জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেলগ্রেডে গরম বাড়ছে
১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ এএম
শহরের বায়ুর মান ধরে রাখতে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সবুজ জায়গা দরকার। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বড় ধরনের নির্মাণকাজ হওয়ায় সবুজ জায়গা অনেক কমে গেছে। ফলে গ্রীষ্মে সেখানে অসহনীয় তাপদাহ দেখা যাচ্ছে।
বেলগ্রেডে গ্রীষ্মের আরেকটি অসহনীয় গরম দিন। তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। শহরের এক বাসিন্দা বলেন, ‘‘আমরা শুধু ছায়ায় থাকি এবং পানি পান করি... আমি জানি না, কোনোভাবে আমাদেরকে টিকতে হবে।'' আরেক বাসিন্দা বলেন, ‘‘আমি কোনোরকমে গরম সহ্য করছি। পানি, ছোট্ট ফ্যান ইত্যাদি সাথে রাখি।''
সার্বিয়ার রাজধানী ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব অনুভব করছে। ২০২৩ সাল ছিল স্মরণকালের সবচেয়ে গরম বছর। বেশি ভবন আর কম সবুজের কারণে নিউ বেলগ্রেড জেলার দুই লাখ বাসিন্দা সবচেয়ে বেশি ভুগছেন। বেলগ্রেড বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহকারী অধ্যাপক ড. আইভান সিমিচ বলেন, ‘‘এখানে সবুজের অভাব রয়েছে। আসলে মানসম্পন্ন সবুজের অভাব, যা বায়ুমণ্ডলীয় জল শোষণ করতে পারে।''
সিমিচ বলেছেন যে নির্মাণ কাজের জন্য সবুজ জায়গা কমে যাওয়াটার মূল কারণ হচ্ছে ‘‘বিনিয়োগকারী নগরবাদ।'' এটা তখন ঘটে যখন জনগণের চেয়ে বেসরকারি বিনিয়োগকারীদের স্বার্থ আগে দেখা হয়। যেমন ‘ওয়েস্ট ৬৫' হিসেবে পরিচিত আধুনিক আবাসিক এলাকায় গত সত্তরের দশকের তুলনায় এক দশমাংশ সবুজ জায়গা রাখা হয়েছে।
ড. সিমিচ বলেন, ‘‘এসব ভবন সম্ভবত জ্বালানি সাশ্রয়ী এবং নির্মাণের মানও ভালো, কিন্তু এসব দিয়ে সবুজের ঘাটতি মেটানো যাবে না। অবশ্যই দুটোই দরকার। আর তখনই পরিবেশবান্ধব বিল্ডিং কমপ্লেক্স তৈরি সম্ভব।'' কিন্তু পৌরসভাগুলো কেন জলবায়ু পরিবর্তনকে গুরুত্ব দিচ্ছে না? কেন অবশিষ্ট সবুজ জায়গাগুলোতেও ভবন তৈরি হচ্ছে? ডয়চে ভেলে বেলগ্রেড কর্তৃপক্ষের কাছে জবাব চেয়েও পায়নি।
আবহাওয়াবিদ লাজার ফিলিপোভিচ মনে করেন যে ভবিষ্যতে কী হবে তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি শহরের সবচেয়ে গরম এলাকাগুলোর ম্যাপ তৈরি করেছেন। এবং তিনি নিশ্চিত যে সবুজ জায়গার অভাবের কারণে বেলগ্রেডে বসবাস আরো কঠিন হবে।
আবহাওয়াবিদ লাজার ফিলিপোভিচ বলেন, ‘‘আমাদের গবেষণায় দেখা গেছে শহরের কিছু অংশে গ্রীষ্মের প্রতি নব্বই দিনের মধ্যে পঞ্চাশটির মতো রাতে বেশ গরম থাকে। সে রাতগুলোতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামে না। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে গ্রীষ্মমন্ডলীয় শহরগুলোর মতোই অবস্থা হবে বেলগ্রেডের। যেমন ২০৫০ নাগাদ বেলগ্রেডের তাপমাত্রা বর্তমানের কায়রোর মতো হতে পারে।''
বিশেষজ্ঞরা মনে করেন, এক্ষেত্রে পরিবেশগত সূচক একটি সমাধান হতে পারে। এই সূচক একটি শহরের পরিবেশগত মান নির্ধারণ করে। অনেক ইউরোপীয় দেশে এই পন্থা চালু রয়েছে। ড. আইভান সিমিচ বলেন, ‘‘এর অর্থ হচ্ছে শহরের প্রত্যেক অংশে কিংবা নির্দিষ্ট কিছু অংশে তৈরি আবাসিক বা বাণিজ্যিক কমপ্লেক্সের সবুজ অংশের মান এবং সংখ্যা এই সূচকের মাধ্যমে যাচাই করা হবে।''
শহরের সবুজ অঞ্চল কী পরিমান হওয়া উচিত তা নির্ধারণে বেলগ্রেড কর্তৃপক্ষের নির্দিষ্ট নিয়ম আছে। তবে কাগজে কলমে সেই নিয়মের অস্তিত্ব থাকলেও তা মানার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। এধরনের নিয়ম মানার বিষয়টি বাধ্যতামূলক না হওয়া অবধি বেলগ্রেডের মানুষকে কংক্রিটের জঙ্গলে থাকতে হবে বলে মনে হচ্ছে, যেখানে তাপমাত্রা শুধু বাড়বেই।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম