ভারতে প্রতিদিন ধর্ষণের শিকার ৮৬ নারী
১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ এএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ এএম
ভারতে নারী নির্যাতন খুবই সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। মাঝেমধ্যেই ধর্ষণ-কাণ্ডে বিক্ষোভে দেশটি উত্তাল হয়ে উঠলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে ৩১ হাজার ৫১৬টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এ হিসাবে দৈনিক গড়ে ৮৬ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। নারীর প্রতি নৃশংসতা প্রতিরোধে দেশটির বিভিন্ন পদক্ষেপ এবং এসব ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। ধর্ষণের শিকারদের জন্য এবং যৌন সহিংসতা প্রতিরোধে যথেষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা– তা বিশ্লেষণ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
সর্বশেষ গত ৯ আগস্ট আর জি কর মেডিকেল কলেজে এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনায় উত্তাল হয়ে ওঠে পশ্চিমবঙ্গ। এর আগে ২০১২ সালের ডিসেম্বরে ২৩ বছর বয়সী মেডিকেল ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনা বিশ্বজুড়ে আলোচিত হয়। ওই ঘটনায় ২০১৩ সালে নারীদের নিরাপত্তায় তহবিল এবং সেখানে বিপুল অঙ্কের অর্থ জমা হলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
আর জি কর মেডিকেলের ঘটনায় সুপ্রিম কোর্ট বলেছে, স্থানীয় থানায় এফআইআর নথিভুক্ত করতে প্রায় ১৪ ঘণ্টা সময় নিয়েছে পুলিশ। যদিও আইন অনুসারে ধর্ষণের ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে এফআইআর দায়ের করতে হয়। কারণ মামলা না হওয়া পর্যন্ত তদন্ত শুরু করা যায় না। আদালতে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) জানায়, সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, এফআইআর দায়ের করা হয়েছিল ভুক্তভোগীকে দাহ করার পর।
যৌন হয়রানির শিকার নারী ও শিশুদের আইনি পরামর্শ দেওয়া প্রতিষ্ঠান মজলিসের পরিচালক অড্রে ডি’মেলো বলেন, পুলিশ এফআইআর নিতে গড়িমসি করেছে, এটা আমাদের সবসময়ই শুনতে হয়। গত ১০-১২ বছরে আড়াই হাজার ধর্ষণের মামলা নিয়ে মজলিস কাজ করেছে। এগুলোর ৯০ শতাংশ ক্ষেত্রে এফআইআর বিলম্বিত হয়েছে। তিনি বলেন, এমনিতেই থানায় যেতে ভুক্তভোগীর অনেক সাহস ও সংকল্প লাগে। তবুও সেখানে তাদের অপমানিত হতে হয়, দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয় এবং বারবার জিজ্ঞাসাবাদ করা হয়।
এর জন্য পুলিশের অদক্ষতাকে দায়ী করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা পিএম নায়ার। তাঁর মতে, মাত্র ২০ শতাংশ পুলিশ কর্মকর্তা যৌন নিপীড়নের মামলা পরিচালনায় প্রশিক্ষিত। এটি একটি বিশাল শূন্যতা।
নির্ভয়া ধর্ষণ ও হত্যার ঘটনার পর পুলিশ সদস্য ও রাষ্ট্রীয় আইনজীবীদের প্রশিক্ষণে আরও বেশি মনোযোগ দেওয়া হয়েছে। এতে মূল শহরে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও বেশির ভাগ জায়গায় আগের মতোই রয়ে গেছে। আবার বিশেষজ্ঞরা বলছেন, পুরুষ কর্মকর্তাদের জেন্ডার সংবেদনশীলতার প্রশিক্ষণ নেওয়া যথেষ্ট নয়। পুলিশ বিভাগ-গুলোয় আরও নারী কর্মকর্তা প্রয়োজন। সর্বশেষ হিসাব অনুসারে, ভারতীয় পুলিশে নারীর অনুপাত মাত্র ১৫ শতাংশ।
২০২২ সালে দেশটির আদালতে প্রায় ২ লাখ ধর্ষণ মামলা বিচারের অপেক্ষায় ছিল। অলাভজনক প্রতিষ্ঠান কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভের একটি প্রতিবেদন অনুসারে, সেই বছরের ৯০ শতাংশেরও বেশি মামলা এখনও সমাধানের অপেক্ষায় রয়েছে। বছরের পর বছর ধরে আদালতের এই মামলাজট ভুক্তভোগীর ন্যায়বিচার প্রাপ্তি কঠিন করে তোলে।
নতুন আইন করা সত্ত্বেও মানসিকতার পরিবর্তন না হলে নারীর প্রতি সহিংসতার ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। ভারত সরকারের নিজস্ব থিংকট্যাঙ্ক নীতি আয়োগ এমন মতামত দিয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, নারীদের সুরক্ষায় প্রতিষ্ঠানগুলোকে ভুক্তভোগীদের কথা শোনার এবং ন্যায়বিচার নিশ্চিত করতে আরও পদক্ষেপ নিতে হবে। কিন্তু যতক্ষণ বৃহত্তর সমাজের পরিবর্তন না হয়, ততক্ষণ পর্যন্ত নির্ভয়া মামলার এক আইনজীবীর মন্তব্যটি সত্য প্রমাণিত হতে থাকবে– ‘আমাদের সংস্কৃতিতে, একজন নারীর কোনো স্থান নেই।’
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কোট চাঁদপুরে জামায়াত নেতা হত্যা মামলার আসামীকে কুপিয়ে হত্যা
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গবেষণায় সহায়তার নিশ্চয়তা প্রদান করা প্রয়োজন- সিকৃবি ভিসি
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
সৈয়দপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ
তারুণ্যের উৎসব উপলক্ষে পটুয়াখালীতে মেয়েদের হকি ম্যাচ অনুষ্ঠিত
কুকুর পরিচালনা শিখতে ইতালি যাচ্ছেন পুলিশ কর্তারা
ফেদেরারের যে রেকর্ড এখন জোকোভিচের
কুষ্টিয়ায় আ.লীগ নেতাকে হাতুড়িপেটায় মাথা ফাটাল, যুবদল-স্বেচ্ছাসেবক দল নেতারা
কালীগঞ্জে বিএনপির উদ্যোগে মোচিক ইউনিয়নের কমিটিকে সংবর্ধনা
বগুড়ায় করেজ শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি সহ গ্রেপ্তার ৪
সুবিধাবঞ্চিত শিশুদের আকাশে উড়ার স্বপ্ন পূরণ করল নভোএয়ার
সিলেটে 'সিটিজেন রাইটস এন্ড জাস্টিস নেটওয়ার্ক' এর আত্মপ্রকাশ
ঠাকুরগাঁওয়ে কাজে লাগছে না দুই কোটি টাকার স্লুইস গেট
এনসিটিবির সামনে হামলার সময় সরব ছিল না পুলিশ
নগরকান্দায় “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”-শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
ফেনীতে ট্রেনের ধাক্কায় মহিলার মর্মান্তিক মৃত্যু
নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে ঘেরা হচ্ছে ট্রাম্পের অভিষেকের মঞ্চ
৬টি কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হবে : সৈয়দা রিজওয়ানা হাসান
লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের কারণে বাতিল হতে পারে অস্কার
২৪ গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবীতে আলোচনাসভা