প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন নির্মিত হচ্ছে দুবাইয়ে
১৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ এএম | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৩ এএম
সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ মঙ্গলবার এক ঘোষণায় জানিয়েছেন দুবাইয়ে প্রথম এয়ার ট্যাক্সি স্টেশন নির্মাণ করবেন।এটি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে নির্মান করা হবে।
দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান এক্সে জানিয়েছেন,এই স্টেশনটির পরিসর হবে তিন হাজার ১০০ বর্গকিলোমিটার, যার মাধ্যমে প্রতিবছর ৪২ হাজার অবতরণ ও ১৭ লাখ যাত্রী পরিবহন করা সম্ভব হবে।শেখ হামদান বলেন, ‘দুবাই তার অটুট প্রতিশ্রুতি, উদ্ভাবন, নিরাপত্তা ও স্থায়িত্ব নিয়ে বিশ্বব্যাপী যাতায়াত ব্যবস্থার ভবিষ্যৎ গঠন করে যাচ্ছে।’
প্রথম পর্যায়ে ডাউনটাউন, দুবাই মেরিনা ও পাল্ম জুমেইরা এলাকাগুলোতে স্টেশনগুলো স্থাপন করা হবে। ২০২৬ সালে এ সেবা শুরু হবে।এই উড়ন্ত ট্যাক্সিগুলো দুবাইয়ের কিছু ব্যস্ততম এলাকার মধ্যে ভ্রমণের সময় কমিয়ে দেবে।ভ্রমণের সময় কমে যাবে প্রায় ১০ মিনিট এবং খরচও কমে আসবে।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউএএম দুবাইয় সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের (আরটিএ) পরিবহনব্যবস্থা বিভাগের পরিচালক খালেদ আল আওয়াধির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে,এই এয়ার ট্যাক্সিগুলো প্রতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিতে চারজন যাত্রী ও একজন পাইলট বহন করতে সক্ষম।এর মানে হচ্ছে, যাত্রীরা দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাল্ম জুমেইরাতে ১০-১২ মিনিটের মধ্যে পৌঁছতে পারবেন, যেখানে গাড়িতে একই পথে ৪৫ মিনিট সময় লাগে।
আরটিএ, জবি এভিয়েশন ও স্কাইপোর্টস ইনফ্রাস্ট্রাকচারের সম্মিলিত সহযোগিতায় এই এয়ার ট্যাক্সি প্রকল্পটি তৈরি হচ্ছে, যার মাধ্যমে দুবাই বিশ্বের প্রথম শহর হিসেবে শহরের ভেতরে আকাশপথে যাতায়াতব্যবস্থা চালু হবে।
ডাউনটাউন, দুবাই মেরিনা ও পাল্ম জুমেইরা সহ এই চারটি ভার্টিক্যাল টেক-অফ এবং ল্যান্ডিং পোর্টকে (ভার্টিপোর্ট) শহরের মূল হোটেলগুলোর সঙ্গে সংযুক্ত করা হবে। তবে জবি এভিয়েশনের পরিকল্পনায় বলা হয়েছে, এয়ার ট্যাক্সি শেষ পর্যন্ত শহরে বাসের মতোই সাধারণ হয়ে উঠবে।ভার্টিপোর্ট হলো এমন একটি নির্দিষ্ট এলাকা, যেখানে উল্লম্বভাবে উঠতে ও নামতে সক্ষম বিমান চলাচল করতে পারে।
এ ছাড়া এই এয়ার ট্যাক্সিগুলোর মাধ্যমে ভবিষ্যতে দুবাই ও আবুধাবির মধ্যে আন্তঃশহর যাতায়াতব্যবস্থা চালু করার পরিকল্পনাও রয়েছে।এর আগে দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)সেপ্টেম্বর মাসে নিশ্চিত করেছিল,প্রথম চারটি ভার্টিপোর্টের মধ্যে প্রথমটি ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিকে চালু হবে।
পরে অক্টোবর মাসে দুবাই পাবলিক পার্কিং গ্রুপ ঘোষণা করে, তারা ভার্টিপোর্টে পার্কিং সুবিধা তৈরি করবে,যাতে যাত্রীরা তাদের গাড়ি পার্ক করে এয়ার ট্যাক্সি আসার পর যাত্রা শুরু করতে পারে অনায়াসে। সূত্র : আল অ্যারাবিয়া
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ