জার্মানির দূতাবাসের উপরে আরও নিয়ন্ত্রণ চায় তালেবান
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ পিএম
২০২১ সালে তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর সম্প্রতি প্রথমবারের মতো ২৮ আফগানকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে জার্মানি। এদিকে, জার্মানিতে থাকা কাবুলের কূটনৈতিক মিশনের উপর আরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে তালেবান।
বার্লিন দৃশ্যত বিষয়টি গ্রহণ করেছে। জুলাইয়ের শেষদিকে তালেবান জানায়, তারা ইউরোপের মাত্র পাঁচটি আফগান কূটনৈতিক মিশনকে স্বীকৃতি দিচ্ছে। এগুলো হচ্ছে, নেদারল্যান্ডস, স্পেন, বুলগেরিয়া ও চেক প্রজাতন্ত্রে থাকা দূতাবাস এবং জার্মানির মিউনিখে থাকা কনস্যুলেট। ‘এই কূটনৈতিক মিশনগুলি আফগানিস্তানের নির্দেশ অনুসরণ করে এবং বিদেশে দেশের প্রতিনিধিত্ব করছে। তাদের কাজের প্রতি আমাদের আস্থা আছে এবং এই কার্যক্রমগুলি স্বচ্ছভাবে পরিচালিত হয়,’ ডিডাব্লিউকে বলেন তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। ‘তারা দায়বদ্ধ এবং আমাদের আদেশ পালন করে,’ যোগ করেন তিনি।
মিউনিখের কনস্যুলেট ছাড়াও জার্মানির বার্লিনে আফগান দূতাবাস ও বন শহরে আরেকটি কনস্যুলেট আছে। তালেবানের ঘোষণার কারণে এখন দূতাবাস ও বনের কনস্যুলেট থেকে ইস্যু করা ভিসা ও পাসপোর্ট আর আফগানিস্তানে স্বীকৃত হবে না। তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর ইউরোপের বেশিরভাগ আফগান দূতাবাস তালেবানের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেছে। তারা আফগানিস্তান থেকে অর্থ সহায়তা নেয় না। তবে কনস্যুলার সেবা দিয়ে যাচ্ছে। বিনিময়ে পাওয়া অর্থ দিয়ে মিশনগুলো চলছে।
জার্মানিতে শুধু মিউনিখ কনস্যুলেটকে তালেবান স্বীকৃতি দেয়ায় জার্মানিতে বাস করা প্রায় চার লাখ ২০ হাজার আফগানকে কনস্যুলেট সেবা নিতে সেখানে যোগাযোগ করতে হচ্ছে। কাবুলের ‘ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়কে’ উদ্দেশ্য করে ‘আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি' পাঠানোর মাধ্যমে মিউনিখে কনস্যুলার সেবা দেয়ার বিষয়টি গ্রহণ করার কথা জানিয়েছে বার্লিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
হালে-ভিটেনব্যার্গ বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ভিনফ্রেড ক্লুট ডিডাব্লিউকে বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনের কারণে তালেবানের সিদ্ধান্ত নিয়ে বার্লিনের কিছু করার নেই। বরং আফগানদের তাদের দেশে ফেরত পাঠাতে যে ভিসা ও পাসপোর্টের প্রয়োজন সেটা পাওয়ার জন্য জার্মানিতে অন্তত একটি কনস্যুলার সেবা দেওয়ার স্থান থাকা প্রয়োজন ছিল। মিউনিখে সেটা সম্ভব হবে বলে জানান তিনি।
বার্লিন শুধু একটি বিষয়ে কাবুলের বিরোধিতা করেছে। সেটি হচ্ছে, মিউনিখ কনস্যুলেটে জার্মানি ছাড়াও ইউরোপের অন্যান্য দেশের আফগানদের সেবা গ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছিল তালেবান। তবে বার্লিন বলেছে, এটি ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশনের পরিপন্থী হবে। এছাড়া আফগানিস্তানের ডি-ফ্যাক্টো সরকারের সঙ্গে ‘টেকনিক্যাল ডিসকাশন' চলার কথাও জানিয়েছে বার্লিন। এ সংক্রান্ত একটি কাগজ ডিডাব্লিউর কাছে আছে।
তালেবানের সঙ্গে এমন আলোচনা চলার কথা শুনে প্রবাসী আফগানরা আশঙ্কা প্রকাশ করেছেন। নারী অধিকার কর্মী ও আফগানিস্তানের শরণার্থী বিষয়ক সাবেক উপমন্ত্রী আলেমা আলেমা বলছেন, আফগান নাগরিকদের ফেরানোর বিনিময়ে তালেবান জার্মানিতে একটি দূতাবাস প্রতিষ্ঠা করতে চাইতে পারে। সেখানে তালেবান নিজেদের মানুষজন পাঠাতে পারে।
জার্মানি যখন আরও বেশি-সংখ্যক অভিযুক্ত আফগানদের দেশে ফেরত পাঠাতে চাইছে তখন এই বিষয়টি বার্লিনের উপর আরও চাপ তৈরি করতে পারে। তবে বার্লিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ডিডাব্লিউকে জানিয়েছে, সম্পর্কের স্বাভাবিকীকরণের পূর্বশর্ত হলো আন্তর্জাতিক আইন, বিশেষ করে আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতা সমুন্নত রাখা। আফগানিস্তান এখনও সেই পূর্বশর্তগুলি পূরণ করেনি। সূত্র: ডিডাব্লিউ।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সুইজারল্যান্ডে গ্লোবাল এসএমই সামিট অনুষ্ঠিত হবে আগামী ২৩-২৫ এপ্রিল
ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রবাসীদের ভূমিকা অপরিসিম : সিলেটে কাইয়ুম চৌধুরী
ডার্ক ওয়েবে গ্রাহকের তথ্য বিক্রির অভিযোগ : সিটি ব্যাংকের ব্যাখ্যা
মার্কেন্টাইল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৫’ অনুষ্ঠিত
গফরগাঁওয়ে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধুর মৃত্যু
কর্মীদের বীমা সুরক্ষা প্রদানে ঢাকা ব্যাংক ও মেটলাইফের চুক্তি স্বাক্ষর
পাঠ্যবইয়ে নাম যুক্ত হওয়ায় আমার চেয়ে পরিবার বেশি খুশি: নিগার
স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায় সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত
শৈত্যপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস, বাড়বে রাত-দিনের তাপমাত্রা
বগুড়ায় শিবিরের সাবেক কর্মী সাথী ও সদস্যদের মিলন মেলায় রাফিকুল ইসলাম খান
ক্যাম্পাসভিত্তিক জুলাইয়ের ইতিহাস লিপিবদ্ধ করে রাখার আহ্বান প্রেস সচিবের
শিবালয়ে নিখোঁজের ৫ দিন পর পদ্মায় ভেসে উঠলো বারেক মেম্বরের লাশ
অস্ট্রেলিয়ান ওপেন: যাদের উপর থাকবে নজর
এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল ভয়াবহ দানবের হাত থেকে রক্ষা পেয়েছি
হ্যানয় গ্র্যান্ড মাস্টার্স-২ দাবায় ফাহাদের হার
ফরিদপুরে যুবককে কুপিয়ে ও চোখ উপড়ে হত্যা : লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ
মানিকগঞ্জে নিখোঁজ সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
পাঠ্যবই সংশোধনের আহ্বান বিএনপির
৭১'র পরাজিত শক্তি ২৪'র আন্দোলনকে ব্যবহার করে ৭১'র গৌরবকে মুছে ফেলতে চায়: নাছির
সীমান্তে অস্থিতিশলীতাই প্রমান করে ভারত কোন দিনই আমাদের বন্ধু ছিলো না : পীর সাহেব চরমোনাই