মৃত পুত্রের সংরক্ষিত শুক্রাণু দিয়ে সন্তান জন্মের অনুমতি পেলেন ভারতীয় বাবা-মা
১৫ অক্টোবর ২০২৪, ০২:৩১ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ০২:৩১ পিএম
ভারতের এক মৃত ব্যক্তির শুক্রাণু তার বাবা-মায়ের হাতে তুলে দিতে দিল্লির একটি হাসপাতালকে নির্দেশ দিয়েছে সেখানকার আদালত। প্রায় চার বছর ধরে দিল্লির হাসপাতালটির সঙ্গে আইনি লড়াইয়ের পর জয় পেয়েছেন মৃত ওই ব্যক্তির মা-বাবা।
যুক্তরাজ্য-ভিত্তিক সংবামাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালের জুন মাসে প্রীত ইন্দর সিং নামে ৩০ বছর বয়সী এক ব্যক্তির রক্তে “নন-হজকিংস লিম্ফোমা” নামে এক ধরনের ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সারের চিকিৎসার জন্য তাকে গঙ্গারাম হাসপাতালে ভর্তি করান বাবা গুরভিন্দর সিং ও মা হসবির কউর। চিকিৎসাধীন অবস্থায় সে বছরের সেপ্টেম্বরে মারা যান প্রীত ইন্দর সিং।
তবে কেমোথেরাপি শুরু করার আগে হাসপাতাল থেকে পরামর্শ দেওয়া হয়েছিল যে একবার চিকিৎসা শুরু হলে প্রীত ইন্দর সিংয়ের শুক্রাণুর গুণমান খারাপ হয়ে যেতে পারে। সেজন্য শুক্রাণু জমিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়। ২০২০ সালের ২৭ জুন তার শুক্রাণু সংগ্রহ করে বরফের আকারে জমিয়ে রাখা হয়।
প্রীত ইন্দর সিংয়ের মৃত্যুর কয়েক মাস পরে তার বাবা-মা হাসপাতালের কাছে ছেলের শুক্রাণু ফেরত চান। কিন্তু হাসপাতাল তাদের সেই আবেদনে সাড়া দেয়নি। এরপর দিল্লি হাইকোর্টে আবেদন জানান ওই দম্পতি।
তারা আদালতকে জানান, ছেলের শুক্রাণু ব্যবহার করে যে নবজাতক আসবে, তাকে বড় করে তোলার দায়িত্ব নেবেন। তারা মারা গেলে সেই নাতি বা নাতনির সব দায়িত্ব নেবেন বলে আদালতে লিখিত অঙ্গীকার জমা দেন ওই দম্পতির দুই মেয়ে।ওই দম্পতি আদালতকে আরও বলেন যে তারা চান তাদের সন্তানের উত্তরাধিকার বজায় থাকুক।
গঙ্গারাম হাসপাতাল আদালতে যুক্তি দিয়েছিল তারা কোনো মৃত ব্যক্তির শুধুমাত্র স্ত্রী বা স্বামীর কাছেই সংরক্ষিত শুক্রাণু হস্তান্তর করতে পারে। অবিবাহিত কোনো মৃত পুরুষের সংরক্ষিত শুক্রাণু তার বাবা মা অথবা আইনসম্মত উত্তরাধিকারীকে দেওয়ার ব্যাপারে কোনো স্পষ্ট আইন বা নীতিমালা নেই বলেও তারা আদালতকে জানিয়েছিল।
তবে, শেষ পর্যন্ত আদালতের রায় গুরভিন্দর সিং ও হসবির কউর দম্পতির পক্ষে এলো। দীর্ঘ ৪ বছর মামলা লড়ে নিজেদের পক্ষে রায় পাওয়ায় ভীষণ খুশি এই দম্পতি। বিষয়টি নিয়ে হসবির কউর বিবিসিকে বলেন, “আমাদের দুর্ভাগ্য যে ছেলেকে হারিয়েছি। তবে আদালত একটি বহুমূল্য উপহার দিল। এখন আমরা সন্তানকে ফিরে পেতে পারব।”
বিচারপতি প্রতিভা সিং তার রায়ে বলেছেন, “ভারতীয় আইন অনুযায়ী মৃত্যুর পরে সন্তান জন্মের ওপরে কোনো প্রতিবন্ধকতা নেই, যদি যার শুক্রাণু, তিনি আগেই নিজের সম্মতি দিয়ে থাকেন।”
আদালতে রায়ে আরও বলা হয়েছে, স্ত্রী বা সন্তান না থাকলে শুক্রাণু পাওয়ার অধিকার রয়েছে মৃত ব্যক্তির বাবা-মায়ের, কারণ হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী তারাই মৃত ব্যক্তির আইনি উত্তরাধিকারী।
প্রীত ইন্দর সিংয়ের মা বিবিসিকে আরও বলেন, “নিজের বোনেদের ও খুব ভালোবাসত। বন্ধুরাও ওর খুব কাছের ছিল। আমার ফোনে স্ক্রিনসেভারে ওরই ছবি রয়েছে। আমার দিনটা শুরুই হয় ওর মুখটা দেখে।”
তিনি জানান, ছেলের ওই শুক্রাণু “সারোগেসি”র মাধ্যমে গর্ভধারণ করানোর কথা ভাবছে তাদের পরিবার। ওই দম্পতির এক মেয়ে অর্থাৎ মৃত প্রীত ইন্দর সিংয়ের এক বোন “সারোগেসি”তে রাজি হয়েছেন বলেও জানান তিনি।চিকিৎসা বিজ্ঞানে অন্য মায়ের গর্ভ ব্যবহার করে সন্তান জন্মদানকে সারোগেসি বলা হয়।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, চেক প্রজাতন্ত্রসহ বেশ কয়েকটি দেশ লিখিত অনুমতির ভিত্তিতে মৃত্যু-পরবর্তী প্রজননের অনুমতি দেয়। অস্ট্রেলিয়াতে একটি বাড়তি শর্ত থাকে, যেখানে মৃত্যুর পরে পরিবারের আবেগ সামলানোর জন্য এক বছর সময় দেওয়া হয় মৃত্যু-পরবর্তী প্রজননের অনুমোদন দেওয়ার আগে।
তবে ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, মালয়েশিয়া, পাকিস্তান, হাঙ্গেরি ও স্লোভেনিয়াতে এ ধরনের প্রজননের অনুমোদন দেওয়া হয় না। আর ভারতের প্রতিবেশীদের মধ্যে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও বাংলাদেশে এই বিষয়ে কোনো নীতিমালা নেই।
যেসব দেশে মৃত্যু-পরবর্তী প্রজননের আইনি স্বীকৃতি আছে, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রীর কাছ থেকেই বরফাকারে জমিয়ে রাখা ডিম্ব বা শুক্রাণু ব্যবহার করে গর্ভধারণের আবেদন আসে।
ইসরায়েলে অবশ্য মৃত ব্যক্তির বাবা-মায়েরা তাদের পুত্র সন্তানের শুক্রাণু ব্যবহার করে প্রজনন ঘটাতে চাইছেন, এরকম ঘটনা বাড়ছে। অন্যদিকে রাশিয়ার সঙ্গে যুদ্ধের পর থেকে ইউক্রেনের সেনা সদস্যদের বিনা খরচে শুক্রাণু সংরক্ষণের সুবিধা দেওয়া হচ্ছে। ভারতে অবশ্য এভাবে প্রজননের ঘটনা বিরল।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট
গণমাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের ওপর গুরুত্বারোপ করলেন উপদেষ্টা
বগুড়ার ধুনট পল্লীতে জয় বাংলা স্লোগান দিয়ে ব্যবসায়ীর ৩৫ হাজার টাকা ছিনতাই
দীর্ঘ ১৩ বছর পর দেশে ফিরছেন কায়কোবাদ
সিদ্দিরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
নাচোলে পিয়ারাবাগানে এক গৃহবধূ খুন
৫ জানুয়ারি থেকে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু
নোয়াখালীর সুবর্ণচরে মোটর থেকে বৈদ্যুতিক তার খুলতে প্রাণ গেল যুবকের
কারখানায় আগুন, পরিদর্শনে হাতেম
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
শ্রীপুরে ভুয়া মেজর আটক
প্রশ্ন: কিসব কারণে বিয়ের বরকত নষ্ট হয়ে যায়?
মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ (সা:)
আল-কুরআন তাজকেরায়ে মীলাদ নামায়ে আম্বিয়া (আ:)