অশ্লীল ছবির জন্য বিবিসির সাবেক উপস্থাপকের স্থগিত সাজা
১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০০ পিএম
বিবিসির সাবেক উপস্থাপক হিউ এডওয়ার্ডসকে সোমবার ছয় মাসের স্থগিত কারাদণ্ড দেয়া হয়েছে। দুই বছরের মধ্যে একই অপরাধ করলে তাকে কারাভোগ করতে হবে।
প্রধান ম্যাজিস্ট্রেট পল গোল্ডস্প্রিং এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ৬৩ বছর বয়সি এডওয়ার্ডস সেন্ট্রাল লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেটস কোর্টে উপস্থিত ছিলেন। আদালত থেকে বের হওয়ার সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
২৫ বছর বয়সি একজন অভিযুক্ত পেডোফিলের কাছ থেকে হোয়াটসঅ্যাপে শিশুদের ৪১টি অশ্লীল ছবি পাওয়ার কথা স্বীকার করেন এডওয়ার্ডস। বেশিরভাগ শিশুর বয়স ১৩ থেকে ১৫-র মধ্যে। একজনের বয়স সাত থেকে নয় এর মধ্যে।
২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের আগস্ট পর্যন্ত এসব ছবি পাওয়ার কথা স্বীকার করেন এডওয়ার্ডস। গতবছর জুলাই মাসে এক ট্যাবলয়েড পত্রিকার প্রতিবেদনে এডওয়ার্ডসের বিরুদ্ধে টাকার বিনিময়ে অশ্লীল ছবি কেনার অভিযোগ আনা হয়েছিল।
ম্যাজিস্ট্রেট বলেন, অপরাধগুলো অত্যন্ত গুরুতর হলেও এখনই এডওয়ার্ডসকে জেলে পাঠানোর প্রয়োজন নেই। তবে তিনি তাকে যৌন অপরাধীদের জন্য অনুষ্ঠিত হওয়া ৪০ দিনের এক চিকিত্সা কর্মসূচিতে অংশ নেওয়ার নির্দেশ দিয়েছেন। এছাড়া ২৫ দিনের পুনর্বাসন কর্মসূচিতেও এডওয়ার্ডসকে অংশ নিতে হবে।
এডওয়ার্ডসের আইনজীবী ফিলিপ ইভান্স আদালতকে বলেন, ‘অনেক মানুষের সাথে বিশ্বাসঘাতকতা' করার জন্য ‘গভীরভাবে দুঃখ প্রকাশ' করেছেন এডওয়ার্ডস।
তাকে গত নভেম্বরে প্রথম গ্রেপ্তার করা হয়েছিল। এরপর জুন মাসে অভিযোগ গঠন করা হয়। তবে আদালতে এডওয়ার্ডসের উপস্থিত হওয়ার কয়েকদিন আগে জুলাইয়ের শেষদিকে মামলার বিষয়টি প্রকাশ্যে আনা হয়।
এপ্রিল মাসে ‘মেডিকেল পরামর্শ'র কারণ দেখিয়ে বিবিসি থেকে পদত্যাগ করেছিলেন এডওয়ার্ডস। ৪০ বছর বিবিসিতে কাজ করেন তিনি। গ্রেপ্তার হওয়ার পরও ছয়মাস পর্যন্ত এডওয়ার্ডসকে বেতন দিয়ে যাওয়ায় বিবিসির সমালোচনা হয়েছে।
সাজা ঘোষণার পর বিবিসির একজন মুখপাত্র জানান, ‘‘তিনি শুধু বিবিসি নয়, তার উপর আস্থা রাখা দর্শকদের সাথেও বিশ্বাসঘাতকতা করেছেন।’’ এডওয়ার্ডস একজন তারকা উপস্থাপক ছিলেন। যে-কোনো বড় জাতীয় ঘটনায় তিনি উপস্থাপক হিসেবে কাজ করতেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হাসিনা গত ১৫ বছরে দেশের ও নিজের সর্বনাশ করেছে, বাপকে ডুবিয়েছে, দেশকে ডুবিয়েছে: ফজলুর রহমান
আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্রশিক্ষণার্থী চিকিৎসকদের
স্বৈরশাসক হটানোর পর গণতন্ত্র পুনঃনির্মাণে শিক্ষার্থীরা
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা