কানাডায় মন্দিরে হামলা খালিস্তানপন্থিদের, গ্রেপ্তার তিন
০৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৭ পিএম
কানাডার টরন্টোর শহরতলিতে বিক্ষোভের সময় একটি মন্দিরে হামলা চালায় খালিস্তানপন্থিদেরা। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিক্ষোভে অংশ নেয়া এক পুলিশ অফিসার সাসপেন্ড। নিন্দায় মোদী, ট্রুডো।
রোববার টরন্টোর শহরতলি ব্রাম্পটনে একটি মন্দিরের সামনে সহিংসতা ছড়ায়। সোমবার কানাডার পুলিশ জানিয়েছে, তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানিয়েছে, যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বয়স ২৩, ৩১ ও ৪৩ বছর। তাদের হাতে অস্ত্র ছিল। তারা পুলিশকে পর্যন্ত আক্রমণ করেছিল। বেআইনি কার্যকলাপের একাধিক অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
ভারত ও কানাডার সম্পর্কে এখন চরম উত্তেজনা রয়েছে। কানাডার অভিযোগ, একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যায় ভারতীয় কূটনীতিকরা যুক্ত। ভারত সেই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। কানাডার দাবি, তাদের হাতে প্রমাণ আছে। ভারতের দাবি, তারা চেয়েও কোনো নির্দিষ্ট প্রমাণ পায়নি।
রোববার হিন্দু সভা মন্দিরের সামনে এই সংঘর্ষ হয়। সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও ক্লিপিংসে দেখা গেছে, কিছু শিখের হাতে খালিস্তানি পতাকা ছিল। তবে কারা সহিংসতা শুরু করে তা ভিডিও থেকে বোঝা যায়নি। ভারতের পাঞ্জাবকে স্বাধীন রাষ্ট্র করতে চায় খালিস্তানপন্থিরা।
ভারতীয় কিছু কূটনীতিক তখন মন্দিরের ভিতরে ছিলেন। তখন এই সংঘর্ষ শুরু হয়। ভিডিওতে দেখা গেছে, লড়াই শুরু হওয়ার পরেই লাঠি দিয়ে একে অন্যকে আক্রমণ করা হয়েছে। ঘুষিও সমানে চলেছে। পুলিশ জানিয়েছে, একজন ডিউটিতে না থাকা পুলিশ অফিসার বিক্ষোভে অংশ নেয়। তার হাতেও খালিস্তানি পতাকা ছিল বলে ভিডিওতে দেখা গেছে। সেই অফিসারকে সাসপেন্ড করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এরপর বেশ কিছু এলাকায় প্রতিবাদ দেখানো হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, কানাডায় শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানো যায়। কিন্তু কোনোরকম অশান্তি বরদাস্ত করা হবে না।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে লিখেছেন, ''হিন্দু মন্দিরে এই ইচ্ছাকৃত আক্রমণের ঘটনার তীব্র নিন্দা করছি। আমাদের কূটনীতিকদের কাপুরুষোচিতভাবে ভয় দেখানোর চেষ্টা অত্যন্ত নিন্দনীয়। এই ধরনের ঘটনার ফলে ভারতের সংকল্প দুর্বল হবে না। আমরা আশা করি কানাডার সরকার বিচার ও আইনের শাসন বহাল রাখবে।''
পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, ''কানাডায় হিন্দু মন্দিরে যা হয়েছে, তা খুবই চিন্তাজনক।''
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, ''চরমপন্থি ও বিচ্ছিন্নতাবাদীরা যেভাবে হিন্দু সভা মন্দিরে আক্রমণ করেছে তার তীব্র নিন্দা করা হচ্ছে। আমরা কানাডার কর্তৃপক্ষকে অনুরোধ করছি, তারা যেন সব ধর্মীয় স্থানকে সুরক্ষিত রাখে। আমরা এটাও আশা করি, যারা সহিংসতা করেছে, তাদের শাস্তি দেয়া হবে। কানাডায় ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমাদের দূতাবাস সবাইকে একইরকমভাবে সেবা করতে বদ্ধপরিকর। এভাবে তাদের ভয় পাওয়ানো যাবে না।''
কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো এই সহিংসতার নিন্দা করে বলেছেন, ''এই ঘটনা কোনোভাবেই মেনে নেয়া যায় না।''
কানাডা-ভারত সম্পর্ক তলানিতে
গত সপ্তাহে কানাডার সরকার অভিযোগ করে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিখ বিচ্ছিন্নতাবাদীকে হত্যার পরিকল্পনায় সামিল ছিলেন। কানাডা দাবি করে, তারা ভারতের হাতে তথ্যপ্রমাণ তুলে দিয়েছে। কিন্তু ভারত সরকার বারবার দাবি করেছে, সম্পূর্ণ অবাস্তব অভিযোগ করা হয়েছে। দুই দেশই একে অন্যের কূটনীতিকদের বহিষ্কার করেছে। তাতে সম্পর্ক আরো খারাপ হয়েছে।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
আখাউড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত
২০২৬ সালের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ
ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার ১৩ দফা দাবিতে মানববন্ধন
বিপিএলে অনিশ্চিত মাশরাফি
বাংলাদেশের ক্রিকেটাররাই বিপিএল তারকা: আফ্রিদি
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
হেলিকপ্টার বিলাস নিয়ে ব্যাপক সমালোচনা ও উপদেষ্টা আসিফের কৈফিয়ত
উত্তরার তুরাগে নোহা গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু