মণিপুরে কেন শান্তি ফেরানেো যাচ্ছে না?
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ এএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ এএম
কয়েক মাস বিরতির পর ভারতের মণিপুর রাজ্যে সমতলের মেইতেইদের সঙ্গে পাহাড়ি এলাকায় বসবাসরত কুকিদের আবারও সংঘর্ষ শুরু হয়েছে। এক বছরেরও বেশি আগে শুরু হওয়া এই সংঘর্ষের দুই পক্ষকে এক করতে না পারায় সরকারের সমালোচনা হচ্ছে।
এক বছর ধরে চলা সংঘর্ষে ২২৫ জন মারা গেছেন বলে সরকারি তথ্য বলছে। ৬০ হাজারের বেশি মানুষ এখনো ঘর ছাড়া। নতুন করে সংঘর্ষ শুরু হয় ১ সেপ্টেম্বর। মণিপুরের পুলিশ বলছে, কুকিরা মেইতেইদের এলাকায় ড্রোন হামলা করেছে। তবে কুকিদের দাবি, মেইতেইরা ড্রোন ব্যবহার করেছে। এই সংঘর্ষে এবারই প্রথমবার ড্রোন ব্যবহারের কথা শোনা গেল। এছাড়া রকেটও ব্যবহার হয়েছে বলে জানা গেছে। মেইতেইরা মূলত হিন্দু। তারা রাজ্যের রাজধানী ইম্ফলের আশেপাশে থাকেন। আর কুকিরা মূলত খ্রিষ্টান। তারা থাকেন পাহাড়ি এলাকায়।
রাষ্ট্রের নিষ্ক্রিয়তা?
পরিস্থিতি শান্ত করতে রাষ্ট্রের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাক্টিভিস্টরা। প্রধানমন্ত্রী মোদীর এখনো মণিপুর সফর না করার বিষয়টিও সামনে আনছেন অনেকে। ‘‘মণিপুরে জনগণের জানমাল রক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে অগ্রাহ্য করা হয়েছে এবং সে কারণেই মণিপুরীদের ক্ষোভ গভীর হচ্ছে,’’ বলে ডিডাব্লিউকে জানান নামপ্রকাশে অনিচ্ছুক এক মণিপুরী অ্যাক্টিভিস্ট।
মানবাধিকার কর্মী বিনালক্ষ্মী নিপ্রাম বর্তমান সময়কে মণিপুরের ইতিহাসের ‘সবচেয়ে অন্ধকার অধ্যায়’ বলে আখ্যায়িত করেছেন। ডিডাব্লিউকে তিনি বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ‘‘পরিস্থিতি শান্ত করতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর ৬০ থেকে ৭০ হাজার সদস্যকে উড়িয়ে আনা হয়েছে। কিন্তু দুঃখজনক হলো তারা কিছুই করেনি,’’ বলেন নিপ্রাম।
‘‘মণিপুরের মানুষ একেবারেই হতবাক। ভারত কীভাবে তার অত্যাধুনিক অস্ত্র, গোয়েন্দা ও প্রযুক্তি দিয়ে দেশের একটি ক্ষুদ্র অংশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না? ১৬ মাস ধরে এমনটা চলছে। প্রত্যেক মণিপুরী এই প্রশ্নটাই করছেন,’’ যোগ করেন তিনি।
কুকি শিক্ষার্থীদের নেতা তেলাং লেতমিনলেন হাওকিপ বলছেন, কয়েক দশক ধরে তার সম্প্রদায়ের লোকজন বৈষম্যের শিকার হচ্ছেন। ‘‘আমরা অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শোষিত হয়েছি। পাহাড়ে ও সমতলে বসবাসকারীদের মধ্যে বিশাল অবিশ্বাস রয়েছে। পাহাড়ে খুব কমই উন্নয়নমূলক কাজ হয়। সমতলে ভালো সব অবকাঠামো রয়েছে,’’ বলেন তিনি।
৪০ বছর বয়সি মেইতেই সম্প্রদায়ের সদস্য সুরজিৎ জাতিগত বিভাজনকে ‘টিকিং টাইম বোমা, যা বিস্ফোরিত হয়েছে’’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, মেইতেইদের পাহাড়ে জমি কিনতে দেওয়া হচ্ছে না। কুকিরা মিয়ানমার থেকে অবৈধভাবে এসেছেন এবং তারা পপি চাষ ও মাদকপাচারের সঙ্গেও জড়িত বলে অভিযোগ করেন তিনি।
অতীত সরকারগুলোর ব্যর্থতা
১৯৪৯ সালে মণিপুর ভারতের অংশ হয়। কয়েক দশক ধরে সেখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সংঘাত ও বিচ্ছিন্নতাবাদী কার্যক্রম চলে আসছে। বিশেষজ্ঞরা বলছেন, অতীতের সরকারগুলো সংঘাতের মূল কারণটির সমাধান করতে ব্যর্থ হয়েছে। নতুন দিল্লিতে ক্ষমতায় থাকা শাসকেরা ঐতিহাসিকভাবে বিষয়টিকে নিয়ে অবহেলা করে এসেছে।
মানবাধিকার সংগঠনগুলো বলছে, মণিপুরে শান্তি প্রচেষ্টার মারাত্মক অভাব রয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক মণিপুরী অ্যাক্টিভিস্ট বলেন, ‘‘শান্তি প্রচেষ্টা বিষয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আলোচনার টেবিলে বসার আনুষ্ঠানিক আহ্বান ছাড়া আর কিছু ঘটতে দেখিনি।’’ মানবাধিকার কর্মী নিপ্রাম বলেন, গত এক বছরে কোনো শান্তি আলোচনা না হওয়াটা ‘দুঃখজনক’।
‘‘ভারত সরকারের উচিত ছিল বিভিন্ন জাতিকে একত্রিত করা এবং নিশ্চিত করা যে সেখানে আস্থা তৈরির ব্যবস্থা রয়েছে। আমাদের ড্রোনের দরকার নেই, আমাদের সংলাপ দরকার। আমাদের রকেট লঞ্চার দরকার নেই, আমাদের পুনর্মিলন দরকার। আমাদের মধ্যস্থতা দরকার, মারপিট নয়,’’ বলেন তিনি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও হত্যা মামলার প্রধান আসামি আটক
কালীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলো বিএনপি
আলবেনিয়ায় ভুয়া ভিসার নামে ২৫ লাখ টাকা নিয়ে উধাও
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা