হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৪ এএম
লিটন দাসের রানে ফেরার ম্যাচে বড় সংগ্রহই পেয়েছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু সিলেট স্ট্রাইকার্সের হয়ে ব্যাট হাতে অবদান রাখলেন প্রায় প্রত্যেকেই। মিলিত প্রচেষ্টায় ঢাকাকে আরও একটি পরাজয়ের মাল্য পরিয়ে সিলেট বের হলো পরাজয়ের বৃত্ত থেকে।
বিপিএলের চলতি আসরে পয়েন্ট তালিকার তলানীর দুই দলের লড়াইয়ে শুক্রবার ঢাকাকে ৩ উইকেটে হারিয়েছে সিলেট। ১৯৪ রানের লক্ষ্য তারা পেরিয়ে যায় ৮ বল হাতে রেখেই। জয়ের নায়ক জাকির হাসান করেন ২৭ বলে ৫৮ রান।
আসরে চার ম্যাচে সিলেটের প্রথম জয় এটি। অন্যদিকে এ নিয়ে পাঁচ ম্যাচেই হারল ঢাকা।
লক্ষ্য তাড়ায় প্রথম বলেই রাকিম কর্নওয়েলকে হারায় সিলেট। মুস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হন এই ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার। পরের ওভারে আউট হন জর্জ মুনসিও। তবে দলটির হয়ে এরপর যারাই ব্যাটে এসেছেন, রেখেছেন অবদান। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও ওভারপ্রতি প্রয়োজনীয় রানরেট ছিল নাগালে।
ব্যাট হাতে সবচেয়ে বড় অবদান রাখেন জাকির হাসান। এই কিপার ব্যাটার ৭ চার ও ৩ ছক্কায় ২৭ বলে করেন সর্বোচ্চ ৫৮ রান। ২০ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান করেন রনি তালুকদার। ১৭ বলে ২৪ রানে অবদান রাখেন জাকের আলি। ১৫ বলে অপরাজিত ২৮ রানে শেষটা টানেন অধিনায়ক আরিফুল হক।
ছয়জন বোলার ব্যবহার করেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। পাঁচজন পান উইকেটের দেখা। দুজন নেন দুটি করে। ৩৭ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলার ফারমানউল্লাহ।
এর আগে টসে জিতে ব্যাট বেছে নেওয়া ঢাকার হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেন লিটন। সব ধরনের ক্রিকেট মিলিয়ে ২৩ ইনিংস পর ফিফটি করতে পারলেন তিনি। চার নম্বর থেকে এদিন আবার তিনি উঠে আসেন ওপেনে। প্রথম ওভারেই তানজিদ হাসানকে হারানোর পর মুনিম শাহরিয়ারের সঙ্গে লিটন গড়েন ১২৯ রানের জুটি।
৪৩ বলে ১০ চার ও ১ ছক্কায় ৭৩ রান করে লিটন পেরেন ১৬তম ওভারে। এরকই ওভারে মুনিম ফেরেন ৫২ রান করে। তবে তার ব্যাট ছিল ধীর। ৭ চার ও ১ ছক্কায় তিনি এই রান করেন ৪৭ বলের মোকাবেলায়।
পরে সাব্বির রহমানের ১০ বলে ২৩ ও থিসারা পেরেরার ৯ বলে ১৮ রানে ৬ উইকেটে ১৯৩ রানের লড়াকু সংগ্রহ গড়ে রাজধানীর দলটি।
২৭ রানে ৩ উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার কর্নওয়াল। ৪ ওভারে ৫৮ রান দেন আল-আমিন হোসেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ঢাবি ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ছাত্রদল-শিবির, ভর্তিচ্ছুদের উচ্ছ্বাস
মুরাদনগরে রচনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ঢাবিতে আজ ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৪৩ শিক্ষার্থী
ফুটেজের ব্যক্তি আর শরিফুল শেহজাদ একজন নয়,মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি পিতার
ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে যুদ্ধ বাঁধতো না : পুতিন
ক্যালিফোর্নিয়া গভর্নরের সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র নতুন ত্রাণ তহবিল স্থগিত করেছে, ইসরাইল-মিসরের জন্য ব্যতিক্রম
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে ব্যাডমিন্টন
বাংলাদেশিকে লক্ষ্য করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলি
বহুদলীয় গণতন্ত্রের একটি সংবিধান দিতে হবে: নাসির উদ্দিন পাটোয়ারী
অভাবনীয় ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের স্বপ্নভঙ্গ
টাই-ব্রেকিং ভোটে পিট হেগসেথ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিশ্চিত
এক-এগারোর ভয় দেখিয়ে লাভ হবে না: রিজভী
এবার মা, ছোট ভাই ও আন্দোলনে আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান
এই প্রথম ভারতে স্বর্ণের দাম বেড়ে ৮৩ হাজার রুপি
বিজিবি মহাপরিচালকের ভারত সফর নিয়ে কোনো গোপনীয়তা নেই: বিজিবি
সুইজারল্যান্ড থেকে ঢাকার পথে প্রধান উপদেষ্টা
উপদেষ্টা নাহিদের কাছে ক্ষমা চাইলেন সাইফ
সিংগাইরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন উপদেষ্টা ড.আসিফ নজরুল
সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র