বিশ্বের শীর্ষস্থানীয় এক হাজার লেখক ইসরাইলের সাংস্কৃতিক সংস্থাগুলোকে বয়কটের আহ্বান
৩১ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৩:০২ পিএম
বিশ্বের শীর্ষস্থানীয় এক হাজারের বেশি লেখক ও সাহিত্যিক ব্যক্তিত্ব এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরাইলের সাংস্কৃতিক সংস্থাগুলোকে সহযোগিতা করবেন না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।তারা বলেছেন, ইহুদিবাদী সরকার ফিলিস্তিনি জনগণের ওপর যে দমনপীড়ন ও গণহত্যা চালিয়ে আসছে, তাতে সহযোগিতা করছে এসব সাংস্কৃতিক সংস্থা।যুক্তরাজ্যের গার্ডিয়ান পত্রিকা গত সোমবার এ তথ্য জানিয়েছে।
জনপ্রিয় লেখক যারা চিঠিতে স্বাক্ষর করেছেন তাদের মধ্যে রয়েছে আইরিশ লেখক স্যালি রুনি, পুলিৎজার পুরস্কার বিজয়ী আমেরিকান-লিবিয়ান ঔপন্যাসিক হিশাম মাতার,পুলিৎজার পুরস্কার বিজয়ী ঔপন্যাসিক ভিয়েত থান নগুয়েন, বুকার পুরস্কার বিজয়ী অরুন্ধতী রায়, মহসিন হামিদ, বুকার পুরস্কার-মনোনীত অবনী দোশি।
লেখকরা ইসরাইলি প্রকাশক, উৎসব, সাহিত্য সংস্থা এবং প্রকাশনাগুলোর সঙ্গে কাজ না করার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রচারটি করেছিল প্যালেস্টাইন ফেস্টিভ্যাল অফ লিটারেচার (প্যালফেস্ট নামেও পরিচিত)।তারা ফিলিস্তিনজুড়ে শহরগুলোতে বিনামূল্যে পাবলিক ইভেন্টের সঙ্গে কাজ করে।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা লেখক, প্রকাশক, সাহিত্য উৎসবের কর্মী এবং অন্যান্য বইয়ের কর্মী হিসেবে এই চিঠিটি প্রকাশ করছি, যখন আমরা ২১ শতকের সবচেয়ে মারাত্বক নৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংকটের মুখোমুখি।
তাতে আরো উল্লেখ করা হয়েছে, ইসরাইল গত অক্টোবর থেকে গাজায় ‘কমপক্ষে ৪৩ হাজার ৩৬‘ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং ইসরাইল ‘৭৫ বছর ধরে বাস্তুচ্যুতি, জাতিগত নির্মূল এবং বর্ণবাদ’ অনুসরণ করে যাচ্ছে।সংস্কৃতি ‘এই অন্যায়কে স্বাভাবিক করার ক্ষেত্রে একটি অবিচ্ছেদ্য ভূমিকা পালন করেছে’ করছে বলেও বিবৃতিতে বলা হয়।
স্বাক্ষরকারীরা ইসরাইলি প্রকাশক, উৎসব, সাহিত্য সংস্থা এবং প্রকাশনাগুলোর সঙ্গে কাজ না করার প্রতিশ্রুতি নিয়েছেন, যারা ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত এবং ইসরাইলের দখলদারিত্ব, বর্ণবাদ বা গণহত্যাকে ন্যায্যতা দিয়েছে।
বিশ্বের প্রখ্যাত লেখকদের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক আইনে ফিলিস্তিনিদের জন্য যে সুস্পষ্ট অধিকার লিপিবদ্ধ রয়েছে তাকে যেসব প্রতিষ্ঠান স্বীকৃতি দেয় না, সেসব প্রতিষ্ঠান বয়কটের তালিকায় থাকবে।
বিবৃতিতে বলা হয়, অতীতে দক্ষিণ আফ্রিকার বহু বর্ণবাদবিরোধী লেখক একই রকম অবস্থান গ্রহণ করেছিলেন। কারণ বর্ণবাদী আচরণ ও লাখ লাখ মানুষকে শরণার্থীতে পরিণত করার বিষয়টি কোনো সুস্থ বিবেকসম্পন্ন মানুষ মেনে নিতে পারেন না।আইরিশ লেখক স্যালি রুনি একজন দীর্ঘদিন ধরে ইসরাইলের সমালোচক।তিনি তার ইসরাইলি প্রকাশককে তার বই হিব্রু ভাষায় অনুবাদ করার অনুমতি দেননি।
এদিকে একটি আইনি অ্যাডভোকেসি গ্রুপ ইউকে লয়ার্স ফর ইসরাইল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে জানিয়েছে, ‘চিঠিটিতে ইসরাইলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে এবং এর স্বাক্ষরকারীরা ইসরাইলের সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং অবৈধভাবে বয়কট করেছে।
পাবলিশার্স অ্যাসোসিয়েশনের কাছে একটি বার্তায় ইউকেএলএফআই ইউকে ইকুয়ালিটি অ্যাক্ট ২০১০ এবং বিশ্বজুড়ে অন্যান্য বৈষম্যমূলক আইনের উল্লেখ করে বলেছে, ‘চিঠিটি ইসরাইলিদের বিরুদ্ধে স্পষ্টভাবে বৈষম্যমূলক আচরণ।’ ইউকেএলএফআই লিখেছে, ‘লেখকরা প্রকাশক, সাহিত্য সংস্থা বা অন্য কোনো জাতীয়তার প্রকাশনার ওপর অনুরূপ শর্ত আরোপ করেন না।’
এদিকে সাহিত্য ও বিনোদন শিল্পের বেশ কয়েকজন নোবেল বিজয়ী, পুলিৎজার পুরস্কার এবং বুকার পুরস্কার বিজয়ীসহ ইসরাইলের সাংস্কৃতিক বয়কটের বিরুদ্ধে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন।চিঠিটি অলাভজনক সংস্থা ক্রিয়েটিভ কমিউনিটি ফর পিস (সিসিএফপি) প্রকাশ করেছে। সংস্থাটি ইসরাইলের সাংস্কৃতিক বয়কটের বিরুদ্ধে প্রচারণা চালায়।
সিসিএফপি চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, লি চাইল্ড (জ্যাক রিচার উপন্যাসের স্রষ্টা), বুকার বিজয়ী হাওয়ার্ড জ্যাকবসন, পুলিৎজার বিজয়ী ডেভিড ম্যামেট, নোবেল বিজয়ী হার্টা মুলার ও এলফ্রিডে জেলিনেক, ইতিহাসবিদ সাইমন স্কামা ও সাইমন সেবাগ মন্টেফিওর, বিনোদনবিদ জিন সিমন, সিমন, অজি অসবোর্ন এবং ডেব্রা মেসিং।
চিঠিতে বলা হয়েছে, ‘আমরা ইসরাইলি এবং ইহুদি লেখক, প্রকাশক, লেখক এবং সাহিত্য সংস্থাগুলো বয়কট করার আহ্বান প্রত্যাখ্যান করছি।এ ছাড়া যারা এই বয়কটের সমর্থন করে তাদের সঙ্গেও আমরা কাজ করব না। সাহিত্যিক সম্প্রদায়ের সদস্যদের দ্বারা তাদের সহকর্মীদের হয়রানি এবং বহিষ্কার করতে দেখে আমরা হতবাক ও হতাশ।’
সেখানে আরো বলো হয়েছে, ‘ইসরাইল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন-মনোনীত সশস্ত্র গোষ্ঠী হামাস এবং হিজবুল্লাহ বিরুদ্ধে অস্তিত্বের যুদ্ধে লড়াই করছে। যে কাউকে একতরফাভাবে ইসরাইলের নিন্দা করা এবং তাদের বয়কট করা নৈতিকতার বিপরীত।’ সূত্র: টাইমস অব ইসরাইল, দ্য গার্ডিয়ান
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ছাত্রলীগের শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতি সোহাগ বেপারী গ্রেপ্তার
বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ : ডেইলি মেইল
প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৩০ মামলার আসামী গ্রেপ্তার
‘ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল হবে না’
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
সিলেটে ক্রিকেট উন্মদনা শুরু
ইসরায়েলের কারাগার থেকে জর্ডানিয়ান চিকিৎসকের মুক্তি
ব্রিজবেন ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন সাবালেঙ্কা
রোহিঙ্গা ঠেকাতে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন
খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীর সাক্ষাৎ
দ. কোরিয়ায় ইউন সুক ইয়োলের গ্রেপ্তার নিয়ে উত্তপ্ত পরিস্থিতি
কাতারে সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী, নিষেধাজ্ঞা তোলার আর্জি
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ৮২ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড–২০২৫
মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলা, নিহত ৫
হাড়হিম করা সিনেমা দিয়ে হলিউডের বছর শুরু
৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করতে হবে- আবুল কালাম আজাদ সিদ্দিকী
ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ গাজায় ১ হাজার মসজিদ ধ্বংস করেছে
সিরিয়ায় সরকারি কর্মচারীদের বেতন ৪০০ শতাংশ বৃদ্ধির ঘোষণা
জুলাই হত্যা : কোনো মামলারই প্রতিবেদন দেয়নি পুলিশ, বলছেন আইনজীবীরা