“ঝলমলে রাতে পর্যটকদের ভীর দুবাইয়ের সৈকতে”
০৭ অক্টোবর ২০২৪, ০২:১৪ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪, ০২:১৪ পিএম
দুবাইয়ে প্রায় সারা বছর ধরেই পর্যটকদের ব্যাপক আনাগোনা চলে। গ্রীষ্মের খরতাপে ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রার মধ্যে দুবাইয়ের উম্ম সুকেইম সৈকতে বেড়াতে গেলে রীতিমতো ভাজা ভাজা হয়ে যেতে হয় ঘুরতে আসা বিদেশি পর্যটকদের। এ সংকটের অভিনব এক সমাধান বের করেছে দুবাই। সেখানে পর্যটকদের জন্য রাতের বেলায় খুলে দেওয়া হয় সৈকত। ফ্লাডলাইটের আলোয় সৈকতের চারপাশ ঝলমল করে। লাইফ-গার্ডের সদস্যরা ব্যবহার করেন অন্ধকারেও দেখা যায়—এমন বাইনোকুলার।
দুবাইয়ের এক কর্মকর্তা বলেন, তাঁদের এ পরিকল্পনা জনপ্রিয় হয়েছে। গত বছর থেকে ১০ লাখের বেশি মানুষ দুবাইয়ে রাতের বেলায় সৈকতে বেড়াতে এসেছেন।
বিশ্বের সবচেয়ে গরম অঞ্চলগুলোর একটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। জলবায়ু পরিবর্তনের কারণে ওই অঞ্চলে তাপমাত্রা রেকর্ড উচ্চতায় উঠছে।
মধ্যপ্রাচ্য অঞ্চলের বেশির ভাগ অংশেই এখন যুদ্ধ-সংঘাত চলছে। যুদ্ধে ইসরায়েলের মুখোমুখি হামাস, হিজবুল্লাহ ও ইরান। এরপরও সাপ্তাহিক ছুটির দিনগুলোর সন্ধ্যা ও রাতে দুবাইয়ের সৈকত-গুলোয় দেশি-বিদেশি পর্যটকদের ভিড় দেখা যায়।ঘুরতে আসা বিদেশিরা উপসাগরীয় অঞ্চলে সূর্যের চামড়া ঝলসানো তাপ এড়িয়ে সমুদ্র উপভোগ করতে রাতের বেলা দুবাইয়ের সৈকতে বেড়ায়। পর্যটকরা বলে, ‘সূর্য অস্ত যাওয়ার পর সন্ধ্যায় তাপমাত্রা কমে যায়। এটা দারুণ!’
দুবাইয়ে প্রায় ৩৭ লাখ মানুষ বসবাস করে। সেখানে জুন থেকে অক্টোবর পর্যন্ত প্রচণ্ড গরম অনুভূত হয়। এ সময়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যায়; সঙ্গে উচ্চ আর্দ্রতা। এ সময়ে বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়।
দুবাইয়ে এখন রাতে খুলে দেওয়ার জন্য ৮০০ মিটারের বেশি দীর্ঘ সৈকত রয়েছে। সমুদ্র থেকে আসা হাঙরের আক্রমণ ঠেকাতে পুরো সৈকতের সামনের অংশ জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। দৈত্যাকার ফ্লাডলাইটের উজ্জ্বল আলোয় সৈকত-জুড়ে রীতিমতো আলোর বন্যা!সৈকতে ২৪ ঘণ্টাই লাইফ-গার্ডের সদস্যরা দায়িত্ব পালন করেন। সমুদ্রের পানিতে আনন্দে মেতে ওঠা পর্যটকদের ওপর নজর রাখতে এবং তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে রাতের আঁধারেও দেখা যায়—এমন বাইনোকুলার ব্যবহার করেন লাইফ-গার্ড সদস্যরা। অবশ্য ফ্লাডলাইটের কারণে পুরো সৈকত আলোকোজ্জ্বল থাকে।
প্রায় মধ্যরাতে পর্যন্ত সৈকতে পর্যটক গিজগিজ করে। এদের মধ্যে বেশির ভাগই বিদেশি। সংযুক্ত আরব আমিরাতের মোট বাসিন্দার ৯০ শতাংশই বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী তারা রাত হলেও সাগরের পানিতে খানিকটা উষ্ণতা নিতে চায়।ঘুরতে আসা বেশিরভাগ মানুষ তার জীবনের জটিলতাকে পেছনে ফেলে খানিকক্ষণ স্বস্তিতে সময় কাটানোর জন্য উপযুক্ত শান্তিময় স্থান মনে করে এই সৈকতকে।হাজারো প্রবাসী শ্রমিক দুবাইয়ের অর্থনীতির চাকা সচল রাখেন। প্রবাসী শ্রমিকদের অনেকেই কঠোর পরিশ্রম শেষে সপ্তাহান্তে আসে একটু আনন্দ উপভোগ করার জন্য।
দুবাই কর্তৃপক্ষের জন্য রাতের সৈকত পর্যটক আকর্ষণের অন্য একটি অবলম্বন হয়ে উঠেছে; বিশেষ করে গ্রীষ্মকালে, যখন কড়া রোদে মানুষ বেশির ভাগ সময় ঘরের ভেতরে থাকে।
দুবাই পৌরসভার কর্মকর্তা হামাদ শাকের বলেন, ‘আমার বিশ্বাস, বিশ্বের অল্প যে কয়টি নগরে রাতের বেলা জনসাধারণের জন্য সৈকতে এ ধরনের সুযোগ-সুবিধা আছে, আমরা সেগুলোর মধ্যে অন্যতম।’
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
নওগাঁর রাণীনগরে জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত
বিনিয়োগ ‘ধ্বংসের’ অভিযোগে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেয়ার হুমকি এস আলমের
বাতিল হলো মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প
সাভারে বাস চাপায় সিআরপি শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
কৃতিত্বপূর্ণ কাজের জন্য পদক পেলেন ৭২ বিজিবি সদস্য
শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা জনজীবন স্থবির
খুবির নির্মাণকাজের গুণগতমান নিশ্চিত ও তদারকি বাড়ানোর নির্দেশ উপাচার্যের
নওগাঁ শহরের দেয়াল থেকে মুছে ফেলা হলো জয় বাংলা
জাহাজে ছিল ৫ জনের লাশ, হাসপাতালে মারা গেলেন আরও ২ জন
বিএসএমএমইউ সুপার স্পেশালইজড হাসপাতালে পুনরায় শুরু হলো বহুল প্রতীক্ষিত কিডনি প্রতিস্থাপন
নওগাঁয় নতুন পুলিশ সুপার সাফিউলের দায়িত্বভার গ্রহণ
দু’জনের ওপর ১২ কোটি মানুষের তথ্য সুরক্ষা কতটা যৌক্তিক: এনসিএসএ মহাপরিচালক
ফ্যাসিস্টের দোসর মহিববুর ও তার স্ত্রীর বিরুদ্ধে ২ মামলা
নোয়াখালীর আমিশাপাড়াতে এনআরবিসি ব্যাংকের কার্যক্রম শুরু
নিউজিল্যান্ড দলে নতুন মুখ জ্যাকবস
জালিয়াতির নির্বাচনে মন্ত্রী-এমপিদের বেতন-ভাতা ফেরত নেয়ার দাবি তুলেছে ‘সিলটি পাঞ্চায়িতের
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন ডলার ছাড়াল
বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে কাতারের ব্যবসায়ী মহিন উদ্দিন
উন্নয়নের প্রতিটি ধাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিতই সরকারের লক্ষ্য : রিজওয়ানা হাসান
খুঁটির জোর কোথায়? আওয়ামী ঠিকাদারের নিম্নমানের কাজ করে বিল নেয়ার অভিযোগ!