‘মুসলমান-বিরোধী’ মন্তব্য করায় অভিনেতা মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
০৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৪৯ পিএম
বলিউডের একসময়কার সুপারস্টার ও বর্তমানে বিজেপির নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে কলকাতা ও লাগোয়া সল্ট লেক পুলিশের কাছে এখনও পর্যন্ত তিনটি অভিযোগ দায়ের হয়েছে। কয়েকদিন আগে বিজেপির দলীয় সভায় তিনি এক ভাষণে “কেটে মাটিতে পুঁতে’ দেয়ার কথা বলেছিলেন।
কাদের কেটে ফেলার কথা বলেছিলেন, তা স্পষ্ট করে বলেননি তিনি, তবেই ওই বাক্যটির ঠিক আগের বাক্যেই চক্রবর্তী হিন্দু-মুসলমানদের কথা বলছিলেন। তৃণমূল কংগ্রেস বলছে এটি নিশ্চিতভাবে সংখ্যালঘু মুসলমানদের উদ্দেশে বলা এবং মানুষকে হত্যায় ইন্ধন জোগানো।
তবে বিজেপি বলছে লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলার এক তৃণমূল নেতা হিন্দু-মুসলমানদের সংখ্যার কথা টেনে এনে ‘কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব’ – এরকম মন্তব্য করেছিলেন। এখন মিঠুন চক্রবর্তী সেই কথার সূত্র ধরেই পাল্টা জবাব দিয়েছেন। তার ওই বক্তব্যকে বিজেপি ‘ঘৃণা-ভাষণ’ বলে মনে করে না।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারসহ দলটির শীর্ষ নেতাদের উপস্থিতিতে গত সপ্তাহে সদস্য-সংগ্রহ অভিযানের অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী ওই ভাষণ দিয়েছিলেন। বিজেপির পশ্চিমবঙ্গ শাখার ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠানের রেকর্ডিং রয়েছে। মিঠুন চক্রবর্তীর ভাষণের বিরুদ্ধে সোমবার দুটি এফআইআর দায়ের হয়েছে আর মঙ্গলবার কলকাতার একটি থানায় স্থানীয় বাসিন্দারা লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
কী বলেছিলেন মিঠুন?
নিজের ভাষণে মিঠুন চক্রবর্তী বিগত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে দলের খারাপ ফলাফল নিয়ে বলতে শুরু করেছিলেন। এরপরেই তিনি বলেন যে “২৬-এ গদি আমাদের হবে.. যা কিছু করতে হোক তার জন্য, আমরা করব। স্বরাষ্ট্রমন্ত্রীর সামনেই বলছি– যা কিছু করতে হোক। এই যা কিছু করার মধ্যে অনেক অর্থ লুকিয়ে থাকতে পারে।”
পশ্চিমবঙ্গে পরবর্তী বিধানসভা নির্বাচন ২০২৬ সালে নির্ধারিত আছে। চক্রবর্তী ‘২৬-এ গদি’ বলতে সেই ভোটে বিজেপির ক্ষমতায় আসার কথা বলেছেন বলেই ধরে নেয়া যেতে পারে। এরপরেই চক্রবর্তী কোনও প্রসঙ্গ বা কারও নাম উল্লেখ না করেই বলতে থাকেন, “দেখুন, আমাদের এখানে এক নেতা বললেন আমরা ৭০% মুসলমান, ৩০% হিন্দু.. এদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভেবেছিলাম মুখ্যমন্ত্রী কিছু বলবেন, যে এ ধরনের কথা বলো না। কেউ কিছু বলল না।”
‘কিন্তু আমি তো মুখ্যমন্ত্রী নই। আমি তো বলবই... তুমি কেটে ভাগীরথীতে ফেলে দেবে কিন্তু এমন একদিন তো আসবে যেদিন আমরা তোমাদের কেটে ভাগীরথীতে নয়– ভাগীরথী আমাদের মা .. পুণ্য মা। তোমাদের মাটির ভেতরেই ফেলে দেব..’ বলেছেন মিঠুন চক্রবর্তী। এই সময়ে উপস্থিত জনতার উল্লাস শোনা যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটু হাসতে দেখা গেছে।
ভাষণের পরের অংশে চক্রবর্তী দলের প্রচারে তার অংশ নেয়া, সদস্য সংগ্রহের লক্ষ্য স্থির করা ইত্যাদি বিষয়ে কথা বলেছেন। চক্রবর্তী নাম না করলেও মুর্শিদাবাদের তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবীর এরকমই একটা ভাষণ দিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগে। বিজেপি দাবি করছে তখনই নির্বাচন কমিশনের কাছে বিষয়টি অভিযোগ আকারে জানানো হয়েছিল।
তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তী বলছেন, “মিঠুন চক্রবর্তী আমাদের বাঙালিদের কাছে নিশ্চিতভাবেই একটা আবেগের জায়গা। সেই মিঠুন চক্রবর্তীকে নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই।”
“কিন্তু রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী যে কুৎসিত-তম বক্তব্য রেখেছেন সেটা তো মানুষকে হত্যায় ইন্ধন দেওয়ার শামিল। সংখ্যালঘুদের উদ্দেশে কুরুচিকর মন্তব্য করেছেন। ভারতের নাগরিক সুরক্ষা সংহিতা অনুযায়ী এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রণিধান রয়েছে। স্বাভাবিকভাবেই এই বক্তব্য নিয়ে এফআইআর হয়েছে,” বলছিলেন চক্রবর্তী। তিনি আরও বলছিলেন, “বাংলার সংখ্যালঘু মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা।”
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
ইফার প্রথম বোর্ড সভা কাল
আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার নিন্দা বিএসপি চেয়ারম্যানের
মৌলভীবাজারে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত, গুরুতর আহত ১ জন
আমু-কামরুলকে হাজির করার নির্দেশ
নতুন মামলায় গ্রেপ্তার মেনন, ইনু, দীপু মনি ও পলক,
প্রতিশ্রুতি ভেঙে ছেলেকে ক্ষমা বাইডেনের
গাজায় ইসরাইলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ
রূপগঞ্জে ফের হত্যা করতে সাংবাদিকের বসতঘরে সন্ত্রাসীদের গুলি
ভারত বাংলাদেশি কূটনৈতিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দ
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ
'২০২৪ সালে শোবিজে শিরোনাম হয়েছেন টেইলর সুইফট, ওয়েসিস এবং শন ‘ডিডি’ কম্বস', এক নজরে দেখে নিন
আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা: যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
প্রাক বড়দিন পালন করলে গারো পাহাড় সীমান্তে খ্রীষ্টানরা
আগামী জাতীয় নির্বাচন হবে জাতির জন্য কঠিন নির্বাচন
ভারত বিরোধী স্লোগানে উত্তাল খুলনা
রেকর্ডের মালা গেঁথে বাংলাদেশের সিরিজ জয়
মমতা ব্যানার্জির জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবটি বাস্তবতা বিবর্জিত গালগল্প
গত সাড়ে ১৫ বছর এ জাতি জিম্মি দশায় ছিল- জামায়াত আমির ডা.শফিকুর রহমান