প্রথা ভেঙে নিজেরাই জীবনসঙ্গী খুঁজে নিচ্ছে পাকিস্তানের তরুণ-তরুণীরা
২৮ আগস্ট ২০২৪, ১১:১২ এএম | আপডেট: ২৮ আগস্ট ২০২৪, ১১:১২ এএম
পাকিস্তানি সমাজে বাবা মায়েরাই ছেলেমেয়েদের জন্য পাত্রপাত্রী খুঁজে দেয়। জীবনসঙ্গী খুঁজতে পরিবারের লোকেরাই একমাত্র ভরসা। তবে এবার সেই নিয়মে কিছুটা বদল নিয়ে এলেন তরুণ তরুণীরা। প্রথাগত নিয়ম ভেঙে নিজেদের জীবনসঙ্গী নিজেরাই বেছে নিচ্ছে অবিবাহিত তরুণ তরুণীরা। দেশটির বেশ কিছু তরুণ-তরুণী বিয়ের জন্য সম্ভাব্য জীবনসঙ্গী বেছে নিতে সম্প্রতি পূর্বাঞ্চলীয় শহর লাহোরে জড়ো হয়েছিলেন। সেখানে এক সম্মেলনের আয়োজন করেছিল যুক্তরাজ্যভিত্তিক একটি বিয়ে ব্যবস্থাপনা অ্যাপ।সেখানে একমাত্র মুসলিম পাত্রপাত্রীরাই জড়ো হয়েছিলেন সম্ভাব্য জীবনসঙ্গী বেছে নিতে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল একাটই যাতে বিবাহযোগ্যরা নিজের মনের মতো করে তাদের জীবনসঙ্গী বেছে নিতে পারেন। জীবনসঙ্গী বেছে নেয়ার ক্ষেত্রে বিষয়টি সহজ করার জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। পাশাপাশি উদ্দেশ্য ছিল দেশটির প্রথাগত সমাজের নিয়মকে পাশ কাটিয়ে বিষয়টিকে আরও সহজ করা।
লাহোরের এই আয়োজনটি করেছিল মুজ নামের একটি অ্যাপ। এর অ্যাপটি আগে মুজম্যাচ নামে পরিচিত ছিল। মুজের এই আয়োজনে প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন। এই অ্যাপটি জানিয়েছে যে, তারা ইসলামি আদব-কায়দা মেনেই বিয়ের আলাপ ও জীবনসঙ্গী বেছে নেয়ার ক্ষেত্রে বিষয়টি আরও সহজ করে দেয়ার জন্যই তাদের এই উদ্যোগ। এই অ্যাপটি কেবল মুসলিমদের মধ্যেই সীমাবদ্ধ। শুধু তাই নয় এই অ্যাপটিতে ব্যবহারকারীর সম্মতিই সব। ব্যবহারকারী সম্মতি ছাড়া স্পষ্ট ছবি দেখানো হয় না এবং কেবল উভয় পক্ষের সব শর্ত মিলে গেলেই তারা দেখা করতে পারে। তবে পাত্রপাত্রীর সামনাসামনি দেখা হওয়ার ক্ষেত্রে সঙ্গে অভিভাবকেরাও যেতে পারেন।
এই নিয়ে ৩১ বছর বয়সী এক পাকিস্তানি নারী আইমেন জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে থাকা তার ভাইয়ের পরামর্শেই তিনি অ্যাপটি ব্যবহার করতে শুরু করেন। তিনি দুই সপ্তাহ ধরে অ্যাপটি ব্যবহার করছেন। তখনই তিনি এই অনুষ্ঠানের (জমায়েত) একটি বিজ্ঞাপন দেখেন। তিনি ভাবছিলেন এতে তিনি অংশ নেবেন কিনা। পাশাপাশি পাকিস্তানের ২৭ বছর বয়সী এক তরুণ জানান, তিনি এক বছর ধরে মুজ অ্যাপটি ব্যবহার করছেন। তার আশা, এই অ্যাপের মাধ্যমে জীবনসঙ্গী খুঁজে পাবেন।
উল্লেখ্য, ২০১৫ সালে যুক্তরাজ্যে মুজ অ্যাপ যাত্রা শুরু করেছিল। বেশ কিছু সংখ্যক মুসলিম এই অ্যাপ ব্যবহার করে। সবচেয়ে বেশি ব্যবহারকারী হল মরক্কোর। দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তান। দেশটির ১৫ লক্ষের বেশি মানুষ এই অ্যাপটি ব্যবহার করে। যদিও মুজ অ্যাপটি নিয়ে অতীতে পাকিস্তানে সমালোচনা হতে দেখা গেছে। তা সত্ত্বেও অ্যাপটি আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১০০ মানুষ অংশ নিয়েছিলেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
লস অ্যাঞ্জেলসের দাবানলে হলিউড তারকার মৃত্যু
কুবিতে ছাত্রলীগ নেতাকে গণপিটুনি শেষে পুলিশে দিল শিক্ষার্থীরা
সাতক্ষীরা সীমান্তে চাষে বাধা দিয়েছে বিএসএফ
"তালেবান নারীদের মানুষ মনে করে না" : মালালা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট
মোবাইল ইন্টারনেটে সুখবর ‘শর্ত শিথিল’, থাকছে ১ ঘণ্টার প্যাকেজও
গভীর রাতে গরিব অসহায় শীতার্ত মাঝে ইউএনও'র কম্বল বিতরন
বরিশালে ক্যান্সার চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে আছে
সেবা বঞ্চিত হলে অভিযোগ করা যাবে ইসির বিরুদ্ধে
এমপিওভুক্ত হচ্ছেন আরও ৩ হাজার শিক্ষক
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নবনিযুক্ত সচিব ছাগলনাইয়ার সন্তান সামছু উদ্দিন
বাংলাদেশে শনাক্ত হলো 'রিওভাইরাস’, রোগটি সম্পর্কে যা জানা যায়
আন্দোলনের মুখে পাঠ্যবই থেকে বাদ পড়লো ‘আদিবাসী’ শব্দযুক্ত গ্রাফিতি
মাসের শেষে আবারো আসছে শৈত্যপ্রবাহ
বর্ষসেরা ফটোগ্রাফার হিসাবে পুরস্কার পেলেন, আলোকচিত্রী ও সাংবাদিক মুগনিউর রহমান মনি
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বেড়া কৈটোলা নির্মাণ বিভাগের অফিসিয়াল ও উন্নয়ন কাজে স্থবিরতা
গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে বাইডেন-নেতানিয়াহুর ফোনালাপ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমপ্লিট শাটডাউন ঘোষণা
না ফেরার দেশে নির্মাতা রায়হান রাফির বাবা