ভগ্ন হৃদয় যে কারণে বিপদজ্জনক হতে পারে
০২ অক্টোবর ২০২৪, ১০:১৪ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৪, ১০:১৪ এএম
হৃদযন্ত্রে আচমকা গোলোযোগ দেখা দিলে দ্রুত রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা অত্যন্ত জরুরি। জার্মানির এক ফুটবল খেলোয়াড়ের ক্ষেত্রে প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা বিভ্রান্তি দেখা গিয়েছিল।
আর্তুর আমব্রোজিক ফুটবল মাঠে স্ট্রাইকার হিসেবে খেলেন। তিনি যে আবার মাঠে বসে ফুটবল ম্যাচ দেখতে পাচ্ছেন, সেটা সত্যি আশ্চর্যের বিষয়। ২০২৩ সালের আগস্ট মাসে তিনি ট্রেনিং-এর সময় আচমকা অজ্ঞান হয়ে পড়েছিলেন। আর্তুর বলেন, ‘‘আমি কিছুই টের পাইনি, অনুভব করিনি। সেটা সাধারণ দিন ছিল। ট্রেনিংয়ে গেলাম। হঠাৎ এমনটা ঘটলো।’’
হাসপাতালে ২৮ বছর বয়সী এই খেলোয়াড়কে সরাসরি কার্ডিয়াক ক্যাথ ল্যাবে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তাররা যত দ্রুত সম্ভব তার কার্ডিয়াক অ্যারেস্টের কারণ জানতে চেয়েছিলেন। তাঁরা হার্ট অ্যাটাক সন্দেহ করে তার করোনারি ধমনীর ইমেজিং-এর ব্যবস্থা করেন। স্টুটগার্ট হাসপাতালের কর্মকর্তা প্রো. টোমাস নর্ট বলেন, ‘‘তার সব করোনারি ধমনী দেখতে ভালোই ছিল। কোনো সংকোচন বা ব্লকেজ ছিল না। আমরা বিস্মিত হয়ে ভাবলাম, তাঁর ক্ষেত্রে কেন হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যাচ্ছে, অথচ করোনারি ধমনীগুলিতে সেই অনুযায়ী কোনো পরিবর্তন চোখে পড়ছে না? এর পরেই আমরা ‘ব্রোকেন হার্ট সিন্ড্রোম'-এর কথা ভাবলাম। আমরা তার বাম দিকের ভেনট্রিকেলের ইমেজিং করে সেই রোগ শনাক্ত করলাম।’’
‘ব্রোকেন হার্ট সিন্ড্রোম' বা ‘স্ট্রেস কার্ডিওমায়োপ্যাথি’-র ক্ষেত্রে বাম দিকের ভেনট্রিকেলের পাম্পিং-এর ক্ষমতা সাধারণত ক্ষতিগ্রস্ত হয়। অ্যাপেক্স সাধারণত বেলুনের মত প্রসারিত হয়। বাম দিকের স্বাভাবিক ভেনট্রিকেল দেখতে ভিন্ন হয়। সেটা ইংরাজি অক্ষর ‘ভি'-এর মতো এবং অ্যাওর্টা বা মহাধমনীর সাহায্যে শরীরের বাকি অংশে রক্ত পাম্প করে।
‘ব্রোকেন হার্ট সিন্ড্রোম' হলে সেই ভেনট্রিকেল অনেকটা ‘টাকো-সুবো' নামের জাপানের অক্টোপাস ফাঁদের মতো দেখতে হয়। গত শতাব্দীর নব্বইয়ের দশকে জাপানেই প্রথম এই রোগের বর্ণনা করা হয়েছিল। সে কারণে ডাক্তাররা প্রায়ই ‘ব্রোকেন হার্ট সিন্ড্রোম'-কে টাকোসুবো সিন্ড্রোম নামেও ডাকেন। প্রো. নর্ট বলেন, ‘‘ব্রোকেন হার্ট সিন্ড্রোম অনেকটা ‘সাধারণ হার্ট অ্যাটাক'-এর মতোই মনে হয়। রোগীরা আচমকা বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন, আচমকা দম আটকে যায়। বিশেষ করে বয়স্ক মানুষ হুমড়ি খেয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। প্রথমেই কিন্তু আমরা সাধারণ হার্ট অ্যাটাক ও ব্রোকেন হার্ট সিন্ড্রোমের মধ্যে পার্থক্য ধরতে পারি না। কার্ডিয়াক ক্যাথিটারাইজেশন করলে তবেই সেটা বুঝতে পারি।’’
হৃদযন্ত্রের ক্যাথিটারাইজড পরীক্ষার সময়ে ডাক্তাররা আর্তুরের ক্ষেত্রে ব্রোকেন হার্ট সিনড্রোম নির্ণয় করেন। টোমাস নর্ট ও তাঁর টিম তাঁর হৃদযন্ত্রের পেশিতে এক কনজেনিটাল বা জন্মগত রোগও শনাক্ত করেন, যে বিষয়ে তিনি সচেতন ছিলেননা। প্রো. টোমাস নর্ট বলেন, ‘‘তিনি যখন এই হাসপাতালে এলেন, তখন আমরা অবাক হয়ে ভাবলাম, তিনি কীভাবে ভেনট্রিকুলার ফিব্রিলেশনে পড়ছেন। আমরা দুটি কারণ খুঁজে পেলাম। কনজেনিটাল হার্ট মাসেল ডিজিজ এবং সেই সঙ্গে শরীরের স্ট্রেসও ব্রোকেন হার্ট সিন্ড্রোম ঘটিয়েছে।’’
ব্রোকেন হার্ট সিনড্রোমের প্রায়ই কোনো ‘ট্রিগার' থাকে না, যা আগে থেকেই শনাক্ত করা যায়। আর্তুরের ক্ষেত্রেও তেমনটা ঘটেছে। কিন্তু আবেগজনিত স্ট্রেসও প্রায়ই এক ভূমিকা পালন করে। প্রো. নর্ট মনে করেন, ‘‘শারীরিক স্ট্রেসের পাশাপাশি ইমোশনাল স্ট্রেসও ব্রোকেন হার্ট সিনড্রোম ঘটাতে পারে, যেমনটা আমরা আর্তুর আমব্রোজিকের ক্ষেত্রে দেখেছি। আচমকা জীবনসঙ্গীর মৃত্যু অথবা বাসার সামনে রাস্তার উপর পছন্দের বিড়াল গাড়ি চাপা পড়লে, এমনকি টেলিভিশনের পর্দায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখলেও এমনটা ঘটতে পারে। অর্থাৎ শারীরিক চাপের পাশাপাশি ইমোশনল স্ট্রেসও ব্রোকেন হার্ট সিনড্রোমের কারণ হতে পারে।’’
ব্রোকেন হার্ট সিন্ড্রোমের চিকিৎসাও হার্ট ফেলিয়ারের চিকিৎসার মতো। স্ট্রেস হরমোনের প্রভাবে রাশ টানতে বিটা ব্লকার কাজে লাগানো হয়। রোগীর শরীরে ফ্লুইড ওভারলোড বা মাত্রাতিরিক্ত তরল দেখা দিলে ডাইইউরেটিক্স ওষুধ দেয়া হয়।
চিকিৎসায় আর্তুর ভালোই সাড়া দিয়েছেন। তবে আবার ফুটবল ট্রেনিং-এ ফিরে যেতে তাকে আরো কিছুকাল অপেক্ষা করতে হবে। সম্পূর্ণ সুস্থ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে ওঠায় তার মনমেজাজ ভালোই রয়েছে। সূত্র: ডয়চে ভেলে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, এক লাখ টাকা জরিমানা
মিরপুরে বেড়েছে চুরি ছিনতাই
কুষ্টিয়ার কুমারখালীতে ভাইয়ের হাতে ভাই খুন
পালিয়ে গিয়ে হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে: মির্জা ফখরুল
মাগুরায় দলকে গতিশীল করতে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মৌলভীবাজারে সীমান্তে বিএসএফের গুলিতে শ্রমিকের মৃত্যু, জিরো লাইন থেকে লাশ উদ্ধার
মাদারীপুরে ভুয়া সমন্বয়কদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা
সেনবাগে ট্রাক্টর চাপায় ১ শিশু মৃত্যু : আহত ১
আ.লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ইনকিলাব মঞ্চের
ঢাকা ফাইট নাইট ৪.০-এ জয়ী মোহাম্মদ ‘রয়্যাল বেঙ্গল’ ফাহাদ
শহীদ আবু সাঈদকে কটূক্তি, ক্ষমা চাইলেন কিশোরগঞ্জের মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়া
মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন
টাঙ্গাইলে কাকুয়ায় সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের শীতবস্ত্র বিতরণ
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে মানববন্ধন
রাজশাহীর আদালতে আ:লীগের সাবেক এমপি আসাদের রিমান্ড মঞ্জুর
বগুড়ায় পুলিশের উদাসীনতায় রাতের আঁধারে জবর দখল করে ছাদ ঢালাই
লাকসামে সরকারি খাল পাড়ের মাটি বিক্রি হচ্ছে ইটভাটায়
কালিহাতীতে মারামারির সন্ধিগ্ধ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড দলে নেই স্টোকস, ফিরলেন রুট
ঝিকরগাছায় মৃত্যুর ঝুঁকি নিয়ে চলছে ব্যবসা প্রতিষ্ঠান