জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাইডেন
০৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৩৪ পিএম
সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে হোয়াইট হাউসের রোজ গার্ডেন থেকে তিনি এই ভাষণ দেবেন বলে জানিয়েছে এএফপি।
হোয়াইট হাউসসূত্রে জানা গেছে, ভাষণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন তিনি। তবে প্রাধান্য পাবে সদ্য শেষ হওয়া নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর।
বুধবার শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ; ফলাফলও ইতোমধ্যে প্রকাশিত। নির্বাচনে বিজয়ী রিপাবলিকান পার্টির প্রার্থী এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেক্টোরাল ভোট এবং ৭ কোটি ২৬ লাখ ৫২ হাজার ৮২৭টি সাধারণ ভোট। আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেক্টোরাল ভোট এবং ৬ কোটি ৭৯ লাখ ৪১ হাজার ৮৮১টি সাধারণ ভোট।
এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে প্রথমবার প্রেসিডেন্ট হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে পরে ২০২০ সালের নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির তৎকালীন প্রার্থী জো বাইডেনের কাছে পরাজিত হন তিনি।
এবারের নির্বাচনেও জো বাইডেনের সঙ্গে তার দ্বৈরথ হওয়ার কথা ছিল; কিন্তু গত জুলাই মাসে বাইডেন নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে প্রার্থী করে ডেমোক্রেটিক পার্টি।
২০২০ সালের নির্বাচনের ফলাফল অবশ্য একেবারেই মেনে নেননি ডোনাল্ড ট্রাম্প। ব্যাপক ভোট কারচুপির অভিযোগ করেছিলেন তিনি। এমনকি ২০২১ সালের ৬ জানুয়ারি যখন বাইডেনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বিশেষ অধিবেশন বসেছিল, সেখানে নজিরবিহীন হামলা চালিয়েছিল কয়েক শ উগ্র ট্রাম্প সমর্থক। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি।
যুক্তরাষ্ট্রের প্রথা অনুযায়ী, হোয়াইট হাউসে যখন নতুন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান হয়, সে সময় উপস্থিত থাকেন বিদায়ী প্রেসিডেন্ট; কিন্তু বাইডেনের অভিষেক অনুষ্ঠানে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিতি ছিলেন ট্রাম্প।
বাইডেন অবশ্য ট্রাম্পের পথে হাঁটেননি। বিজয় নিশ্চিত হওয়ার পর টেলিফোনে তিনি শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্পকে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন এবং হোয়াইট হাউসে আমন্ত্রণও জানিয়েছেন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
সউদী আরবকে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান উপদেষ্টা নাহিদের
গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৬
যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ খনিজ রফতানিতে চীনের নিষেধাজ্ঞা
বিক্ষোভের মুখে প্রত্যাহার দক্ষিণ কোরিয়ার সামরিক আইন
সিরিয়ার প্রেসিডেন্টকে সতর্ক করে যা বললেন এরদোগান
নভেম্বরে রপ্তানি আয় বেড়েছে ১৫.৬৩ শতাংশ
সৈয়দপুরে পিকআপের ধাক্কায় এক শ্রমিক নিহত
শিক্ষার্থীদের মারধর ও শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে শ্রমিকদের সঙ্গে খুবি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : বিক্ষোভ মিছিলে খেলাফত আন্দোলন
আগরতলায় সহকারি হাইকমিশনে উগ্রবাদীদের হামলার প্রতিবাদে চাঁদপুরে খেলাফত মজলিস বিক্ষোভ
বগুড়ায় ম্যাজিষ্ট্রেটের সিল-স্বাক্ষর জাল করার অভিযোগে ৩ প্রতারক গ্রেফতার
পিলখানা হত্যা, শাপলা চত্বরে গণহত্যা ও ২৪'র গণহত্যার বিচারের জন্য ছাত্র ঐক্যের প্রয়োজন: শিবির সভাপতি
‘কুটনীতিকদের উপর আক্রমণ করে ভারত নিজেদের অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে’
ষড়যন্ত্র রুখতে সরকারের পাশে থাকবে বিএনপি
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক মিথ্যা ও অপতথ্য ছড়ানোয় বিএফইউজে ও ডিইউজের উদ্বেগ
স্বাধীনতা-সার্বভৌমত্ব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য
ইনকিলাব সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ চুরি
পঞ্চগড়ে বিএনপির আনন্দ মিছিল
অব্যবহৃত মসজিদ বা তার জায়গা সংরক্ষণ করা প্রসঙ্গে?
চা শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করুন