জানান তিনি।
নর্থ রাইন-ভেস্টফালিয়া রাজ্যের প্রিমিয়ার হেনড্রিক ভ্যুস্ট বলেছেন, জোলিংগেনে হামলার পর গোটা এলাকা শোকে স্তব্ধ। তিনি এক্স প্ল্যাটফর্মে লেখেন, ‘‘নর্থ রাইন-ভেস্টফালিয়া মারাত্মকভাবে আঘাত পেয়েছে। এ ঘটনায় রাজ্য শোকগ্রস্ত।'' রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হের্বের্ট রয়েল, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘‘এ ঘটনায় একজন নারী ও দুই পুরুষ নিহত হন।'' সূত্র: ডয়চে ভেলে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা