অভিনব প্রতিবাদ, টেসলার গাড়ি টেনে নিয়ে গেল ষাঁড়
৩১ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম
মানুষের জীবনে কতরকমের শখ থাকে। এই শখকে ঘিরে থাকে হাজারো প্রত্যাশা। শখের জিনিস কিনে মানুষ যে আনন্দ পায় তা বলে বোঝানোর নয়,এসব কেন বলছি জানেন। আর পাঁচটা মানুষের মত শখ করে গাড়ি কিনেছিলেন চীনের পূর্বাঞ্চলের শানডং প্রদেশের উইফাংয়ের এক বাসিন্দা। টেসলা মডেল থ্রি এর গাড়িটা বেশ মনে ধরেছিল ঐ ব্যক্তির। যেমন ভাবা তেমন কাজ, শখের জিনিস কিনেও ফেললেন।
পুরোনো গাড়ি কেনা-বেচার পরিচিত প্ল্যাটফর্ম গুয়াজি থেকে এক লক্ষ এক হাজার ইউয়ান (১৪ হাজার মার্কিন ডলার) দিয়ে গাড়িটি নিজের নামে করলেন। তবে এই গাড়িটি শেষ পর্যন্ত চালালেন একটা বুনো ষাঁড়। কেননা তিনি একটা ষাঁড়কে দিয়েই নতুন গাড়ি টানিয়েছেন। তবে এটা তার শখ ছিল না। বাধ্য হয়ে ষাঁড়কে দিয়ে গাড়ি চালালেন তিনি। এটা তার অভিনব প্রতিবাদ পদ্ধতি। কেননা তিনি প্রতারণার শিকার হয়েছেন কোম্পানির কাছ থেকে।
চীনের এই ব্যক্তিটি গাড়িটি কেনার পর চালানো শুরু করলেন। আর সেখানেই হল সমস্যা। চালানোর পরপরই ওই ব্যক্তি পর্যবেক্ষণ করলেন বৈদ্যুতিক গাড়িটি আর চার্জ করা যাবে না। গাড়িতে এই নিয়ে সতর্কবার্তা দেখানো হচ্ছে। ব্যাস অমনি মেজাজ গেল চটে। রেগেমেগে গজগজ করতে লাগলেন চীনের এই বাসিন্দা।
তার সন্দেহ, গাড়িটির ব্যাটারি হয়তো নষ্ট হয়ে গেছে। কিন্তু কি করবেন ভেবে না পেয়ে, গেলেন গুয়াজি ও টেসলা উভয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে। কিন্তু বারবার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। চরম হতাশ হয়ে ওই ব্যক্তি প্রতিবাদ জানাতে অভিনব এক উপায় বেছে নেন। তিনি গাড়িটি দড়ি দিয়ে একটি ষাঁড়ের সঙ্গে বেঁধে দেন। রাস্তা দিয়ে ষাঁড়টি সেটি টেনে নিয়ে যেতে থাকে। ওই ব্যক্তির আশা ছিল, এভাবেই তিনি তার আবেদনে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন এবং ন্যায়বিচার পাবেন।
প্রতারণার শিকার ওই ব্যক্তির আশা অনেকটাই পূরণ হয়েছে। একটি ষাঁড় রাস্তা দিয়ে একটি টেসলা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে, এমন ভিডিও চীনের সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা যায়, ষাঁড়টি রাস্তা দিয়ে ধীরে ধীরে একটি টেসলা গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। গাড়িটির গায়ে স্প্রে-পেইন্ট দিয়ে লেখা ‘গুয়াজির মাধ্যমে প্রতারিত’ এবং ‘প্রতারক’। এরপর ওই ব্যক্তি গাড়িটিকে গুয়াজির ব্যবহৃত গাড়ি বিক্রির একটি শোরুমের সামনে রেখে আসেন।
ব্যস হু হু করে কমেন্ট আসতে থাকে। অনেকে এটি দেখে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এটা উদ্ভট। একজন লিখেছেন, ‘যে গাড়ি চার্জ হয় না, সেটা আসলে আবর্জনা’। একজন লিখেছেন, ‘টাকা নষ্ট’।
এই নিয়ে গুয়াজির কাস্টমার সার্ভিসের এক কর্মকর্তা আইফেং ডটকমকে বলেন, তাদের প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করার আগে তারা সব গাড়ি পরীক্ষা করে নেন। ওই ক্রেতা গাড়িটি গুয়াজির অন্য একটি সার্ভিস থেকে নিয়েছেন। ওই সার্ভিসে গাড়ির পেশাদার দালালেরা সরাসরি দরদাম করে ক্রেতার কাছে গাড়ি বিক্রি করেন।
কাস্টমার সার্ভিসের ওই কর্মকর্তা আরও জানান, ‘আমাদের গুয়াজিস সিটুবি সেবা চালুই করা হয়েছে পেশাদার দালালদের জন্য, যারা বাণিজ্যিক উদ্দেশ্যে পুরোনো গাড়ি কেনেন এবং সেগুলো বেশি দামে বিক্রি করেন।’
তবে ঐ ব্যক্তি সেকেন্ডহ্যান্ড গাড়িটি কেনার সময় সেটি পরীক্ষা করে নিয়েছিলেন কি না বা কীভাবে গাড়িটি ক্রেতার কাছে পাঠানো হয়, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। চীনা ওই ব্যক্তির গাড়িটি পেশাদার লোকদের দিয়ে পরীক্ষা করার পর জানা যায়, সেটির মাইলেজ ২ লক্ষ ৮০ হাজার কিলোমিটারের বেশি।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দলীয় নির্দেশনা অমান্য করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা : যুবদল সভাপতি
ইউসিমাস জাতীয় ম্যাথ প্রতিযোগিতায় পুরস্কার পেল বগুড়ার ১২ শিক্ষার্থী
ডিজেল ও কেরোসিনের দাম কমাল সরকার
বাসযোগ্য শহর গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান পরিবেশ উপদেষ্টার
ছাত্র-জনতার ফ্যাসিবাদ বিরোধী মিছিলে হামলার জেরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন-ভাঙচুর
বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আদর্শিক ছাত্র জনতার ভূমিকা রাখতে হবে -মাওলানা ইমতিয়াজ আলম
রাজবাড়ীতে পুলিশে চাকুরী দেওয়ার নামে প্রতারনার অভিযোগে আনসার সদস্যসহ ৪জন গ্রেপ্তার
পতিত সরকারের ভূমিমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, অনুসন্ধান শুরু করেছে সিআইডি
কালিয়াকৈরে বিএনপি নেতা সাইয়েদুল আলম বাবুলকে সংবর্ধনা
পিএসসি’র আরও ৫ সদস্য নিয়োগ
জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস খোলার বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করুন
বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে আসছেন সাফজয়ী নারী দল
ডুয়েটে ‘হাই ইমপ্যাক্ট রিসার্চ, ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড রিসার্চ স্ট্র্যাটেজিস্’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সেনবাগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব কমান্ডরের দাফন সম্পন্ন
এস আলম, রামপাল ও পায়রা উৎপাদন কমালো
ভারতে `জয় শ্রী রাম’ বলতে বলায় মুসলিম মহিলার খাবার খেতে অস্বীকৃতি!
তূণমূল নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এসেছে দেশের স্বাধীনতা : সিলেট মহানগর বিএনপি সেক্রেটারী ইমদাদ চৌধুরী
রেঞ্জ কর্মকর্তার (এসিএফ) বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে শরণখোলায় সুন্দরবনের জেলে মৎস্যজীবিদের মানববন্ধন
সায়মা ওয়াজেদের সাথে কাজ করতে চায় না অন্তর্বর্তী সরকার
ফ্যাসিবাদ হাসিনা গত ১৫ বছরে দেশটাকে তার পৈত্রিক সম্পত্তি মনে করেছিল -আমতলীতে ভিপি নুরুল হক নুর